অন্যের ফোনের সব নিয়ে আসুন আপনার মোবাইলে

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

আশাকরি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে।

আপনার কি কোন পার্সনাল মানুষ আছে। আপনার প্রিয় মানুষের আছে একটি অ্যান্ড্রয়েড ফোন। এখন কথা হলো সে সারাদিন কি করে অথবা সে কি ধরনের ভিডিও দেখে তা জানা আপনার পক্ষে অসম্ভব কিছু নয়, আর কিভাবে জানবেন সে বিষয় নিয়ে আজ বিস্তারিত কথা বলব। তাহলে দেরি কেন চলুন শুরু করি।

অন্যর মোবাইলের গ্যালারির সব ছবি, ভিডিও, ফাইল এগুলো নিজের ফোনে আনার জন্য আপনাকে প্রথমে যার ফোন থেকে ছবি, ভিডিও, ফোল্ডার গুলা আনবেন তার ফোনে Google Photos নামে এই অ্যাপটি ওপেন করতে হবে।

Google Photos অ্যাপটি প্রায় সবার ফোনে তাকে। আর যদি না থাকে তাহলে Play Store থকে ডাউনলোড করে নিন। মনে রাখবেন অ্যাপটি ওপেন করার সময় ফোনের ইন্টারনেট অন করে রাখবেন। অ্যাপটি ওপেন হয়ে গেলে উপরে ৩টি ছোট ছোট লাইন দেখতে পাবেন।

১. এই ৩টি লাইনের উপর ক্লিক করবেন।

২. ক্লিক করার পর নিচে দেখতে পাবেন Settings আছে, Settings এর উপর ক্লিক করবেন।

৩.সেটিংসে ক্লিক করার পরে উপরে দেখবেন Back up & Sync একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন।

৪. তারপরে নতুন একটি নতুন পেজ ওপেন হবে, ওপেন হওয়ার পরে নিচে Backup Device Folders নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন।

৫. Backup Device Folders এ ক্লিক করার নতুন পেজে কিছু ফোল্ডার দেবে। যত ফোল্ডার পাবেন তা অন করে দিবেন।

৬. অন করে দেওয়ার পরে Back এ আসবেন।

৭. Back এ আসার পরে আবারও Backup Device Folders পাবেন তার নিচে Photos ও Videos নামে দুটি অপশন পাবেন দুটি অন করে দিবেন।

৮. এই দুই অপশন অন করে দিবেন। অন করে দেওয়ার পরে Back এ এসে সরাসরি Google Photos এ আবার চলে আসবেন।

৯. Google Photos এ আসার পরে নিচে ডান দিকে Sharing অপশনে ক্লিক করবেন।

১০. ক্লিক করার পরে উপরে Add partner account এ ক্লিক করবেন। তারপরে Get started এ ক্লিক করবেন।

১১. তারপরে To লেখা থাকবে, এখানে আপনার ফোনের যে ইমেইল আছে সেটা দিবেন। মনে রাখবেন এই কাজ গুলা যার ফোন থেকে সব আনতে চাচ্ছেন তার মোবাইলেই করবেন।

১২. তারপর To যেখানে দেওয়া থাকবে সেখানে যে ইমেইল দিবেন সে ইমেইল এ সব কিছু যাবে তাই আপনার ফোনের ইমেইল দিবেন।

১৩. ইমেইল দেওয়ার পরে উপরে ডান পাশে Next এ ক্লিক করবেন। ক্লিক করার পরে Send invitation এ ক্লিক করলেই আপনার কাজ শেষ।

এখন আপনি ফোনটি রেখে দিতে পারেন। এরপর থেকে আপনার ইমেইল এ সব অটো সেন্ড হবে।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।

Level 5

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস