অরা এনিমেশন এবং আরিফ আহমেদ

কিছুদিন আগে প্রকাশ করা আমার এনিমেশন বিষয়ক টিউনটি হয়তো দেখেছেন। তবে হাঁ এই টিউনটি  বিজ্ঞাপনের মতই লাগবে তবে বিজ্ঞাপন করা আমার মূল উদ্যেশ্য নয়। আগের টিউনটিতে আমি আরিফ আহমেদের কথা উল্যেখ করেছিলাম "অরা এনিমেশন" তারই সম্প্রতি গড়া এনিমেশন স্টুডিও এবং ট্রেনিং সেন্টার। তার অভিজ্ঞতা সম্পর্কে নতুন করে আর কি বলবো আপনারা তার সাইটে গেলেই বুঝবেন http://arif3dstudio.com/

কিছুদিন আগে আমি ওনার একটি সেমিনারে গিয়েছিলাম  সেখানে গিয়ে এ্যানিমেশন সম্পর্কে অনেক কিছু জানলাম, জানলাম এনিমেশন শিল্পে বাংলাদেশ এবং ভারতের শুরু প্রায় একই সময়ে কিন্তু বর্তমানে এদিকে নজর দিলে দেখা যায় ভারত কতদূর এগিয়ে গেছে কিন্তু আমরা সেই আগের পর্যায়ে আছি ।তবে মান কিছুটা উন্নত হয়েছে তবে ভারত যেমন এনিমেশন বিপ্লব ঘটিয়ে ফেলেছে তেমনটি আমরা করতে পারিনি। এ্যানিমেটের চাহিদা সবখানেই আছে আছে বাংলাদেশেও। আপনি বিজ্ঞাপনের কথাই ধরুননা লক্ষ্য করলে দেখবেন প্রায় বিজ্ঞাপনে কিছুনা কিছু এনিমেশন আছে সেটা থ্রিডি হোক বা টুডি হোক। এক্ষেত্রে একটা কথা আমি প্রায় শুনি যে "এনিমেশনে দক্ষ হাত কখনো বেকার থাকেনা" । আপনি ইদানিং বিজ্ঞাপনে যেসব এনিমেশন দেখবেন তার প্রায় অনেকগুলো দক্ষ বাংলাদেশী এনিমেটরের করা। তাই বলা যায় আমাদের দেশেও এনিমেটরের চাহিদা রয়েছে তবে এদেশে এনিমেশন কে শিল্প হিসেবে গড়ে তোলার মত পর্যাপ্ত এনিমেটর নেই।

এই যায়গায় আমার আরিফ আহমেদের উদ্দ্যেশ্য টি ভালো লেগেছে তিনি চান তার ১০ বছরের অভিজ্ঞতা দিয়ে আমাদের দেশে এনিমেশনে দক্ষ হাত গড়ে তুলতে চান।এমনকি তিনি যারা এনিমেশনে আগ্রহী তাদের জন্য টিউটোরিয়াল সাইটও তৈরী করেছেন যেখানে তিনি ফ্রি ৩ডি মডের সহ টিউটোরিয়াল দিয়ে রেখেছেন।

এখানে দেখতে পারেন

http://www.arif3dtutorial.com/

আমি অনেক আগেথেকেই আরিফ আহমেদের কথা শুনে আসছিলাম বিভিন্ন পত্রিকা ম্যাগাজিনে। ঠিক করেই ফেলেছিলাম এনিমেশন শিখলে তার কাছ থেকেই শিখবো। অবশেষে সেমিনারে তার বক্তব্য শোনার পর সিদ্ধান্ত নিয়েই ফেললাম। এপর্যন্ত দুটি ক্লাস করেছি তাতেই আমি ইমপ্রেসড। ওনার কথায় ওনার শেখানোর পদ্ধতিতে তার অভিজ্ঞতা টা ফুটে ওঠে। আমি বলছিনা আমার কথা শুনে আপনি তাদের ট্রেনিং সেন্টারে যোগ দিন তবে অন্তত এনিমেশন এবং বাংলাদেশে এর সম্ভাবনা সম্পর্কে জানার জন্য তার সাথে যোগাযোগ করুন বা ওনার বিভিন্ন সেমিনারে যোগ দিন তাহলেই আপনি বুঝতে পারবেন কেন আমি এই টিউনটি লিখলাম(আর এটুকু বলতে পারি ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা কোন ট্রেনিং সেন্টার নয় এটি তা আপনি গেলেই বুঝতে পারবেন)

এবার "অরা এনিমেশন যে সকল কোর্স গুলো করাচ্ছে সেগুলি উল্যেখ করছি

suranjitmondalblog_1245757635_1-aura.jpg

  • ১) Certificate Course on 3dstudio Max
  • ২) Course on Maya Foundation and Workflow
  • ৩) Short course on 3ds Max
  •  ৪) Course on Motion Graphics (3dsmax,Adobe Premiere,Adobe AfterEffect)
  • ৫) Certificate Course on Cartoon Character Animation
  • ৬)  Special Course on Cartoon Animation ( 3ds max, Poser,3rd party program)
  • ৭) Special Course on Fluid Dynamics (Realflow,Maya)
  • ৮) Computer Graphics and Animation for 3d Animated Film Making
  • ৯) Dynamic Motion Synthesis ( 3ds max,Maya,Endorphin)
  • ১০) Maya Dynamics and Effects

উল্যেখ্য কোর্সগুলো কোনটি ৩মাস,৪মাস এবং ৬মাস ব্যাপি তবে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

  • অরা এনিমেশন : House #3,Road # 4, Block: A, Section: 6, Mirpur (Opposite Mirpur Eye Hospital)
  • Tel: 8035850,01715679354

Ishtiaque Ahmed (Foisal)

Level 0

আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Share your knowledge with others..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ডার্কলর্ড ভাই, কাজের পোষ্ট, আমার এক বন্ধু এ্যানিমেশন শিখতে চাইছে তাকে তথ্যগুলো পৌছে দিব হয়ত সে তার প্রত্যাশিত গন্তব্য পেয়ে যাবে। আমারও শেখার ইচ্ছা ছিল, সময় করে উঠতে পারিনা, দেখা যাক শেখা শুরুও করে দিতে পারি। সাথে কোর্স ফি টা দিয়ে দিলে আরও একটু সুবিধা হতো। আর সেমিনারে অংশগ্রহন করতে চাইলে কি করতে হবে জানাবেন কি ? অথবা সেমিনারটা কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে এ সংক্রান্ত কোনো তথ্য ?

১) ৩০০০০ ৬মাস
২) ১৫০০০ ৩মাস
৩) ১৫০০০ ৩মাস
৪) ১৫০০০ ৩মাস
৫) ৪০০০০ ৬মাস
৬) ৩০০০০ ৪মাস
৭) ৩০০০০ ৪মাস
৮) ৩০০০০ ৪ মাস
৯) ৩০০০০ ৩মাস
১০) ৩০০০০ ৩মাস

সেমিনার আগামী মাসের ১৪ তারিখে হবার সম্ভাবনা আছে নিঃশ্চিত নই তবে শুনেছি হতে পারে তবে হলে আগেই এখানে জানিয়ে দেব।

http://arif3dstudio.com/wp-content/uploads/2009/07/Aura1.jpg
এখানে একদম ডানে যাকে দেখছেন তিনি হচ্ছেন মন্টু মিয়ার অভিযানের লিড এনিমেটর। আর দর্শকের চেয়ারে বসা কালো শার্ট পরিহিত ছেলেটা কে বুঝতেই পারছেন 😉