এবার আপনার ওয়েব সাইট কিংবা ব্লগের জন্য নিয়ে আনলিমিটেড ভিজিটর তাও আবার Google, Facebook, Youtube, Wikipedia, Yandex ইত্যাদির Redirect ভিজিটর ফ্রিতে

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ হাজির হয়ে গেলাম আনলিমিটেড Branded ভিজিটর নেওয়ার সহজ একটি ট্রিক নিয়ে যা আপনি আপনার Android মোবাইল থেকে খুব সহজেই Termux Apk ব্যবহার করে কয়েকটি সহজ কমান্ড দিয়েই করে ফেলতে পারবেন তো চলুন শুরু করা যাক।

আমাদের কম বেশী অনেকের ওয়েবসাইট কিংবা ব্লগ রয়েছে এবং সবার আকাঙ্ক্ষা একটাই আর তা হলো ভিজিটর। যত বেশী ভিজিটর সাইটে থাকবে সাইট ততো ফেমাস কিংবা আয় অথবা Rangking ভালো থাকবে।

তবে মনে রাখতে হবে যে ভিজিটর পেতে Seo করার উপর গুরুত্ব দিতে হবে যেমন সার্চ ইঞ্জিন ইনডেক্স পাশাপাশি সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করতে হবে যত বেশী শেয়ার হবে ততো বেশী ভিজিটর হবে আর এটাই প্রমানিত। তবে কন্টেন্ট এর মান এখানে বেশী ভূমিকা রাখবে ভিজিটর ধরে রাখতে।

অনেকে হয়তো ভাবছেন টাইটেল কি দিলো আর কইতাছে ডা কি?

ভাই উপরের উক্তি ছিলো যারা সত্যিকারের ভিজিটর এর আশা করেন আর আমরা যা করবো তাতো চিটিং কিছু সময়ের জন্য মনের শান্তি পাওয়া ও ধরে নিতে পারেন।

চলুন কিভাবে নিবেন আনলিমিটেড ভিজিটর দেখে নেইঃ

প্রথমত আপনার Android মোবাইল যেহেতু হাতে আছে নিচের থেকে Termux Apk টি না থাকলে নামিয়ে নিন।

Termux Download Link

টিউন শুরুর আগে একটা কথা জানিয়ে রাখা ভালো হবে তা হলো আপনি যদি Termux এর ব্যাপারে কিছুই না জেনে থাকেন তবে আমার লিখা আগের টিউন গুলো পড়ে আসার অনুরোধ রইলো।

আপনার Android কে বানিয়ে ফেলুন একটি হ্যাকিং ডিভাইস খুব সহজে পর্ব - ১

এবার Kali Linux এর Tools Lazymux install করুন আপনার Android মোবাইলে Without Root - [Termux Part -2]

উপরের এপ ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ফেলুন এবং ওপেন করুন।

apt update && apt upgrade

উপরের কমান্ড টি লিখুন

pkg install php

উপরের কমান্ড লিখুন এবং এন্টার চাপুন

pkg install git

উপরের কমান্ড লিখুন আর এন্টার চাপুন।

git clone https://github.com/underxploit/Autov

 উপরের কমান্ড এর মাধ্যমে Git Clone করে ফেলুন

cd Autov

php auto.php

 উপরের কমান্ড দিয়ে সামনে আগান।

 এবার http:// অথবা https:// এর পর আপনার সাইটের নাম লিখুন।

Visitor আপনার মন মত দিন তারপর উপরের মত আসলে কমান্ড দিন

1

এবার উপরের মত কাজ শুরু হয়ে গেলে দেখাবে।
আপনার দেওয়া নির্দিষ্ট সংখ্যক ভিজিটর কাউন্ট হয়ে গেলে অটোমেটিক  বন্ধ হয়ে যাবে।

এই হয়ে গেলো আমাদের ছোট্ট ট্রিক টি উপস্থাপন করা

চাইলে নিচে থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

চাইলে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে।
DarkMagician

সৌজন্যেঃ Cyber Prince

Level 3

আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস