বিশ্বের কয়েকটি দারুন জনপ্রিয় অ্যাপ যেগুলো কখনো প্লে স্টোরে পাবেন না

সাধারণত আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার অনেক সময় দারুন কিছু অ্যাপ আমরা প্লে স্ট্রোর খুঁজে পাই না। এই না পাওয়ার কারন অনেক, তার মধ্য অনেক অ্যাপ প্লে স্টোর এর প্রাইভেসির সাথে মিলে না বা অনেক সময় আবার গুগল তার বিজনেসের সমস্যা হবে এমন অ্যাপ গুলোকে স্থান দেয় না প্লে স্টোরে। কিন্তু গুগল স্থান না দিতে পারে কিন্তু এমন অনেক অ্যাপ আমাদের দরকার তাই আমরা থার্ড পার্টি সাইট গুলো থেকে অ্যাপ গুলোর এপিকে ফাইল ডাউনলোড করে ইন্সটল করে থাকি।

তো চলুন তাহলে দেখে নেয়া যাক এমন কিছু অ্যাপ সম্পর্কে। অনেকে হয়তো ইন্সটল করতে চাইতে পারেন তাই আমি ডাউনলোড করার লিংক দিয়ে দিব।

Windows 7 Launcher : Windows সেভেন লাঞ্চারটা আগে প্লে স্টোরে পাওয়া গেলেও এখন তা পাওয়া যায় না। এই লাঞ্চারের প্রধান কাজ হচ্চে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে অনেকটা Windows এর মত করে ফেলবে। মনে হবে যেন আপনি মোবাইলএ Windows চালাচ্ছেন।

Secure Download link: Windows 7 Launcher Apk

Kingroot : অনেকেই হয়তো রুটিং এর সাথে পরিচিত যারা মোবাইলকে কাস্টমাইজ করে চালাতে পছন্দ করেন। আর যারা নিজের অপারেটিং সিস্টেম কে  নিজের মত করে সাজাতে চান তারাই মোবাইলকে রুট করেন। আর ভাল এবং জনপ্রিয় রুটিং আপ্স হচ্চে কিংরুট।

Download Kingroot (Secure Link)

Vidmate : বর্তমান সময়ে Vidmate একটি জনপ্রিয় ভিডিও ডাউনলোডিং আপ্স। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই অ্যাপ এর মাধ্যমে আপনি যেকোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমের ভিডিও খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। তবে এখন প্লে স্টোরে ব্যান তাই থার্ড পার্টি সাইট থেকে অ্যাপটি ডাউনলোড করে তারপরে ইন্সটল করে নিতে পারেন।

Vidmate Download Link

Luckypatcher: লাকি প্যাচার আরেকটি জনপ্রিয় অ্যাপ যার মাধ্যমে যেকোন ধরনের অ্যাপ এর বিরক্তিকর বিজ্ঞাপনকে টা টা জানিয়ে দেয়া যায়। এছাড়া এই অ্যাপ এর আরেকটি সুবিধা বেশ কিছু প্রিমিয়ার অ্যাপ এর লাইচেন্স ভ্যারিফিকেশন ভেঙ্গে দিতে পারে।

Lucky Patcher ডাউনলোড লিংক

ধন্যবাদ সবাইকে যারা আমার টিউনটি পড়েছেন। আশাকরি আপনাদের ভালো লেগেছে,   এক সময় টেকটিউনসতে পড়ে থাকতাম ঘণ্টার পর ঘণ্টা। অনেকে কিছু শিখেচি জেনেছি এখান থেকে। বিশেষ করে যদি বলি আমি আগে বাংলা টাইপিং অত পারতাম না এখানে টিউন করতে করতে লেখাও শিখেছি প্রযুক্তি সম্পর্কেও অনেক জেনেছি।

Level 1

আমি techcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ্য