আপনার সাধের স্মার্টফোনটি জেইলব্রেক বা রুট করবেন ভাবছেন ? তাহলে আগে টিউনটি দেখে নিন!

যেহেতু আপনি আপনি আই টিউনটি পরছেন তাই আমি ধরে নিলাম আপনার একটি স্মার্টফোন আছে। আমরা অনেকেই রুট বা জেইলব্রেক এর মতো শব্দগুলো হার হামেশাই শুনে থাকি।কিন্তু আসলে এগুলো কি? খায় না মাথায় দেয়?

রুট বা জেইল্ব্রেক কি?

এখনকার আধুনিক স্মার্টফোন কোমপানিগুলো আমাদের স্মার্টফোনগুলোর কিছু অ্যাক্সেস নিজেদের কাছে রেখে দেয়। যার ফলে  কিছু জিনিস আমরা করতে পারি না। তো এই অ্যাক্সেস নেয়ার জন্য স্মার্টফোন এর অপারেটিং সিস্টেম এ যে পরিবর্তন করা হয় তাকে আই.ও.এস এর বেলায় জেইলব্রেক আর এন্ড্রয়েড এর বেলায় রুট বলা হয়।

রুট বা জেইল্ব্রেক অনেক সময় আমাদের কিছু সুবিধা এনে দিলেও অনেক সময় এ সমস্যার মাত্রা বারিয়েও দিতে পারে। আর এটা মাথায় রাখা দরকার যে জেইল্ব্রক বা রুট করলে আপনার সাধের স্মার্টফোন এর ওয়ারেন্টি চলে পারে। তাই এটা মাথায় রাখবেন।

তবে জারা ব্রান্ডেড ফোন ব্যবহার করেন তারা খেয়াল করলেই দেখবেন আপনার ফোন এ কিছু অপ্রয়োজনীও আপ্স আছে যেইগুলো আপনি না চাইলেও কাটতে পারছেন না। রুট করে সহজেই এই আপ্পস গুলো কাটতে পারবেন। এছারাও যেসব আপ্পস চালাতে রুট পারমিশন লাগে সেইগুল চালাতে পারবেন।

আর আপনার আই.ও.এস ফোনটি যদি জেইলব্রেক করেন তাহলে আপনি আপ্নের ফাইল সিস্টেম এর দেখা পাবেন।আর আপ্নের ডিফল্ট লুক কেও কাস্টোমাইজ করতে পারবেন।

জেইলব্রেক এবং রুট সম্পর্কে আরো জানতে আমার বানানো ভিডিওটি দেখতে পারেন।

ফেসবুকএ আমিঃ Ashraf Akon

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস