টেকটিউনস এ বাংলা বানান ও কিছু কথা

বাংলাদেশে ও বাংলা ভাষায় যে ক'টি ব্লগ বা ফোরাম আছে, টেকটিউনস তাদের মধ্যে অন্যতম সেরা - এ বিষয়ে আমাদের কোন সন্দেহ নেই - থাকার কোন সুযোগও নেই। টেকনোলজি সম্পর্কিত এই ব্লগটি চালু হবার পর থেকেই দূর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলায় লেখা ব্লগের মধ্যে বোধ করি এটাই সবচেয়ে 'সভ্য'। এখানে নেই কোন অশ্লীল ভাষার যথেচ্ছ ব্যবহার, একের প্রতি অপরের নিন্দার বিষবাষ্প, নেই রাজনীতি বা ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ উক্তি। এখানে সবাই সবার প্রচেষ্টাকে মূল্য দেয় - উৎসাহিত করে। এরকম আরও অনেক বিষয় আছে - যা টেকটিউনস কে সবসময় এগিয়ে রাখছে (এবং ভবিষ্যতে এগিয়ে রাখবে ইনশাল্লাহ!)

এরকম একটা উন্নত ব্লগে আমাদেরকে যে বিষয়টা অস্বস্তিতে ফেলে তা হল - বাংলা ভাষার প্রয়োগ। ভাষাগত দিক থেকে মোটামুটি ঠিক থাকলেও অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে বাংলা বানান এর প্রতি অবহেলা লক্ষ্য করা যায়। আমি ব্যক্তিগতভাবে বাংলা বানানের বিশারদ নই, তবে টেকটিউনসে মাঝে মাঝে অনেক সহজ বানানকেও বিকৃতরূপে দেখা যায়। আমি এখানে উদাহরণ দিয়ে কাউকে ব্যাক্তিগতভাবে চিহ্নিত করতে চাই না, বিভিন্ন টিউনে একটু ঘুরে আসলে আপনিও এটা উপলব্ধি করতে পারবেন।

অনেকে হয়তো বলবেন, বানানে কিই বা আসে যায়। আমার ব্যক্তিগত অভিমত - অনেক কিছু। আমাদের এই দরিদ্র দেশে গর্ব করবার মত অল্প যা কিছু আছে, তার মধ্যে অন্যতম হল আমাদের প্রিয় বাংলা ভাষা। এই ভাষার জন্য আমরা আন্দোলন করেছি, হারিয়েছি অনেক প্রিয়জনকে। আমাদের আজকের বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের পেছনের অনুপ্রেরনার বীজ বপন হয়েছিল কিন্তু আমাদের মাতৃভাষা আন্দোলনের পটভূমিতেই। তাই অন্য দেশের তুলনায়, ভাষার কদরটা আমাদের ক্ষেত্রে একটু বেশিই। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বাংলা আজ শুধু বাংলাদেশেরই ভাষা নয় - এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটি ভাষা। তাই বাংলাদেশী হিসেবে আমাদের দায়িত্ব একে সঠিকভাবে উপস্থাপন করা।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বাংলা ভাষার প্রচার ও বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অনেক নিবেদিতপ্রান, মেধাবী বাংলাদেশী ভাই-বোন। তাদের কেউ কেউ বাংলা ভাষার বানান শুদ্ধ করবার নানা ব্যবস্থাও করেছেন। ভাষা আন্দোলন আর স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের রক্তের ঋণ এর প্রতি শ্রদ্ধা আর বাংলা ভাষার বিকাশে কাজ করে যাওয়া আমাদের অগণিত ভাই-বোনদের শ্রমের প্রতি কৃতজ্ঞতা জানাতে বাংলা ভাষাকে সঠিক ও নির্ভুলভাবে উপস্থাপন করাটা কি খুব বেশী কষ্টের?

একটু চিন্তা করে দেখুন - আর আপনার পরবর্তী চমৎকার লেখাটিকে নির্ভুল বানান আর ভাষাজ্ঞান দিয়ে করে তুলুন অমূল্য।

সবার প্রতি শুভকামনা।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারূণ বলেছেন… আপনার কথাগুলো অবশ্যই সকলের মেনে চলা উচিত… বাংলা আমাদের গর্ব, সঠিক বানানে সঠিকরূপে একে তুলে ধরা একাধারে আমাদের দায়িত্ব ও কর্তব্য দুটোর মধ্যেই পড়ে… :mrgreen:

Level 2

ঠিক কথাই বলেছেন । শুদ্ধ করে বাংলা লিখাও ভুলে যেতে বসেছে বাঙ্গালী …………….অলস জাতী হিসাবে অবশ্য আমাদের বেশ নাম-ডাক আছে । এখন বাংলা সাইট গুলোতে যেভাবে বাংলা বানান লেখা হচ্ছে …….. এটা একধরনের মাতৃভাষার অপমান বা অবজ্ঞা ……… যে যেভাবে পারছে লিখছে !

    @hasanat: হ্যাঁ ভাই, এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন।

সবই ঠিক আছে । বলেছেন কাজের কথা ! কিন্তু বাংলা লিখতে আমাদের অভ্র ছাড়া খুব কম উপায় আছে । বিজয় আমার মত অনেকেই পছন্দ করেন না । আর অভ্র তে বাংলা লেখা যেমন সোজা আর মজার তেমনি ভুলে ভরাও । তাও চেস্টা করি সঠিক বানান লিখতে । যতটুকু সম্ভব হয় করি 🙂

Level 0

চরম সত্য

Level New

sobi thik ache kintu tt te ekhon r fonetic a banglai comment likhte parina keno?

    Level 0

    Amio bangla likhte parsi na. keu ki help korben. Tune valo hoyeche

    @hadinoyan: এটা বলতে পারলাম না। তবে ফোনেটিক না থাকায় বেশ অসুবিধা হচ্ছে, এটুকু টের পাচ্ছি।

Level 0

খুব সুন্দর একটি পোস্ট।

“ব্যাবহার”, “ব্যাক্তিগতভাবে” এরকম আরও কয়েকটা বানান ঠিক করা উচিত ছিল।
এই পোস্টে কোন ধরনের বানান ভুল থাকাটা মনে হয় ঠিক হবে না, তাই এ কথাগুলো বললাম।

    @ml fast: ধন্যবাদ। ঠিক করে দিয়েছি, আমি লজ্জিত।

ভাল 😆

পোষ্টটির সাথে একমত এবং পোষ্টদাতাকে ধন্যবাদ।

আর যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারা এ অ্যাড-অনসটি ব্যবহার করতে পারেন বাংলা বানান ঠিক করার জন্য –
https://addons.mozilla.org/en-US/firefox/addon/bengali-bangladesh-dictionary/

অবশ্যই সঠিক বলেছেন।
এখন থেকে আমার টিউনগুলোর বানান ভুলগুলো ধরিয়ে দেয়া আপনার দায়িত্ব 😀 :mrgreen:

কেউ যদি নিজেকে বাঙ্গালী দাবি করতে চায় তাহলে এই টিউনকারীর সাথে সহমত পোষণ ব্যতীত অন্য কোনো রাস্তা নেই। এমন একটি সময় উপযোগী সচতেনতা মূলক টিউন করায় অদৃশ্য কে আন্তরিক ধন্যবাদ। আজকাল এফএম রেডিও সহ বিভিন্ন প্রচার ম্যাধ্যমে যে হারে বাংলা ভাষাকে ইংরেজীর সাথে খিচুরী করে উপস্থাপন করা হয় তাতে করে এর নেতিবাচক প্রভাব পড়ছে অন্যান্য মাধ্যম গুলোতেও । ভাবখানা এমন যেনো ভাষার জন্য আমার বাব ভাই তো জীবন দেয়নি, দিয়েছে সালাম ….. রফিক…..। তাতে আমার কি আসে যায়? সত্যিই বলছি তথাকথিত স্মার্ট (বাংলা + ইংরেজী = বাংরেজী খিচুরী) ভাষা শুনলে সত্যিই মর্মাহত হই। বিভিন্ন টিউনারকে দেখেছি বানান ভুল ধরিয়ে দিলেও বলে যে ওটা কোনো ব্যাপার না। যা সংশোধনের সময় এখনই। হাসান যোবায়ের আল- ফাতাহ ভাই সহনশীল মনোভাব পোষণের জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু নিজেও একটু দায়িত্ব নিয়ে সচেতন হয়ে লিখলে পড়ে কোনো সমস্যা হবে না। বিঃ দ্রঃ মন্তব্য গুলোর বাম পাশে মন্তব্যকারীর নাম দেখা যায় । কিন্তু আমার নামটি বাংলায় নেই আছে ইংরজীতে। কিভাবে বাংলা করা যায় সে বিষয়ে কারো সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

    @mohammad khalid hosain: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি dashboard>profile>nickname এ যেয়ে আপনার নামটি বাংলায় করে নিতে পারেন।

Level 0

চমৎকার লিখেছেন

Level 0

হুম, বাংলার প্রতি যত্নশীল হতে হবে, কারণ আমরা অনেকেই বানানের প্রতি যত্ন নেই না। প্রসংগত উল্লেখ্য, বাংলা একাডেমী ইদানিং কিছু বানানে “ঈ কার” এর বদলে “ই কার ” চালু করতে যাচ্ছে অনেক শব্দে যা আমি ব্যক্তিগত ভাবে ঠিক নয় বলে মনে করি। যে বানান ভুল তাকে আইন করে সঠিক বানিয়ে দিলেই কি সঠিক হয়ে গেল, তাহলে তো “বিশ্ব” কে “বিশ্য” আর “শিক্ষক” কে “শিখখক” লেখাটাকেও বাংলা একাডেমীর জায়েজ করা উচিত।
আর এফএম চ্যানেলের আরজেদের কথার প্রসংগেঃ আমি আসলে বাংলার সাথে ইংলিশ মিশিয়ে কথা বলাকে দোষের কিছু মনে করি, দোষ শুধু মাত্র তখনই হবে, যখন বাংলা শব্দকে বিদেশীদের মতো করে উচ্চারণ করা হয়। তাই, এ ব্যাপারে খালিদ ভাইয়ের সাথে আমার কিছুটা দ্বিমত আছে। তাছাড়া, কিছু আনকমন ইংলিশ শব্দ ব্যবহার মাঝে মাঝে করা হলে শব্দজ্ঞান বাড়বে, তবে এ ব্যাপারটা গৌণ।

    @MITHU: গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

    Level 0

    @MITHU: মিঠুভাই খুব ভাল একটা কথা বলেছেন। আমি আপনার সাথে একমত।

    আমি বাংলা একাডেমিকে ব্যাক্তিগতভাবে খুবই অপছন্দ করি। তারা অনেক কিছুই করছে যা আস্তে আস্তে বাংলা ভাষার সমৃদ্ধতা হারাতে পারে বলে আমি মনে করি। (আজ পর্যন্ত তারা “একাডেমি” শব্দটার সঠিক বাংলা করতে পারল না।)

    আর; R.J. দের কথা আর কি বলব ? তারাতো অপভ্রংশের প্রতিযোগীতা শুরু করেছে !!!

      Level 0

      আমি রেডিও আর জে প্রোগ্রাম তেমন শুনিনা, তাই তারা কেমন ভাষা ইউস করে এ ব্যাপারে আমার তেমন ধারণা নেই। তবে মাঝে মাঝে যতটুকু শুনছি, তাতে মনে হল, তারা বাংলা কথার মাঝে মাঝে ইংলিশ শব্দ মিশিয়ে কথা বলে, তাতে আমার আপত্তি নেই, কথা হল,দোষ শুধু মাত্র তখনই হবে, যখন বাংলা শব্দকে বিদেশীদের মতো করে উচ্চারণ করা হয়।

ঠিকই বলেছেন,তবে মনে রাখতে হবে বাংলা ভাষা যদিও অনেক পুরানো কিন্তু কম্পিউটারে খুব একটা বেশী দিনের নয় আর ইন্টারনেটেতো নবজাতক বলাই মনে হয় ঠিক হবে।দেখেন্না এখনো অনেক কমেন্ট ইংরেজী হরফের বাংলায় দেয়া হয়।
হতাশ হওয়ার কিছু নাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।সবাই মিলে চেষ্টা করলে বাংলাও অনেক দূর এগিয়ে যাবে।

    @আতাউর রহমান: সেটাই আশা করি। ধন্যবাদ।

    Level 0

    @আতাউর রহমান: আতাউর রহমান ভাইকে অনেকদিন পর দেখলাম মনেহয় ? আপনি ঠিক বলেছেন। আচ্ছা ভাই, বাংলা ভাষারতো সঠিক কোন লে-আউট নাই, এইটা আগে দরকার আমাদের। তাহলে খুব তাড়াতাড়িই আগানো যাবে বলে আমি মনে করি।

Level 0

১০০% খাটি কথা…।