গাড়িতে আগুন দেওয়া বা পেট্রল বোমা নিক্ষেপের মত ঘটনার প্রতি সতর্কতা অবলম্বনের কিছু পরামর্শ…।

গাড়িতে আগুন দেওয়া বা পেট্রল বোমা নিক্ষেপের মত ঘটনার মতো পরিস্থিতিতে যানবাহনের চালক, কর্মী ও জনসাধারণের প্রতি সতর্কতা অবলম্বনের কিছু পরামর্শ…।

নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ।

১. গাড়িতে উঠার পর সিটে বসা মাত্রই জানালার কাঁচ বন্ধ রাখুন।

২. গাড়ির আগুনে জায়গায় সম্ভব হলে পর্যাপ্ত পানি ঢালুন। প্রয়োজনে গাড়িতে সব সময় পানি সংরক্ষণ করুন এবং আগুনে দগ্ধ বা আহত ব্যক্তিকে দ্রুত ডাক্তারের চিকিৎসার ব্যবস্থা করুন।

৩. বাসে রাখা অগ্নিনির্বাপণ যন্ত্র নিয়ে টানাটানি থেকে বিরত থাকুন। অনিরাপদ স্থানে গাড়ি পার্ক করা থেকে বিরত থাকুন, এবং গাড়ি অনিরাপদ স্থানে রেখে রাতে ঘুমাবেন না।

৪. শরীরে যদি আগুন লেগে যায় তা হলে তৎক্ষণাৎ মাটিতে গড়াগড়ি করুন। কারণ এদিক ওদিক দৌঁড় দিলে আগুন বেড়ে যায়।

৫. অবশ্যই প্রত্যেক গাড়িতে প্রাথমিক
চিকিৎসা বক্স সংরক্ষণ করে রাথুন। প্রয়োজনে বড় গাড়িতে দুইটি করে অগ্নিনির্বাপণ যন্ত্র রাথার ব্যবস্থা করুন।

৬. গায়ে আগুনে লাগা ব্যক্তিকে ভেজা বা মোটা কাপড় দিয়ে জড়িয়ে ধরুন, এতে আগুন নিভে যাবে।
গাড়িতে অবশ্যই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরটি বড়
অক্ষরে লিখে রাখুন যেন সবাই নাম্বারটি দেখতে পায় (০২-৯৫৫৫৫৫৫ অথবা ০১৭৩০৩৩৬৬৯৯)।
এতে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন।

একই সাথে এমন অবস্থায় আতঙ্কিত না হয়ে সাহসের সঙ্গে মোকাবেলা করুন এবং সাহায্যের জন্য ফায়ার সার্ভিস ডিফেন্সকে খবর দিন।

গরিবের একটা ফেসবুক আক্যাউন্ট আছে।দাওয়াত রইল.....
..
.
.

Level 1

আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিক আছে… মানলাম

খুবই দরকারী ও উপকারী টিউনের জন্য অনেক ধন্যবাদ।

সতর্কতার জন্য থ্যাংকস ।

Level 2

প্রযুক্তি সম্পর্কিত পোস্ট না হলেও দরকারি পোস্ট। ধন্যবাদ

সাপোর্ট দিবার জন্য সবাইকে ধন্যবাদ