Xiaomi সম্পর্কে কিছু তথ্য পার্ট ১

অনেক দিন যাবত সাওমি সম্পর্কে কিছু  লিখব লিখব করে আর লিখা হচ্ছে না। এর কারন ২ টা . ১ আমি বাংলায় টাইপ করতে পারি না। আর Avro  দিয়ে ও তেমন টাইপ করি নি আগে।

 

সাওমি আগে এতটা জন প্রিয় না হলে ও বর্তমান এ এর ফিচার গুল ও অল্প দামএ ভাল মান এর ফোন সেল করায় এর জনপ্রিয়তা এখন অনেক।

আমি যতটুকু দেখেছি বাংলাদেশ এ যতগুল ফোন সেল হয় তার ৮০% ই VENDOR রম দেয়া।

আজকে Vendor Rom সম্পর্কে লিখব।

আপনাদের আমার কাছে প্রশ্ন গুলর উত্তর দেই আগে.

১.Vendor ROM কি?

২.Vendor ROM কি ব্যবহার করা ঠিক?

৩.এই রম আর অফিসিয়াল রম এর মধ্যে পার্থক্য কি?

৪.দুইটার মধ্যে কোনটা ভাল?

১.উত্তরঃ Vendor Rom হল একটি আনফিসিয়াল রম। সাধারানত এই রম সেলাররা দেয়। কারন তারা যখন ফোনটা অন্য দেশ এ পাঠায় তখন চায়না ভাষা বুঝা যাবে না। এই রম এ চায়না ও Playstore  দুইটাই থাকে। সাথে কিছু Tweak থাকে। একে কাস্টম রম ও বলা যায়।

 

 

২.উত্তরঃ Vendor Rom বেশিদিন ব্যবহার করা ঠিক হবে না। কারন এই রম এ কিছু BOOTAWARE দেয়া থাকে। যার কারনে System এর কিছু ফাইল Corrupt হয়ে যায় এবং সেন্সর অকেজো হয়ে পরে।তাছারা ও আরও অনেক সমস্যা হয়।

 

৩.এই রম আর অফিসিয়াল রম এর মধ্যে তেমন কোন পার্থক্য নাই। সারা জীবন এক ভার্সন ব্যবহার করে যাবেন জীবনে ও OTA(Over the Air) Update পাবেন না।

 

৪.Vendor ROM সম্পরকে ত আমি বললাম। এখন আপনারা বলেন কোনটা ভাল।

আরও কিছু তথ্য

 

১.কিভেবে ভুঝবেন আপনার রম টা Vendor ROM?

2.কিভাবে অফিসিয়াল রম এ আসবেন?

 

 

Vendor Rom এ আছেন কি না তা বুঝার জন্য আপনার ফোন এর settings এ যান About এ যান তারপর আপনার MIUI Version টা Google এ Search দেন।

আরেকটা বুঝার উপায় হল। প্রতি Stable Rom এ  প্রতি মাসে অন্তত ১ বার OTA আপডেট আসে। আর DEVELOPER ROM এ প্রতি ৭ দিন এ আসে।

আপনি চাইলে এই লিঙ্ক যেয়ে

আপনার ডিভাইসএর জন্য অফফিসিয়াল লাস্ট রিলিস রম দেখতে পারেন।

 

অফিসিয়াল রম এ আশার একটাই উপায়। Flash Tool দিয়ে Flash করা।

 

আমার Next POST হবে আসল Xiaomi প্রোডাক্ট চিনার উপায় নিয়ে। আমার জন্য দোয়া করবেন যেন সময় বের করে লিখতে পারি।

 

সবাইকে ধন্যবাদ

Level 0

আমি আসিফ ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অপেক্ষায় থাকলাম :p

কিগো ভাই! Xiaomi এর আসল ফোন চিনার উপায় নিয়ে পোস্টটা কখন দিবেন?????