মেসেজ কনভার্সেশনের টেক্স পরিবর্তন করে চমকে দিন সবাইকে !!!

মনে করুন আপনার বন্ধু নাইম আপনাকে মেসেজ করলো – “bikale dakha koris” কিন্তু আপনি মেসেজের টেক্স পরিবর্তন করে করে দিলেন – “ami Jorinake valobasi but kisutai bolte parsina.tui oke bole dana plzzz!!” :-p :-p :-p
বিষয়টা মজার তাই না! হ্যা বন্ধুরা আপনারা এইটা করতে পারবেন আজকের এই টিউনটি পড়ে। তো চলুন শুরু করা যাক !!!  
সরি আর একটু ডিস্টার্ব করি ??? ওকে। এইটা আমার লাইফের প্রথম টিউটোরিয়াল হওয়ার টুকটাক ভুল হতে পারে নিজ গুনে ক্ষমা করে দিবেন।

যা যা লাগবে আপনারঃ

স্টেপ মুলতো চারটা – নির্ধারিত কনভার্সেশন সিলেক্ট করে ব্যাকআপ করা, কনভার্সেশন  ডিলিট করা, ব্যাকআপকৃত টেক্স ফাইলটি এডিট করা, ফাইলটি রিস্টোর করা। অনেকেরই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর যারা বুঝতে পারছেননা তাদের হতাশ হওয়া চলবেনা। কারন তাদের জন্য নিচে স্ক্রিনশর্টসহ স্টেপগুলো অপেক্ষা করছে।
. Super Backup – এপসটি ওপেন করুন এবং SMS সিলেক্ট করুন 
 
. BACKUP CONVERSATIONS সিলেক্ট করুন।

নির্ধারিত কনভার্সেশন সিলেক্ট করুন এবং BACKUP সিলেক্ট করুন। এখানে আমি Robi_Offer সিলেক্ট করলাম।

এখন ফাইলটার একটা নাম দিয়ে .xml এক্সটেনশনে সেভ করুন ।

এবার ES File Explorer থেকে সেভ করা ফাইলটি ওপেন করুন ES Note Editorদিয়ে (এইটা আলাদা কোন এপস না, ES File Explorer এর একটি প্যাকেজ)।
৬. ওপেন করার পর নিচের মতো একটি পেজ আসবে।

৭. এখন উপরের ছবির লাল চিহ্ন দেওয়া অংশে সিলেক্ট করে Edit  এ যান। তারপর যে টেক্সটুকু এডিট করতে চান এডিট করুন এবং ব্যাক বাটনে ক্লিক করলে দেখবেন জানতে চাইবে সেভ করতে চান কিনা। তখন সেভ করুন।

৮.এরপর মেসেজে গিয়ে কনভার্সেশন ডিলিট করে দিন।
৯. Super Backup – এপসে গিয়ে RESTORE এ যান।
১০.এখন ব্যাকআপকৃত ফাইলটি রিস্টোর করুন।
১১. এখন মেসেজে  গিয়ে আপনি দেখুন মজা !!!!
এখনতো পারবেন আপনার বন্ধুকে বাশ দিতে :-p :-p :-p !!!! আশা করি ভাল লেগেছে আপনাদের। কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করবেন অথবা আমাকে ফেসবুকে নক করতে পারেন।
আমার ফেসবুক আইডি Avijit Biswas
ধন্যবাদ। ভাল থাকবেন সবাই। 

Level 0

আমি অভিজিৎ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস