জীবনে কাওকে ছোট ভাবতে নেই পরিশ্রম করলে তার ফল সবাই পাই।

আসুন দেখে নেই।

থমাস আলভা এডিসন: মস্তিস্কের ‘বাতি’ জ্বালিয়ে যিনি আলোকিত করেছেন গোটা বিশ্ব।
বৈদ্যুতিক বাতির উদ্ভাবক সম্পর্কে আপনি কতটুকু জানেন? যদি আপনি ভাবলেশহীন উত্তর দেন, তাহলে বলবো এক সপ্তাহ নিজের ঘরে বৈদ্যুতিক বাতি জ্বালানো বন্ধ রাখুন। রাতের বেলা ঘর আলো করতে হারিকেন, মোমবাতি, প্রদীপ বা প্রয়োজনে মশাল ব্যবহার করুন। এক সপ্তাহ পর আপনাকে আবার প্রশ্ন করা হলে আপনি উদভ্রান্তের মতো জানতে চাইবেন- কোন ব্যক্তি আবিষ্কার করেছে বৈদ্যুতিক বাতি? তাকে যে খুব মনে পড়বে তখন! থমাস আলভা এডিসনই সে ব্যক্তি যিনি বৈদ্যুতিক বাতি উদ্ভাবন করেছেন, যা ছাড়া আজকের পৃথিবী কল্পনা করাও আমাদের জন্য দুঃসাধ্য।
চলুন মজার কাহিণিটি জেনে নেই।

আসুন দেখে নেই।

১৯৩১ সালের ১৮ অক্টোবর থমাস আলভা এডিসন নিউ জার্সির ওয়েস্ট অরেঞ্জে নিজ বাড়ি ‘গ্লেনমন্টে’এ মৃত্যুবরণ করেন। এ সময় তার বয়স ছিল ৮৪ বছর।

এডিসন শুধু একজন সফল উদ্ভাবকই ছিলেন না, তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তাও। ১১ বছর বয়স থেকে ঘরের কোণে ছোট্ট একটি ল্যাব বানিয়ে যে গবেষণা তিনি শুরু করেন, তা চালিয়ে যান জীবনের শেষ সময় পর্যন্ত। বয়স যখন তার আশির কোঠা পার হয়, তখন তার কাজের গতি কিছুটা কমে আসলেও বিখ্যাত গাড়ি নির্মাতা হেনরি ফোর্ডের সাথে মিলে আমৃত্যু গবেষণা চালিয়ে যান এডিসন। যে ব্যক্তির পোষাকে সবসময় থাকতো ভাঁজ, যার চুলগুলো এলোমেলো বৈ ঠিক হতো না কখনো, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল যার শূন্য, সেই এডিসন শিল্প বিপ্লব যুগের সভ্যতাকে একা হাতে যতটুকু এগিয়ে দিয়ে গেছেন তা যে কারো জন্য কল্পনাতীত। তার জীবনের প্রতিটি দিকই অনুপ্রেরণাদায়ক। তবে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয় যে বিষয়টি সেটি বলতে গেলে আরো একবার প্রমথ চৌধুরীর কাছে ফিরে যেতে হবে।

ভিডিওটি কেমন হয়েছে টিউমেন্ট করে জানাবেন।
পূর্বে প্রকাশিতঃ বিডিলার্নজোন

Level 0

আমি bdlearnzone। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস