মোবাইল দিয়ে Youtube এ কাজ করার জন্য প্রয়োজনীয় এপ্স সমুহ।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। টেকটিউনস এর সাথে থাকলে সবাই ভাল থাকে। যাই হউক আবার নতুন একটা টিপস নিয়ে হাজিল হলাম। আজকের টিপস মুলত যারা মোবাইল দিয়ে ইউটিউব এ কাজ করেন তাদের জন্যে। আজকে এমন কয়টা এপ্স এর কথা বলব যা প্রত্যেক মোবাইল ইউটিউবারদের কাছে থাকা অবশ্যক। যারা মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলে টাকা আয় করতে চান তারা আমার এ ভিডিও দেখে আগে চ্যানেল খুলে নিন।

যে এপ্স গুলোর কথা বলছিলাম।
১. Youtube Creator Studio: এ এপ্স দিয়ে খুব সহজে আপনার চ্যানেল ম্যানেজ করতে পারবেন। কেউ আপনার ভিডিওতে টিউমেন্ট করলে রিপলে দিতে পারবেন। অর্থাৎ Youtube এর যে creator option থাকে তা দিয়ে যা করতে পারেন এ এপ্স দিয়ে সব করতে পারবেন।
২. Tag Youtube: এ এপ্স দিয়ে অন্য ভিডিওর ট্যাগ দেখতে পারবেন। এবং আপনার ভিডিও কি ট্যাগ ব্যবহার করবেন সে আইডিয়া নিতে পারবেন।
৩. Google Adsense : এ এপ্স দিয়ে খুব সহজে আপনার আর্নিং দেখতে পারবেন।
৪. Games Screen Recorder: এই এপ্স দিয়ে কোন প্রকার যামেলা ছাড়াই Screen Record করে টিউটোরিয়াল make করতে পারবেন।

অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবসক্রাইব করুন।
http://Youtube.com/KtvBanglaTutorial
ভিডিওটা দেখুন।

Level 1

আমি ফাহাদ কাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস