ফায়ারফক্সে (ভার্সন ৪.০) বাংলা ইউনিকোড সমস্যার সমাধান

সবকিছু ভালই চলছিল, হঠাৎ ফায়ারফক্সের নতুন ভার্সন বেরিয়েছে শুনে ভাবলাম দিই ডাউনলোড - যেমন ভাবা তেমন কাজ। ডাউনলোড করে ইন্সটল করলাম - ভালই লাগল নতুন ভার্সনের ফিচারগুলো দেখে। একটু ধীরগতি লক্ষ্য করলাম। হোক না - ফায়ারফক্স বলে কথা। কিন্তু বাধ সাধল ফায়ারফক্স, অভ্র আর বাংলা ইউনিকোড। আমি অভ্র এর পরিবর্তে শাব্দিক ব্যবহার করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু অভ্রের লেটেস্ট ভার্সনটা দেখে ভাবলাম এটাকেও একই সাথে একটু ট্রাই করে দেখি। কমপ্লেক্স স্ক্রিপ্ট সহ অভ্র ডাউনলোড ও ইন্সটল করতে যেয়ে দেখি বিপদ। গুগল সার্চে, কিছু ওয়েবসাইটে, কোন কোন ব্লগে বাংলা লেখা ভেঙ্গে ভেঙ্গে দেখাচ্ছে। কিন্তু না, এক্সপ্লোরার এ কিন্তু ঠিকই দেখাচ্ছে। ভাবলাম কমপ্লেক্স স্ক্রিপ্টে গণ্ডগোল – আন-ইন্সটল / রি-ইন্সটল? অবস্থার উন্নতি নেই। বাংলা প্রবলেম ইন ফায়ারফক্স ৪.০ লিখে গুগল সার্চ দিলাম। পাই না, পাই না – এক জায়গায় সমাধান পেলাম। তাঁর নামটা জানা হয়নি। কিন্তু তাঁর কাছে আমি কৃতজ্ঞ।

আপনাদের অনেকেই হয়তো অভ্র ও ফায়ারফক্স ৪.০ একসাথে ব্যবহার করে এই সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেকের হয়তো কোন সমস্যাই হয়নি। তবে আমার জানা মতে প্রতিটি ফায়ারফক্স নতুন ভার্সনের সাথেই প্রথম কয়েকদিন বাংলা ইউনিকোডের একটা মান-অভিমান চলতে থাকে।

তাই, যারা ফায়ারফক্স ৪.০ ও অভ্র ৫.১.০.০ একসাথে ব্যাবহার করতে যেয়ে আমার মত সমস্যায় পড়েছেন তাদের জন্য বলছিঃ

১।      প্রথমে ফায়ারফক্স এর মেনু থেকে Tools>OptionsOptions নির্বাচন করুন।

২।      এরপর Content ট্যাব এর Fonts & Colors গ্রুপ থেকে Advanced ক্লিক করুন।

৩।      এরপর এভাবে পরিবর্তন করুনঃ

- Fonts for: > Bengali

- Proportional: > Serif

- Serif: > Siyam Rupali

- Sans-serif: > Siyam Rupali

- Monospace: > Siyam Rupali

৪।      খেয়াল রাখবেন যেন এর নীচে Default Character Encoding: > Unicode (UTF-8) থাকে।

এরপর থেকে আশা করি আর ফন্ট ভেঙ্গে যাবেনা। কি জানি – গেলেও যেতে পারে হাজার হোক কম্পিউটার এর এরর তো – ঠিক ঠিকানা নেই।

সবাই বাংলা কম্পিউটিং এ থাকুন – বাংলা ইউনিকোড, অভ্র/শাব্দিক আর ফায়ারফক্স নিয়েই সুখী থাকুন আর সুস্থ থাকুন।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ প্রয়োজনীয় টিউনটির জন্যে।
আসলে যারা অভ্র ৫.১.০.০ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশী হচ্ছে। কেন জানি কালপুরুষ ফন্টটাকে FF4 ঠিকমতো দেখাতে পারছে না। সেক্ষেত্রে সিয়াম রূপালী ভালই কাজ করছে।
এখানেও সমাধান দেয়া হয়েছে। https://support.mozilla.com/hy-AM/questions/792047

    আমি আসলে ওখান থেকেই সাহায্য নিয়েছি। ধন্যবাদ আপনাকে।

হা হা। শেষের কথাটা শুনে মজা লাগিল। :p

    কম্পিউটার এরর এর কোন আগা-মাথা নেই ভাই। একেকজনের একেক রকম এনভায়রমেন্টে একেক সমস্যার উদ্ভব হয়। There is no "the solution"

এই সমস্যাটা দেখলাম অনেকেরই হচ্ছে, কিন্তু আমার কোন সমস্যা হয় নাই। প্রথম থেকেই একেবারে ঝকঝকে দেখাচ্ছে।
তবে সিয়াম রুপালী দেখা যাচ্ছে ভালই সাপোর্ট দিচ্ছে। বিশেষ করে আনকমপ্যাটবল ব্রাউজারে যেখানে সোলাইমানলিপি ফেল মারতেছে সেখানে সিয়াম রুপালী দিয়ে তাও পড়া যাচ্ছে।
অবশ্য সাইফের টুইক করা সোলাইমানলিপিটাও খুবই ভালো কাজ করতেছে।

Level 0

খুব কাজের টিউন অনেক ধন্যবাদ।

Comet bird browser use koren…….onek faster nd onek feature jukto

    না ভাই আর কোন ব্রাউজার চেস্টা করব না। সাজেশনের জন্য ধন্যবাদ।

    কমেটবার্ড তো ঘুরেফিরে সেই ফায়ারফক্সই। ফায়ারফক্সের একটু কাস্টম ভার্সন। ভাল্লাগেনা এজন্যই। অবশ্য আমার পিসিতে ওটা ইন্সটলও করা যায় না। 😛

অনেকের কাজে দিবে ধন্যবাদ টিউনটির জন্য।

Level 0

আমার কাজে লাগবে। ধন্যবাদ।

আমি ফ্রেশ আছি! তবু থাকু পরে বিপদে পরলে কাজে দিবে।

    ফ্রেশ আছেন, ভাল আছেন – কখন যে আবার রি-ফ্রেশ হয়ে গন্ডগোল লেগে যায়, বলা যায় না 🙂 । ধন্যবাদ আপনাকে।

tao to hoyna vai ekhon ki kori?

Level 0

এই বেপার টা আমি অয়ন ভাই এর কাছ থেকে শিখেছিলাম। প্রজান্মতে এরকম লিখেছিলাম।

    ধন্যবাদ…আমরা আসলে সবাই কারো না কারো কাছ থেকে প্রতিনিয়ত শিখে যাচ্ছি

আমার ভাই সমাদান হই নাই ।

সোলেমানি থেকে সাইমরুপালি ভাল কাজ করছি, আপনাকে ধন্যবাদ অসংখ।