এখন থেকে সব পত্রিকার শিরোনাম আর সব ব্লগের হট পোষ্টগুলো পড়ুন একটি সাইট থেকেই

সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের তথ্য-প্রযুক্তিতে ব্লগিং চর্চা খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে। বর্তমানে এই মাধ্যমের সাথে জড়িত রয়েছে হাজারো মেধাবী তরুণ, যারা নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তথ্য-প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফ্রিল্যাসিং মার্কেটপ্লেসগুলোতে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ অভাবনীয় সাফল্য লাভ করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে।

ব্লগিংয়ের জন্য বাংলা ভাষার ওপেন ব্লগ কমিউনিটিগুলো বেশ জনপ্রিয়, এছাড়াও অনেকেরই ব্যাক্তিগত সাইট রয়েছে আবার অনেকেই ব্লগস্পট ও ওয়ার্ডপ্রেসে সক্রিয় রয়েছেন। সব মিলিয়ে বাংলা ব্লগসাইটের সংখ্যা প্রায় দশ হাজারেও ঊপরে। পাশাপাশি অনলাইন পত্রিকার সংখ্যাটাও নিতান্ত কম নয়।

একবার ভাবুন তো, সব ব্লগসাইট ও অনলাইন সংবাদপত্রের প্রয়োজনীয় খবরগুলো একটি সাইট থেকেই পাওয়া যাচ্ছে, যেমন ডিগ ডট কমে পাওয়া যায় !!! হ্যাঁ সম্পূর্ন বাংলা ভাষাতে এমন সেবাই দিয়ে যাচ্ছে বার্তা ভুবন ডট কম। এখানে লিংক শেয়ারিং এর মাধ্যমে প্রতিদিন বিভিন্ন ব্লগসাইট ও অনলাইন পত্রিকার গুরুত্বপূর্ণ খরবগুলো সবার কাছে তুলে ধরা হয়। আর এই কাজটি করতে পারেন যে কেউই। ফলে একদিকে যেমন একটি সমৃদ্ধ ব্যাক্তিগত সগ্রহশালা তৈরি হচ্ছে, অন্যদিকে উপকৃত হচ্ছেন সবাই।

ধরা যাক আপনি বেশ কিছু ব্লগ কমিউনিটিতে ব্লগিং করেন আবার ব্লগস্পটে আপনার নিজেস্ব সাইট আছে এর মধ্যে কিছু যায়গাতে আপনি আর ব্লগিং করেন না কিন্তু পোষ্ট গুলো রয়ে গেছে। এ ধরনের সব পোষ্টগুলো একত্র করে আপনি বার্তা ভুবনে খুব সহজেই একটি সংগ্রহশালা তৈরি করতে পারেন। ফলে একদিকে যেমন বিভিন্ন সাইটে রিপোষ্ট দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন আন্যদিকে পাচ্ছেন কাঙ্খিত ভিজিটর এবং কোয়ালিটি ব্যাকলিংক।

বার্তা ভুবনের নিবন্ধন প্রক্রিয়া, প্রোফাইল তৈরি করা ও লিংক শেয়ারিং এর ধাপগুলো অনেক সহজ। তাই কোন টিউটোরিয়াল লিখলাম না। তবে কারো বুঝতে অসুবিধা হলে এখানে মন্তব্য করে বা আমাদেরকে ইমেলে জানানোর অনুরোধ রইল (info(at)bartavubon.com)।

বার্তা ভুবন শেয়ারিং বাটন:

সোশ্যাল বুকমার্কিং ওয়বেসাইট আর তার শেয়ারিং বাটন থাকবে না সেটা কি হয়? হ্যা বার্তা ভুবনেও রয়েছে শেয়ারিং বাটন। আমি অনেক জনপ্রিয় বাংলা ওয়েবসাইটে দেখেছি শেয়ারিং বাটন দিয়ে ভরে রেখেছে কিন্তু কোন শেয়ার হয়নি। এবার বার্তা ভুবন শেয়ারিং বাটনটা একবার লগিয়ে দেখুন। আশা করি হতাশ হবেন না। বাটন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন এখানে ।

পোষ্টটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন ধন্যবাদ।

Level 0

আমি বার্তা ভুবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি তথ্য-প্রযুক্তির সমূদ্রে হারিয়ে যেতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল। ভাল লাগাব।

Level 0

nice tune! i add my site banglatune.tk…..

Level 2

লিয়াজ ভাই RSS Feed দিয়ে বিভিন্ন পত্রিকার শিরোনাম নিয়ে একটি পেজ বানানোর জন্য কি করতে হবে একটু জানাবেন? আমি একটি এরকম পেজ করতে চাচ্ছি কিন্তু মাথায় আসতেছে না। নিচের লিংকটি দেখুন।
http://www.bdnewseveryday.com/

WordPress Aggregator theme এর বিস্তারিত টিউটোরিয়াল পাবেন এই লিংকে – – – –
http://templatic.com/news/aggegator-all-your-feeds-at-your-website-front/

    Level 2

    @লিয়াজ: লিয়াজ ভাই, উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। যদি ব্লগস্পটে ব্যবহার করতে চাই তাহলে কি করবো?

      @Kamrul Cox: ভাই, ব্লগস্পটে এ ধরনের কোন সিস্টেম বা থিম আছে কিনা আমার জানা নেই।

        Level 2

        @লিয়াজ: ধন্যবাদ লিয়াজ ভাই। উত্তর পেয়ে খুশি হলাম।

একটা ব্যাপার আমি পরিস্কা হতে চাই। ব্লগারের অনুমোতি ব্যতিত ব্লগের লিংক দেয়া কি জায়েজ। টেকটিউনস এর দৃষ্ট আকর্ষণ করছি। তবে যাই হোক টিউনটি ভাল হয়েছে।