এখন সহজে নিজেই তৈরি করুন এনিমেশন আর অনলাইনে আয় করুন লাখ টাকা (A-Z)

আশা করি সবাই ভালো আছেন।আজকে আমাদের বিষয় এই এনিমেশনই।আমাদের দেশে এনিমেশন নিয়ে তেমন জনপ্রিয়তা নেই।অনেকেই এই বিষয় নিয়ে তেমন জানেও না।কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে বড় যদি ইনকাম করার মাধ্যম থাকে তা হলো এনিমেশন।কেনোনা আপনি অন্য কাজ করে ঠিক যে পরিমাণ আয় করতে পারবেন তার থেকে অনেক বেশি আয় করতে পারবেন এনিমেশন তৈরির মাধ্যমে।

যদি এর জন্য কোনো আসল তথ্যর প্রয়োজন দরকার হয় তাহলে আমরা উইকিপিডিয়া এর হেল্প নিতে পারি।যে কোনো এনিমেশন ফিল্মের নাম লেখলেই তার বাজেট দেখবো বেশি ভাগই প্রায় ১২০০-২০০০ কোটি টাকার মতো।অবাক হওয়ার মতো কিছু নেই।এটি খুবই স্বাভাবিক সেই দেশের ইন্ডাস্ট্রিতে।তাহলে ভেবে দেখুন একজন এনিমেটর কত টাকা পায়?পরিসংখ্যান বলে মাসে প্রায় ১-১.৫ কোটি টাকা।

এখন প্রশ্ন হচ্ছে সেখানে কিভাবে কাজ পাবেন?সহজ একটি উত্তর অনলাইনের মাধ্যমে।কেনোনা অনেক বড় প্রোজেক্ট হওয়ায় এই ফিল্মের কোম্পানি গুলো এর কিছু কাজ অনলাইনের মাধ্যমে করিয়ে নেয়।এবং একটি ছোটো খাটো কাজের জন্যও প্রায় ১-২ লাখ টাকার মতো দিয়ে থাকে।যদি আমরা অনলাইন মার্কেট গুলোতে কাজ করি তাহলেও দেখতে পারবো।এবং আরেটি মজার বিষয় হলো চাইলে আপনি নিজের মতো কিছু বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন তাও একি জিনিস যত খুশি ততবার।

ধরুন আপনি একটি চেয়ার ডিজাইন করলেন ৩ ডি তে।দাম দিলেন ৫০$ অর্থাৎ প্রায় ৪ হাজার টাকা।এখন এটি যদি ১০০ জন মানুষও কিনে তাহলে আপনি একটি ছোটো কাজ করেই পাচ্ছেন প্রায় ৪ লাখ টাকা।এখন বিষয় হচ্ছে এনিমেশন কিভাবে বানানো যায়।এ বিষয়ে আমি আগেও লিখেছি কিন্তু এবার আপনাদের ডিরেক্ট শিখিয়ে দিবো এই বানানোর মাধ্যম একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে।অর্থাৎ হাতে কলমে শিক্ষা।চলুন দেখে আসি আর শিখে ফেলিঃ

এনিমেশন তৈরি করুন মায়ার সাহায্যে ভিডিও টিউটোরিয়াল

আপনার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে।আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।আরও টিউটোরিয়াল আসবে তাই সাবস্ক্রাইব করবেন।আর কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করবেন।আর শেয়ারে মাধ্যমে আপনার বন্ধুকেও জানিয়ে দেন অনলাইন মার্কেট সম্পর্কে।সবাইকে অসংখ্য ধন্যবাদ

Level 0

আমি রিদওয়ানুল হক ফারদিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।