Deep Freeze – ভাইরাসের ঝামেলা থেকে ‍মু্ক্তি

ভাইরাসের ঝামেলা থেকে মুক্তি পেতে Deep freeze ব্যবহার করুন। কম্পিউটার ব্যবহারকারীদের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে ভাইরাস । এ সমস্যা থেকে মুক্তি পেতে আমরা সাধারনতঃ এন্টিভাইরাস ব্যবহার করি। কিন্তু এই এন্টিভাইরাস ব্যবহারে রয়েছে নানাবিধ সমস্যা । এন্টিভাইরাস ব্যবহারে কম্পিউটারের স্পীড স্লো করে দেয় । Deep freeze এমনি একটি সফ্টওয়ার এর ব্যবহারে windows নিরাপদ থাকবে ১০০% । কম্পিউটারের স্পীড কখনোই স্লো হবে না । এ ছাড়া Deep freeze থাকলে ভাইরাস স্কেন করার ঝামেলাও থাকে না ।

Deep freeze কি ও এর কাজ :

Deep freeze এমন একটি সফটওয়ার যা {http://en.wikipedia.org/wiki/Deep_Freeze_(software)} Deep freeze থাকা অবস্থায় কম্পিউটারে কোন ফাইল সেভ করে restart করলে সে ফাইলটি আর থাকবে না । কম্পিউটারে জমা আছে এমন কোনো ফাইল ডিলিট করে restart করলে সে ফাইলটি আর ফিরে পাওয়া যাবে । মোটকথা Deep freeze অবস্থায় কম্পিউটারের যতকিছুই পরিবর্তন করুন না কেন restart করার পর কম্পিউটার আবার আগের অবস্থায় ফিরে আসবে । একারণে কম্পিউটার চালু আবস্থায় যদি কখনো ভাইরাস ঢুকে পড়ে restart করার পর সেটি আর থাকে না, একদম ফ্রেশ রিষ্ট্যাট হয়।

Deep freeze সেটাপ করার নিয়মাবলী :

  • আপনার যে ড্রাইভে windows setup করা আছে সে ড্রাইভে Deep freeze setup করুন এই লিঙ্ক থেকে।
  • কম্পিউটার ফরমেট করার পর Deep freeze setup করে নেয়া উত্তম । Deep freeze setup করার সময় কম্পিউটারের সব কয়টি ড্রাইভ ( C, D, E, F driver ) টিক চিহ্ন সহকারে দেখা
  • যাবে । কম্পিউটারের যে ড্রাইভে windows setup করা আছে সে ড্রাইভ ছাড়া বাকী ড্রাইভগুলোর টিক চিহ্ন উঠিয়ে দিয়ে সেটাপ কমপ্লিট করুন।

dialog box deep fr

  • সেটাপ শেষ করার সাথে সাথে কম্পিউটার restart হবে ।
  •  Restart হবার পর একটি ডায়ালগ বক্স আসবে । Ok করে পাসওয়ার্ড দিয়ে লক করুন ।
    Deep freeze setup করার পর সেটিকে আর সহজে Remove করা যাবে না । তাই সেটাপ করার আগে ভাল করে এর ব্যবহার জেনে নিন ({http://en.wikipedia.org/wiki/Deep_Freeze_(software)} ।
  • প্রয়োজনে আপনি Deep freeze open করে প্রয়োজনীয় ফাইল সেভ আথবা সেটাপ করতে পারেন অথবা যে ড্রাইভে ফ্রিজ করা নেই সে ড্রইভে প্রয়োজনীয় ফাইল সেভ করতে পারেন ।
  • shift কী চেপে ধরে টাস্কবারে Deep freeze এর আইকনে ক্লিক করুন । একটি ডায়ালগ বক্স আসবে । Password দিয়ে ok করুন ।
  • Boot thawed সিলেক্ট করে দু’বার ok করে Restart করুন ।

প্রয়োজনীয় ফাইল সেটাপ অথবা সেভ করে আগের নিয়মে Deep freeze ওপেন করে frozen সিলেক্ট করুন । Restart করার পর কম্পিউটার আবার ফ্রীজ অবস্থায় ফিরে আসবে ।

deep freeze

সেটাপ করুন এই সাইট থেকে – ( Free soft deep freeze ) http://en.kioskea.net/download/download-1000-deep-freeze

Deep freeze খোলার নিয়মাবলী

dextop

  • যদি কখনও আপনার Deep freeze খোলার প্রয়োজন হয়। তখন Shift key ধরে Deep freeze আইকনে ডাবল ক্লিক করলে এই পাসওয়াডের . . . উইনডো আসবে।
  • পাসওয়াড দিয়ে বুট থাইওয়াড দিয়ে রিষ্ট্যাট দিন, পরবতী আপনার প্রয়োজনীয় কাজ শেষ করে পুনরায় একই পদ্ধতিতে বুট ফ্রোজেন এ টিক চিহ্ন দিয়ে রিষ্ট্যাট দিন।
  • তখন পুনরায় আপনার পিসি Deep freeze হয়ে যাবে।

সতর্কতা

১. আপনি যে ড্রাইবে ডীপ ফ্রিজ করবেন, সে ড্রাইব যেহেতু লক থাকবে, তাই ঐ ড্রাইবে কোন ফাইল সেভ থাকবে  না।তাই কোন ফাইল সেভ করতে চাইলে অন্য ড্রাইবে সেভ করুন।

2. Deep Freeze ওপেন করার পর যে সমস্ত ফাইল Save করতে চান সেগুলোতে যেন কোন ভাইরাস থাকে তাহলে Deep freeze ব্যবহার করে কোন লাভ হবে না । কোন ফাইল Save করতে চাইলে সেটিকে বিশ্বস্থ এন্টিভাইরাস দিয়ে স্কে্ন করে ভাইরাস Remove করে নিন ।

৩. সাইবার ক্যাফেটে এটা খুবই উপযোগী, আমি নিজেই তার উদাহরন।

মজার বিষয় :

আমরা অনেক সময় কিছু ট্রায়াল সফওয়ার ব্যবহার করি, যার মেয়াদ থাকে, স্বল্প সময়, যেমন -১ সপ্তাহ থেকে ১ মাস পর্যন্ত । কিন্তু DeepFreeze সফ্টওয়ার সেটাপ করে Deep freeze করলে সেটিকে সব সময় ব্যবহার করা যাবে ।

এই পোষ্টটি প্রথম আমার এই সাইটে প্রকাশিত হয়েছেল।

আমার সাইট  {  সাইট ১   ও   সাইট  ২ নং ) ঘুরে আসার আমন্ত্রন রইল।

http://earninfo24.com  http://onlineearntips24.blogspot.com/

কোন সমস্যা হলে জানাবেন। ভাল লাগলে মন্তব্য দিবেন। আপনাদের মন্তব্য আমাদের নিয়মিত লিখতে উৎসাহিত করবে। আল্লাহ আপনাদের ভাল রাখুন – এই কামনাই ইতি।

ঐ পার থেকে যে কোন সময় ডাক আসতে পারে, তাই প্রতিক্ষনে ক্ষনে ঝিকির করি ও জামাতে সালাত আদায়ে সকলকে উৎসাহিত করি। হে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিও। আমিন।

Level 0

আমি Kajal bai। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ete anek problem habe

    Level 0

    @avijitsarkar: যদি আপনি জানাতেন কি সমস্যা হত ভাল হয়।

Level 0

ভাইয়া, এইটা অনেক পুরাতন জিনিস, আমি 2006 সালে এইটা ব্যবহার করতাম……….. তারপর ও নতুনদের জন্য কাজে আসবে বলে আমি মনে করি……কষ্ট করে টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ। আরও অনেক নতুন নতুন সুন্দর টিউন পাবার অপেক্ষায় রইলাম………… আপনার জন্য শুভ কামনা রইল…………

Internet Download Manager IDM 6.15 Build 8 Final Full ডাউনলোড করে নিন : ডাউনলোড করুন এখান থেকে ।

TypingMaster Pro Typing Tutor v7.01 Professional Full ডাউনলোড করে নিন : ডাউনলোড করুন এখান থেকে ।

Kaspersky Internet Security 2013 With 1 Year licence Key ডাউনলোড করে নিন – ডাউনলোড করুন এখান থেকে

USB Disk Security v6.2 Full ডাউনলোড করে নিন – ডাউনলোড করুন এখান থেকে

Simply Good Pictures v2.2 Full ডাউনলোড করে নিন : ডাউনলোড করুন এখান থেকে ।

Sublight 4 Full Version [World’s Most Popular সাবটাইটেল ডাউনলোডার] ডাউনলোড করে নিন : ডাউনলোড করুন এখান থেকে ।