360 Total security এন্টিভাইরাস সফটওয়ার(আমার মতে সেরা সফটওয়ার)

আসসালামু আলাইকুম । টেকটিউনের সকলকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা । টেকটিউন্সে এটা আমার ৫ম টিউন । কোন ধরনের ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন । যাই হোক আর কথা না বাড়িয়ে টিউনে চলে যাই ।

আমি আজকে আপনাদের সাথে একটা বিশেষ সফটওয়ার এর  নাম শেয়ার করব হইতবা নাম টা তেমন পরিচিত না তবুও আমি বলব ব্যবহারের পর এটা হবে আপনার জীবনের সেরা এন্টিভাইরাস সফটওয়ার...তার প্রমান আমি নিজেই এটা কে আমি প্রথমে একটু ও দাম দেয়নি তাই আগে আমি এভাস্ট চালাতাম তারপর এটা কে যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে আমার প্রিয় দুই সফটওয়ার

১।এভাস্ট

২।এডভান্সড সিস্টেম কেয়ার

এই দুই সফট কে বিদায় জানাই কারন হল এই সফট টি ব্যবহার করলে এই দুইটির কাজ একটই দিয়েই করতে পারবেন আর মজার ব্যাপার হল আপনার তেমন হার্ডডিস্কে জায়গা দখল করবেনা কারন এটির সাইজ মাত্র ৩০ এমবি।

আসলে কি আমরা ভাইরাস ! নাম শুনলেই আমাদের অনেকেরই ভয় লাগে, বিশেষ করে যারা ভাইরাসের কারনে একটু বেশি ক্ষতির শিকার হয়েছেন । কম্পিউটার চালিয়েছেন কিন্তু ভাইরাসের সম্মুখীন হন নাই এ রকম লোক পাওয়া দুষ্কর । ভাইরাস নিয়া আমারা সবাই কম বেশি জামেলা পোহাইছি বা পোহাচ্ছি । বিশেষ করে যে সব ভাইরাস  USB disk/ removable drive / pendrive  এর মাধ্যমে ছড়ায় । অনেকে ত Pendrive insert করতেই ভয় পান ।

আসুন একনজরে দেখে নেই কি কি থাকছে

  • সুন্দর ইন্টারেক্টিভ ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস
  • কম কনফিগারেশন পিসিতে চলতে সক্ষম
  • রিয়েলটাইম সুরক্ষা প্রদান করে
  • ফাইল হাইড ও ফাইল হারান থেকে সুরক্ষা প্রদান করে
  • USB port lock, USB drive Write protection, Drive vaccination সুবিধা সমূহ সাপোর্ট করে
  • Junk file cleaner, Disk optimization, Disk fresher, advance task manager and startup manager এর মত সুবিধাসমূহ
  • Disk error checker, Disk format, Disk convert এর মত টুলস সমূহ
  • অপারেটিং সিস্টেম এর পারফরমেন্স বৃদ্ধির জন্য কিছু প্রয়োজনীয় system tweak
  • ম্যালওয়্যার দ্ধারা সিস্টেমের পরিবর্তন হলেও তা পুনরায় আগের অবস্থায় নিয়ে আসা
  • ফ্রীতে ব্যবহার যোগ্য দেশি সফটওয়্যার ইত্যাদি ।

 

আর হা মুটেও ভাব্বেন না এটা কোন শুধু speed booster সফটওয়ার এটা কিন্তু একটা পূর্ণ security software এটার নাম হচ্ছে 360 total security..... নাম শুনে এড়িয়ে যাবেন না...ভাই জীবনে তো অনেক সফটওয়্যার চালিয়েছেন এই সফটওয়্যার টা একবার মাত্র ব্যবহার করে দেখুন যেকোনো শর্টকাট ফোল্ডার এ আক্রান্ত হওয়া pen drive প্রবেশ করিয়ে custom scan করুন ....... এবং clean করে ফেলুন এরপর দেখুন কি হয় আমি গ্যরান্টি দিচ্ছি এভাস্ট,ক্যাসয়ারস্কাই ও পারবেনা এত ভালভাবে স্কান করতে এবং সাথে সাথে ডিলেট করতে...। সবচেয়ে বড় সুবিধাটা হল এটি আপনার পিসি কে কখনো স্লো করবে না...

আপনি এটি ব্যবহার করতে চাইলে আপনার কম্পিউটারের কি যোগ্যাতা দরকার

  • OS: Windows XP/ 7/ 8/ higher
  • Microsoft Dot Net Framework minimum 4.5 or higher (Windows 8  ইউসার দের জন্য লাগবে না, ডিফল্ট দেওয়া আছে । অন্যদের চিন্তার কোন কারণ নাই Dot net framework 4.5 না থেকে তাহলে software একা একা আপনাকে Dot net framework ডাওনলোড জন্য একটা পেজে নিয়ে যাবে । সেখান থেকে আপনি ডাওনলোড করে নিতে পারবেন ।)
  • Ram: 256MB
  • Hard disk Space: 20 MB
Name360TS_Setup_6.0.0.1154.exe
TypeApplication
Size30.39 MB
Uploaded on2015-05-09 at 1:20:45 AM

ডাওনলোড লিংক

 

এটি সম্পর্কে আরো জানতে এই টিউনটি দেখতে পারেন

 

 

 

 

Level New

আমি সুজন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

update tym e mb kmn jai?

    @লিমন: লিংক আপডেট করে দিছি এখন আরামছে ডাওনলোড করুন আর হা একদম লেটেস্ট ভার্সন সো কোন আপডেটের প্রয়োজন নেই

কোন আপডেট লাগেনা…জাস্ট এতটুকুই ৩০ এমবি…

এই নামে ত আরেক টা আছে

লিংক আপডেট করে দিছি এখন আরামছে ডাওনলোড করুন আর হা একদম লেটেস্ট ভার্সন সো কোন আপডেটের প্রয়োজন নেই

Level 0

অনেক কাজের একটা সফটওয়্যার, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি।
আমিও তোমার মতো এভাস্ট আর এডভান্স সিস্টেম কেয়ার আনইন্সটল করে দিলাম।
এভাস্ট পাউ। ভাইয়াস ই কম পায়। এটা ইন্সটল দিয়া আমার পিসিতে ২৫০+ ভাইরাস পাইলাম। তাও সি ড্রাইভ এ, আরো কতো গুলা ড্রাইভ তো বাকি ই আছে। অনেক ধন্যবাদ।

    @abmurad: হাহাহাহ ঠিক ভাই…আমার মনে হয় 360 Total security যদি ভালো করে মার্কেটিং করে তাহলে বিশ্বের সেরা সফট ওয়ার হিসেবে একদিন আসতে পারবে।আর হা সবচেয়ে বেশি মজা পাবেন আপনি যখন পেন্ড্রাইব আর সর্টকাট ভাইরাস গুলা থেকে বাচতে পারবেন…এটা ১ নিমিষেই সেগুলা কে ডিলেট করে দেয় যা আমি আজ পর্যন্ত কোন এন্টিভাইরাসে পাইনি

আপডেট অবশ্যই লাগবে । কারন, আপডেট ছাড়া অ্যান্টিভাইরাস এর কোন মানে হয় না ।
আর আপডেট করার চেয়ে মাসে একবার আপগ্রেড করে ফেলা ভালো ।

    @অনন্যা আবীর: হা ঠিক বলছেন কিন্তু আমি আপনাকে বললাম যে সেটা করার আবাদত আপনার দরকার নেই কারন আমার টা এখন ২০১৫ এর এই মাসের জন্য আপডেট আর বড় কথা এটা নিয়ে আপনার একদম চিন্তা করতে হবেনা যখন আপনি ইন্সটল করবেন তারপর সে নিজে নিজেই বুঝে নিবে তার ব্যাপার গুলা কহন কি লাগবে আপনার কোন সেকুরিটি দরকার …আসলে ১ বার ব্যবহার না করলে আপনি বুঝবেন না এটা কত কাজের ,…।।
    ধন্যবাদ কমেন্ট করার জন্যে

360 internet security আমি ১ বসর জাবত ব্যাবহার করতাছি