Download Stock Rom For SYMPHONY Roar A 50

আসসালামুয়ালাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। প্রযুক্তির এই যুগে আমরা প্রায় সবাই স্মার্ট ফোন ব্যবহার করি যার মধ্যে এন্ড্র্য়েড ব্যবহারকারী সব চেয়ে বেশি। আর বাংলাদেশে SYMPHONY মোবাইলের গ্রাহক তুলনামুলক ভাবে বেশি।
তার কারন হল তুলনামুলক কম দামে স্মার্ট ফোন এর সকল ফিচার পাওয়া যায় এই মোবাইলে।

যেহেতু SYMPHONY এর গ্রাহক বেশি তাই আপনাদের জন্য নিয়ে আসলাম SYMPHONY Stock Rom তাও আবার সব মডেল এর জন্য। তো যার যেটা প্রয়োজন ডাউনলোড করুন নিচে থেকে।

  • Model: SYMPHONY Roar A 50
  • Country : All
  • Version: Android 4.4.2
  • Download Link :

Click Here To Download

  • যেভাবে ফ্লাশ করবেন
  1. প্রথমে আপনার ফোনের চার্জ কমপক্ষে ৪০ - ৫০% রাখুন
  2. USB Driver ডাউনলোড করে ইনষ্টল করুন যদি না থাকে, আর থাকলে দরকার নাই।
  3. আপনার ফোনের পাওয়ার অফ করুন আর ব্যাটারী খুলে ফেলুন [যদি খোলা যায়]
 4. আপনার ডাঊলোড করা স্টক রম আপনার কম্পিউটারে এক্সট্রাক্ট করুন।
 5. Smart Phone Flash Tool Download করে এক্সট্রাক্ট করুন আপনার কম্পিউটারে।
 6. এবার ফ্লশ টুল ওপেন করুন।
 7. Smart Phone Flash Tool চালু হলে Download বাটনে ক্লিক করুন।
 8. এখন Scatter - loading এ ক্লিক করুন
  9. এখন Scatter ফাইটিকে দেখিয়ে দিন। আপনে Scatter ফাইলটা স্টক রম যেখানে এক্সট্রাক্ট করেছেন সেখানে পাবেন।

10. Flash Process চালু করার জন্য Download বাটনে ক্লিক করুন

11. এবার আপনার ফোন USB Data cable দিয়ে কম্পিঊটারে কানেক্ট করুন। আর হ্যা ব্যাটারী খুলে ফেলুন। ফোন সহজে যাতে কম্পিউটার ডিটেক্ট করতে পারে সে জন্য Volume up/down বাটন প্রেস করতে থাকুন।
12. Flash complete হলে নিচের মত গ্রীন সিগন্যাল আসবে,

13. আপনার Flash Tool close করুন আর আপনার স্মার্ট ফোনটা কম্পিউটার থেকে ডিসকানেক্ট করুন।
আর কি খুঁজছেন? আপনার ফোনে সফল ভাবে রম ইনষ্টল হয়েছে।

যার যে মডেলের ষ্টক রম দরকার আমাকে জানান

Level 0

আমি ফাহাদ অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

রঙের কাছে থেকে তুলি হারিয়ে গেছে। আজ রঙ খুব একা


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস