এনড্রয়েড ডিভাইস – স্যামসাং গ্যালাক্সী ট্যাব (হাতের মুঠোয় বিশ্বটা একটু বড়)

টেক গ্যাজেটের প্রতি আমার একটা দূর্বার আকর্ষণ বরাবরই ছিল, আছে – হয়তো থাকবে। আইডিবিতে গিয়েছি, খালি হাতে ফিরে এসেছি – এমনটা সাধারণত হয়নি কখনো। নিদেনপক্ষে একটা পেন-ড্রাইভ কেনা হয়। ২০০২ সালে টুইনমস যখন প্রথম পেন-ড্রাইভ/থাম্ব ড্রাইভ নিয়ে আসে, তখন দেরি না করে ১৬ মেগাবাইট (হ্যা, ১৬ মেগাবাইট!) এর ঐ বিস্ময়কর গ্যাজেটটি কিনে ফেলি ১৬০০ টাকা দিয়ে। আইডিবিতে এই জিনিস দিয়েই আমার গ্যাজেট তৃষ্ণা মেটানো শুরু – এর আগের বেশ কিছু সাধ বিদেশে মিটিয়েছি – পাম-স্ক্যানার, ওয়েবক্যাম, ইনফ্রা-রেড ট্রান্সমিটার/রিসিভার, ব্লু-টুথ ডঙ্গল, মেমরী কার্ড রিডার আর নানারকম ক্যাবল-কনভার্টার কিনে মোটামুটি পকেট খালি করে ফেলতাম। তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকতাম (এখনও থাকি) পিসিওয়ার্ল্ড আর বিভিন্ন কম্পিউটার ম্যাগাজিনে নতুন কি এলো জানার জন্য।

তবে, মানুষের সাধ আর সাধ্যের সমন্বয় সবসময় হয়না – আর সাধটা যদি দামী কোন গ্যাজেট হয় তাহলে তো তা আরও দূরে থাকে। ঠিক এমনই একটা দুর্লভ সাধ আমার মিটেছে। আমি এখন একজন স্যামসাং গ্যালাক্সী ট্যাবের মালিক!

স্যামসাং গ্যালাক্সী ট্যাব (যা কিনা ইদানীং “আইপ্যাড কিলার” নামে বেশ পরিচিতি লাভ করেছে) আসলেই একটা দারুণ গ্যাজেট। আমরা সবাই এখন কমবেশি ল্যাপটপ ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু ২০১০ সাল থেকে ট্যাবলেট পিসি বা ট্যাবলেট কম্পিউটার এর আবির্ভাব ও ব্যাপক ব্যবহারের কারণে এখন বলা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে ট্যাবলেট পিসি ল্যাপটপের জায়গা দখল করে নেবে। বিশ্বাস করুন, কথাটার মর্ম আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। গ্যালাক্সী ট্যাব আসার পর গত একমাসে আমি মাত্র ৫-৬ দিন ল্যাপটপ খুলেছি।

যা বলছিলাম, গ্যালাক্সী ট্যাব চমৎকার একটা ডিভাইস। চমৎকার এই ডিভাইসটির চমক আরও বেড়েছে ওপেন সোর্স গুগল এনড্রয়েড অপারেটিং সিস্টেম এর কারণে – এটা বলাই বাহুল্য। সহজে বহনযোগ্য (ট্রাউজার/জ্যাকেটের পকেটে নেবার মত), হালকা, আকর্ষণীয় ডিজাইন, অত্যন্ত ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস, হাজার-হাজার (এটা কথার কথা নয় – আসলেই হাজার হাজার!) সফটওয়্যার সম্পূর্ণ বিনা খরচে ইন্সটল করবার সুবিধা, চোখ ধাঁধানো ডিসপ্লে, দারুণ মিডিয়া প্লে-ব্যাক হার্ডওয়্যার/সফটওয়্যার, স্মার্টফোন হিসেবে ব্যবহারের অপশন, ক্যামেরা, ভিডিও চ্যাট ইত্যাদি কারণে গ্যালাক্সী ট্যাব এর জনপ্রিয়তা বেড়ে চলেছে।

একটু স্পেসিফিকভাবে আসুন দেখে নেই একনজরে মাত্র ৩৮০ গ্রাম ওজন আর ১৯ x ১২ x ১ সেন্টিমিটার মাপের গ্যালাক্সী ট্যাবের স্পেসিফিকেশনঃ

নেটওয়ার্ক সাপোর্টঃ

GSM Quad Band (850/900/1800/1900 MHz), 3G (900/1900/2100 MHz), GPRS class 12, EDGE, HSDPA 5.6 / HSUPA 7.2 Mbps

অপারেটিং সিস্টেমঃ

এনড্রয়েড ২.২ (ফ্রয়ো)

বাটারি ক্যাপাসিটিঃ

4000 mAh। ৭ ঘন্টা মুভি দেখা বা টকটাইম।

ব্রাউজারঃ

ক্রোম লাইট

ডিসপ্লেঃ

৭ ইঞ্চি, 262K কালার WSVGA TFT LCD

ক্যামেরাঃ

এলইডি ফ্ল্যাশ ও অটোফোকাসসহ ৩ মেগাপিক্সেল (প্রধান) ১.৩ মেগাপিক্সেল ভিডিও টেলিফোনি (ভিডিও চ্যাটের জন্য)

মাল্টিমিডিয়াঃ

1080p HD ভিডিও প্লেয়ার,  (720 x 480) 30fps পর্যন্ত , MPEG4, H.264, 3gp HD ভিডিও রেকর্ডিং, H.263, H.264, MPEG4, WMV, DivX, XviD HD ভিডিও প্লেব্যাক, ভিডিও মেসেজিং, ভিডিও স্ট্রিমিং, ভিডিও টেলিফোনি, মিউজিক প্লেয়ার, এমপিথ্রি রিংটোন

ইনপুটঃ

সি-টাইপ ফুল টাচ স্ক্রিণ ( ৩ ধরনের কিবোর্ড সহ)

যোগাযোগঃ

ব্লু-টুথ, ইউ এস বি, WiFi 802.11n, জিপিএস (গুগল ম্যাপ এর জন্য দারুণ কার্যকর)

মেমরীঃ

১৬ গিগাবাইট (ইন্টারনাল), মাইক্রো এস ডি ৩২ গিগাবাইট পর্যন্ত (এক্সটারনাল)

সফটওয়্যারঃ

গ্যালাক্সী ট্যাবে ফোন, মেসেজিং, কন্ট্যাক্ট, ক্যামেরা, ভিডিও প্লেয়ার, মিউজিক প্লেয়ার, এলার্ম, ক্যালেন্ডার, ফাইল ব্রাউজার, ডিজিটাল ফ্রেম, মেমো, ই-বুক রিডার, ক্যালকুলেটর, পিকচার গ্যালারি ছাড়াও ডিফল্ট সফটওয়্যার হিসেবে থাকেঃ গুগল টক, জি-মেইল, গুগল ম্যাপ, গুগল নেভিগেশন, গুগল সার্চ, গুগল ভয়েস সার্চ, গুগল ল্যাটিচিউড, এনড্রয়েড মার্কেট, সোশ্যাল হাব ইত্যাদি।

গ্যালাক্সী ট্যাবের হাত ধরে আমার এনড্রয়েড জগতে প্রবেশ। এটা যে কি জগত তা আপনি কল্পনাও করতে পারবেন না – ওপেন সোর্স হবার কারণে আজ মানুষ গ্যালাক্সী ট্যাবকে হ্যাক করে কত কিই না করছে! রুট এক্সেস, কাস্টম রম ইন্সটল ইত্যাদি বিভিন্ন রকম পরীক্ষা- নিরীক্ষা হয়েই চলেছে। এই ব্যাপারটা নিয়ে ভাবছি আরেকটু জেনে লিখব। আপাতত বিদায় নেই। সবাই ভাল থাকবেন, আর সাধ্য হলে একটা গ্যালাক্সী ট্যাবের মালিক হবার সুযোগ হাতছাড়া করবেন না। এটা আপনার মুখ থেকে একটাই শব্দ বের করবে তা হল : "ওয়াও!"

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৬ মাস ধরে চেষ্টা করছি, শেয়ার বাজার ধ্বসের কারনে আর কেনা হয় নি। হয়ত কিছুদিনের মধ্যেই কিনতে পারব………….

    দোয়া করি যেন কিনতে পারেন তাড়াতাড়ি…ধন্যবাদ।

    আমাদের এখানে ৪৫,৫০০/- তবে আপনি বাইরে থেকে আনালে ৩০,০০০/- এর মত পড়বে।

অনেক SAMSUNG GLAXY phone এ ANDROID 2.2 ব্যবহার করা হয়েছে,এটাতে কি GLAXY TAB এর মত সুবিধা পাওয়া যাবে?আর বিশেষ করে GPS এর ব্যাপারটা জানতে চাচ্ছি।এটা কি GOOGLE EARTH/MAPS এর মত?আর GPSথাকলে কি NET বাদে GOOGLE MAPS এর মত location দেখা যাবে?আমি SAMSUNG এর অনেক PHONE দেখেছি যেখানে AGPS support করে।বিস্তারিত বললে উপকৃত হব।

    এটা সম্পূর্ণ হার্ডওয়্যার ও সফটওয়্যারের ব্যাপার। এনড্রয়েড ২.২ চালিত স্মার্টফোনগুলোতে মোটামুটি একই সুবিধাসমূহ আছে। তবে স্বাভাবিকভাবেই হার্ডওয়্যার ও সফটওয়্যারের ভিন্নতায় পার্থক্য তো থাকবেই। জিপিএস এর ব্যাপারটা হল এমন: নেট আপনার ফোনে গুগলম্যাপ ডাউনলোড করবে আর জিপিএস সেই ম্যাপে আপনার অবস্থান দেখাবে। তাই নেট না থাকলে জিপিএস খুব একটা কাজে আসবে না। তবে কিছু থার্ড পার্টি সফটওয়্যার জিপিএস ব্যাবহার করে উপকারী কিছু ফিচার দেখায়, যেমন: আপনি কোন দিকে (উত্তর/দক্ষিন) যাচ্ছেন, কত স্পিডে যাচ্ছেন, কতটুকু জায়গা অতিক্রম করলেন ইত্যাদি।
    ধন্যবাদ

    বিশ্বাস করেন সাইফুল ভাই জিনিসটা আসলেই 'ওয়াও' টাইপ। 🙂

bhai kob asa kobe je ekta galaxy tab hobe.tobe etao voy pai ame tk nea basa teke market a jete jete na google android er aro update version ber kore fele

    ভয় পেয়েন না। ২ নম্বর পদ্ধতিতে এনড্রয়েড ভরপুর (সরি, ওপেন সোর্সে তো ২ নম্বর বলতে কিছু নেই)। শুধু এনড্রয়েডের ফোরামগুলোতে ঢু মেরে দেখেন একবার। ওখানে চলছে কাস্টম-বিল্ট অপারেটিং এনড্রয়েড সিস্টেমের মহোৎসব। এনড্রয়েডের যে ভার্সন গুগল বের করেনি, সেটা অন্যরা ফোনে/ট্যাবে ইনস্টল করে বসে আছে। বুঝুন মজা।
    পছন্দ না হলে ফ্ল্যাশ করে ফেলবেন, অন্য এনড্রয়েড নেবেন।
    ধন্যবাদ।

একটি কোশ্চেন: এটাকে কি স্মার্টফোন রূপে ইউজ করা যাবে? মানে ধরুন জিপির সিম ভরে কাজ করা যাবে?

    এবসোলিউটলি! আমি এটাকে যদিও গ্রামীন এর পি-৬ ইন্টারনেট সিম ব্যবহার করে চালাচ্ছি, এটাকে আমি ফোন হিসাবেও ব্যবহার করেছি (জিপি ও এয়ারটেল সিম দিয়ে)। লাউডস্পীকারে কথা আসবে, আপনি অডিও জ্যাক বা ব্লু-টুথ হেডসেট ব্যবহার করতে পারেন।

    গ্রেট! আমি একটা এন্ড্রয়েড ফোন কিনতে চাচ্ছিলাম। তাহলে তো দেখতেছি ফোন না কিনে একবারে এটা কিনাই লাভজনক। কারণ ফোন নেওয়ার পর আমার ইচ্ছা ছিল নেটবুকের। সেক্ষেত্রে ওভারঅল দামটা আমার বেশী পড়ত। আর গ্যালাক্সি ট্যাব ব্যবহারের যে এক্সট্রা ভাব আছে তার কথাতো আছেই। দারুণ একটা টিউটের জন্য ধন্যবাদ। পোস্টটি নির্বাচিত হওয়ার জন্য Thumbs Up করলাম। 🙂

    সাইফ ভাই ধন্যবাদ। কিনলে পস্তাবেন না [অফটপিক: আমার সাথে স্যামসাং এর মার্কেটিং বিভাগের কোন সম্পর্ক নেই 😉 🙂 ]

    নাহ! তা ভাবিনি,,, ভাল রিভিউ লেখার জন্য ধইন্যা!

    btw এটাতে কি নাম্বার সেভ করা যায়? নরমাল ফোনের মত? তারপর কল রেকর্ডস? মিসকল? রিসিভড কল?

    শুধু যে নম্বর সেভ ও কল রেজিস্টার করা যায় তাই না, বরং এটা অটোমেটিক আপনার গুগল একাউন্টের সমস্ত ই-মেইল ও কনট্যাক্ট ইনফরমেশন সিনক্রোনাইজ করে ট্যাবে সেভ করে ফেলবে ব্যাকগ্রাউন্ডে।

    মিসড কল, রিসিভড কল ইত্যাদি দেখা যায়?

    সম্পুর্ণভাবে। মনে করুন একটু বড় একটা সেলফোন সাথে ল্যাপটপের ডিভিডি ড্রাইভ ছারা সব অপশন বা একটা নেটবুক।

    হুমম। দারুণ মনে হচ্ছে। আর একটা কোশ্চেন! কল আসলে কি সেলফোনের মতই বাজে? সামনে কোন মাইক্রোফোন আছে কি গ্যালাক্সি ট্যাব কানে লাগিয়ে কথা বলার জণ্য ? 😛

    হ্যা, সেলফোনের মতই বাজে। এটা দিয়ে কথা বলাটা যদিও একটু কেমন যেন লাগে, তারপরও এই লিংকটা দেখুন:
    http://www.malaysianbroadband.info/why-i-deserve-to-win-a-samsung-galaxy-tab/
    এদের মধ্যে একটা ছবি, টিউনেই আছে।

can we use pen drive in it ? ( ইউ এস বি)

Level 0

Vai Net Er Speed Kmon Ame Pc Er Chaite Mobile A Net Use Kore Bashe ? R Akta Proshno Android Supported Device Gulote Net Chalte Ke Carrer Choose Korte Hoi Blackberryr Moto ?

    যেকোন এজ/জিপিআরএস মডেম এর চাইতে আমি বেশী স্পীড পেয়েছি।
    না, এনড্রয়েড সাপোর্টেড ডিভাইসে আপনার অপারেটরের এপিএন নাম, ইউজার নেম ও পাসওয়ার্ড দিলেই হয়। আমারটা ক্যারিয়ার- ইন্ডেপেন্ডেন্ট। তবে আমেরিকারগুলো ক্যারিয়ার-বেসড।
    তাই বিদেশ থেকে আনলে, থাইল্যান্ড, সিংগাপুর ভাল হবে।

SD adapter for USB memory pens: Mobidapter কোথায় পাওয়া যাবে ?

    আমার আসলে জানা নেই, তবে আইডিবির একতলা, দোতলা ও চারতলায় তিনটা গ্যাজেট এর দোকান আছে, যেখানে দারুন সব ছোটখাট জিনস পাওয়া যায়।
    ই-বে তে খুজলাম, পেলাম না।

Level New

মাথা ঘুরতেসে :O

    হাতে পেলে আরো খারাপ অবস্থা হতে পারে।
    ধন্যবাদ।

এ কি দেখালেন, কি শোনালেন, কি বোঝালেন?…

মুগ্ধ !!!

    যে কাউকে মুগ্ধ করতে পারা একটা বড় অর্জন – গ্যলাক্সী ট্যাব তা পেরেছে।
    আপনাকে ধন্যবাদ।

Level 0

জটিল…………….

    গ্যলাক্সী ট্যাব আসলও জটিল একটি বস্তু..
    ধন্যবাদ

Level 0

বাইরে থেকে এটা আনালে যে খরচ পড়ে তার চেয়ে বেশি দিয়ে NOKIA N8 আনাচ্ছি (বাইরে থেকেই)। এখন একটু Confusion এ পড়ে গেলাম। কিন্তু Galaxy Tab এর সাইজ যেই বিশাল…নিয়ে চলতে পারবো না তো ভাই…তাই হতাশ…

    ৭" সাইজটা ফোন হিসেবে একটু বড়ই বটে…তবে এটা দিয়ে কিন্তু একটি ল্যাপটপের কাজ নেয়া যায়..
    ধন্যবাদ

কেনো যে গরীব হলাম !?

ভাই আপনাগো কারো কাছে কি hawx 2 game টার ডিভিডি আছে।ঢাকার কাছাকাছি কেউ ?।

Level 0

ভাল জিনিষ দেখালেন। ক্ষিদাটা আরও চাগিয়ে দিলেন।
আমি ১০'১ টা কিনবো আশা করি। ডুয়াল কোর প্রসসর, বেটার হবে নিশ্চই।
আচ্ছা, আপ্নারটা কি প্রসেসর এর নিচে গরম হয়ে যায়? আমি যে কয়টা টেষ্ট করেছি তার প্রতিটাতেই এই সমস্যাটা ছিল।
তবে ৭" টা ভাল লাগে এটার পোর্টেবল সাইজ এর জন্য। ১০'১" টা যে বিশাল, এটার জন্য আরেকটা ব্যাগ ই তো লাগবে ।
গত প্রায় ৪-৫ মাস ধরে আমার ধ্যান – জ্ঞান – স্বপ্ন এই জিনিস। আচ্ছা, আপনি তো স্যামসাং থেকেই নিয়েছেন, মানে শোরুম থেকে, এদের ক্রেডিট কার্ডে কিনার একটা স্পেশাল অফার আছে, ০% ইন্টারেস্ট, ৬মাস নাকি ১২ মাস যেন, সেটা সম্পর্কে জানেন?
আপনার সাথে যোগাযোগ রাখবো, আপনার রিভিউ আর ৩ মাস পরেই আমার কাজে লাগবে।
ধন্যবাদ।

    প্রসেসর এর নীচে গরম হয়ে যাওয়া একটা স্বাভাবিক ব্যাপার – এটা স্যামসাং বলেছে। এটা বেশি হবে চার্জ করার সময়, সেটাও স্বাভাবিক।
    না ভাই, ক্রেডিট কার্ডের অফারটা আমার জানা নেই, ক্যাশ এ কেনা।

    হ্যাঁ ভাই। যদি স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এর ক্রেডিট কার্ড দিয়া কিনেন। ২৪ মাস ০% ইন্টারেস্ট।

আমার একটা question যে galaxy tab এ কি online game যেমন ফেসবুক এর farmvilla,barn buddy এইসব খেলার মত adobi flash plalyer 10 যেইটা pc তে আমারা ব্যবহার করি তা কি করা জাবে?আর বাংলাদেশ এ এর দাম কেমন তা যদি জানাতেন ভাল হত।

    গ্যালাক্সী ট্যাব Adobe Flash 10.3 সাপোর্ট করে, মনে হয় পারা যাবে.

গ্যালাক্সী ট্যাব খুবই ভাল লেগেছে, তবে দামটা একটু বেশিই হয়ে যায় ।
একটু অন্য টপিকে প্রশ্ন করছি:
আমি অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাই(midrange)।
Samsung galaxy gio s5660 অথবা LG optimus one এর বাংলাদেশে বাজার মূল্য জানেন কি ?? (Galaxy pop কিনার ইচ্ছা নেই।)

    হ্যা, গ্যালাক্সী ট্যাবের দামটা একটু বেশীই – তবে আপনি যদি এভাবে বিচার করেন তাহলে কিন্তু কম হয়।
    বাংলাদেশে এনড্রয়েড ফোন এর ব্যাপারে খুব একটা জানি না। স্যামসাং এর ফোনগুলোর দামের ব্যাপারে এখানে:
    http://www.clickbd.com/search/category/206
    আর LG Optimus One GT540 এর দাম দেখাচ্ছে ১৮,০০০/- এখানে:
    http://www.clickbd.com/index.php/232793

      * তবে আপনি যদি cellphone+netbook = Galaxy Tab এভাবে বিচার করেন তাহলে কিন্তু কম হয়

সবার জন্য বলছি:
এখানে ওয়ারেন্টি সহ ও ওয়ারেন্টি ছাড়া গ্যালাক্সী ট্যাবের দাম দেখাচ্ছে যথাক্রমে ৩৯,০০০ ও ৪২,৫০০/-
http://www.clickbd.com/bangladesh/269562-samsung-galaxy-tab.html

Level 0

নকিয়ার সিম্বিয়ান ও-এস যে প্রথম সারি থেকে ছিটকে চলে যাচ্ছে , আমি স্পষ্ট দেখতে পাছি. অনুভব করতেসি.
গুগলে আশির্বাদ পুষ্ট এন্দ্রেদ ও-এস , আর এপেল এর আই-পেড আগামী দিন গুলো দাপিয়ে বেড়াবে, নকিয়া উইন্ডোস ও-এস সাথে যুক্ত হলেও তারা একা হয়ে যাবে.
কারণ মানুষ নতুন কিছু ভালবাসে.

    ওপেন সোর্সের জয় জয়কারে আসলেই সব হারিয়ে যাবে মনে হয়। ধন্যবাদ।

কাঁদতে ইচ্ছা করছে। কারণ এত সুন্দর একটা জিনিষ কেনার সামর্থ্য আমার আগামী কয়েক বছরের আগে হবেনা।

<b>অসাধারণ টিউন ভাই। প্রেজেন্টেশান অনেক অনেক ভালো হয়েছে।</b>

🙄

    ভাল একটা রেজাল্ট করে বাগিয়ে ফেলুন না বাবা-চাচা-মামার কাছ থেকে একটা 😉
    সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

galaxy tab 2 7.0 just arrived in amazon…only 250usd