নকল নাকি?

নকল নাকি?

- না না, আপনি নকল না। জানি অাপনি অাসল। কিন্তু অাপনার হাতের ফোনটিও কি অাসল? নাকি জানেন না?

অাপনি হয়তো অনেক ভাবে চেক করেছেন। তাই না? ডায়াল করেছে #*#৪৬৩৬#*# দিয়ে হিস্টোরি দেখেছেন?
*#০০*# দিয়ে ডিসপ্লে দেখেছেন? এবার বলি, সব কিছুকেই এখন কপি সেট ছাড়িয়ে যেতে পারে। চায়নারা বড় অদ্ভূতুরে। তবে একটা জিনিস এখনো নকল করতে পারে না। সেটা কি? সেটা হলো ফোনের IMEI নাম্বার। অাপনার ফোনের IMEI নাম্বার বলে দিবে ফোনটি অাসল না নকল।

বলবেন, IMEI কিভাবে চেক করবো? তাহলে অাপনার ফোনে ডায়াল করুন *#06#, তারপরে দেখুন বড় সংখ্যার নাম্বার। ফোনটি ডাবল সিমের হলে নাম্বার হবে দুটি। প্রথম নাম্বারটি নিয়ে নিচের দেওয়া ওয়েব সাইটে চলে যান। IMEI চেক বক্স অাসবে। সেখানে অাপনার ফোনের IMEI নাম্বারটি দিন অার চেক করুন। ফোনটি অাসল হলে লেখা অাসবে তার মডেল, কম্পানির তথ্য অথবা মার্ক করা থাকবে CLEAN.

এতেই পরিস্কার হবে অাপনার ফোনটি অাসল না নকল। ওয়েব সাইটটি হলো - http://www.imeipro.info বুঝলেন? সাইটটি মনে রাখাও সহজ। না? না বুজলে টিউমেন্ট করুন।

Level 0

আমি সামীর আব্দুল্লাহ্ আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস