সোলায়মানলিপি ২ | গুগল ক্রোমসহ সকল জায়গায় ঝকঝকে বাংলা দেখুন।

টেকটিউন্সে আসা হয় না অনেকদিন। কি কাজে জানি এসেছিলাম। এসে এই টিউনটা চোখে পড়ল। এখানে অনেকেই একটি সমস্যার কথা বলেছেন যে ইংলিশ বাংলা পাশাপাশি থাকলে ফন্ট গায়ে উঠে যায়। কিন্তু ঐ টিউনটার লেখক সাইফুল ইসলাম সম্ভবত এধরনের কোন সমস্যায় পড়েন নি। (কারণ উনার স্ক্রিনশট দেখে বুঝেছি উনি আমার তৈরী সোলায়মানলিপি ২ ইউজ করছেন। 🙂 )

নীচের লেখাটা প্রায় ১ বছর আগে আমার ব্লগে প্রকাশিত হয়েছে। তখন থেকে কেউ আর কোন ফন্ট সমস্যায় ভোগে নি। কিন্তু অনেকের চোখ এড়িয়ে গেছে। তাই ওটি আবার পাব্লিশ করছি। 🙂

ইমেজ ক্রেডিটস: সাইফুল ইসলাম

বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় ফন্ট কী? কোন ফন্টটি সবচেয়ে দেখতে সুন্দর? কোন ফন্টটি সব ওয়েবসাইটে একচেটিয়া ইউজ হচ্ছে? কোন ফন্টটি এক কথায় সবার মন কেড়েছে?

3moav বানিয়ে ফেললাম আনঅফিসিয়াল সোলায়মানলিপি ভার্সন টু!Solaim

Before

RsBnL Download Latest SolaimanLipi & See Better Bangla!

After

mdIAr Download Latest SolaimanLipi & See Better Bangla!


নিশ্চয়ই সবার উত্তর হবে সোলায়মানলিপি? হ্যা! সেই সোলায়মানলিপিকেই আরো একটু কাস্টোমাইজ ও মডিফাই করে বানিয়ে ফেললাম আজ সোলায়মানলিপি ভার্সন টু! big smile বানিয়ে ফেললাম আনঅফিসিয়াল সোলায়মানলিপি ভার্সন টু!

সোলায়মানলিপি ফন্টটা নিয়ে কাজ করলাম কারণ এই ফন্টটি সবচেয়ে সেরা ফন্ট হলেও এর কিছু সমস্যা ছিল। যেমন এই ভার্সনটি উইন্ডোজের গুগল ক্রোমের ইংলিশ রেন্ডারিং এ বেশ ঝামেলা করত। এর প্রধান কারণ ছিল English Letter গুলো একসাথে মিক্স হয়ে ভজঘট হয়ে যেত এবং কিছুই পড়া যাইত না! isee বানিয়ে ফেললাম আনঅফিসিয়াল সোলায়মানলিপি ভার্সন টু!। যেহেতু আমি ক্রোম ইউজার প্রথম থেকেই তাই সোলায়মান করিম ভাইয়ের তৈরী সোলায়মানলিপি ভার্সন ১.০ ইউজ করতাম। কিন্তু কালকে কি মনে হতে একুশের লেটেস্ট সোলায়মানলিপিটা কাস্টোমাইজ করার সিদ্ধান্ত নিলাম এবং কিছু কাস্টোমাইজেশন করে এটিকে রিলিজ উপযোগী মনে করে আজ রিলিজ করছি।

সোলায়মানলিপি ভার্সন টু – নতুন কী?

  1. ইংলিশ ক্যারেকটারগুলো ক্রোমে যে মিলেমিশে একাকার হয়ে জগাখিচুড়ী হয়ে যেত, সেটা ফিক্স করা হয়েছে।[কৃতজ্ঞতাঃ সারিম ভাই]
  2. ইংলিশ ক্যারেকটারগুলো আগের লো কোয়ালিটি ফন্টে আসবে না। ক্যানোনিকালের তৈরী Ubuntu ফন্টে আসবে।
  3. এটি ক্রস ব্রাউজার কম্পাটিবল। মানে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার ও অপেরাতে কাজ করে।
  4. এটি আংশিক ক্রস ও এস কম্পাটিবল। লিনাক্স ও উইন্ডোজে সাপোর্ট করে। (ম্যাকে চলবে না!)
  5. এটি সম্পূর্ণভাবে গুগল ক্রোম সাপোর্টেবল। উইন্ডোজ ও লিনাক্স উভয় ওএসের ক্রোম সাপোর্ট করে।

ডাউনলোড করুন সোলায়মানলিপি ভার্সন টু

(Right Click→Save link as…)

Level New

আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই, নতুনটা ডাউনলোড করে Control Panel\Appearance and Personalization\Fonts এ গিয়ে রিপ্লেস করলাম আগেরটার সাথে। কিন্তু, কোন চেঞ্জ দেখতেসি না। ভাবলাম হয়ত রিপ্লেস হয়নি, আগেরটাই রয়ে গেছে তাই Control Panel\Appearance and Personalization\Fonts থেকে ম্যানুয়ালি আগেরটা ডিলিট করে নতুনটা পেস্ট করতে চাইলাম। কিন্তু, ঐখান থেকে ডিলিট হয় না। বলে যে, SolaimanLipi is already used. you can’t delete it. তারপর, বাইরের ফোল্ডার থেকেই আপনার দেয়া ভার্সনটা ওপেন করে ইন্সটল করি। তারপর বলে যে, অলরেডি ইন্সটল আছে, আবার রিপ্লেস করব নাকি? আমি রিপ্লেস ইয়েস করলে ইন্সটলের উইন্ডো কতক্ষণ থেকে ওইটার প্রোগ্রেস বার পুরাপুরি শেষ না হয়েই চলে যায়। এরপর Control Panel\Appearance and Personalization\Fonts অথবা C:\Windows\Fonts এ গিয়েও আর SolaimanLipi ফন্ট খুঁজে পাই না! কিন্তু, ক্রোমে ফন্ট সেটিংএ ঠিক-ই SolaimanLipi সিলেক্ট করতে পারি! কিন্তু, বাংলা লেখা নিয়ে সমস্যা দূর হচ্ছেই না! আবার আপনার দেয়া ফন্ট ঐ ফন্টস ফোল্ডারএ গিয়ে পেস্ট করতে চেষ্টা করি। কিন্তু, অলরেডি আছে বলে রিপ্লেস চাওয়ার পর রিপ্লেস দিলেও ইন্সটলের উইন্ডোতে প্রোগ্রেসবার পুরা কমপ্লিট না হয়েই উইন্ডো চলে যায় এবং ইন্সটল হয়েছে কিনা চেক করে খুঁজতে এই Control Panel\Appearance and Personalization\Fonts অথবা C:\Windows\Fonts ২ টা লোকেসনে গেলে সব ফন্ট(হিডেনগুলা সহ)খুঁজে পেলেও SolaimanLipi নামে কোন ফন্টই খুঁজে পাই না! ওখানে যদি ইন্সটল নাই হয়ে থাকে, তাহলে প্রতিবার ইন্সটল/কপি-পেস্ট করার সময় বলছে কেন ইন্সটল করা আছে? আর ইন্সটল করা থাকলে আমি ঐ ২ টা লোকেসনে খুঁজে পাচ্ছি না কেন? উইন্ডোজ ৭ এ আর অন্য কোন পদ্ধতিতে কি ফন্ট ইন্সটল করা যায় অথবা ঐ ২ টা লোকেসনে ফন্ট নেয়া যায়?

    Level 0

    আমার আগের মন্তব্যটা মুছে দিয়েন। কারন পিসি রিস্টার্ট দেয়ার পর আমার সমস্যা মিটে গিয়েছে 🙂 আপনাকে অনেক ধন্যবাদ সাইফ ভাই।

আমার সোলায়মান লিপি ১ এবং ২ দুইটাই ইন্সটল করা আছে। তারপরও শুধুমাত্র নাম্বার গুলো 00 (ছবিটি দেখুনঃ [IMG]http://i44.tinypic.com/346vu42.jpg[/IMG]) এইরকম আসে। দয়া করে সমাধান দিন…
[IMG]http://i44.tinypic.com/346vu42.jpg[/IMG]

আমার সোলায়মান লিপি ১ এবং ২ দুইটাই ইন্সটল করা আছে। তারপরও শুধুমাত্র নাম্বার গুলো 00 (ছবিটি দেখুনঃ [IMG]http://i44.tinypic.com/346vu42.jpg[/IMG]) এইরকম আসে। দয়া করে সমাধান দিন……
ছবি দেখুনঃ
http://tinypic.com/r/346vu42/5

আমার সমস্যা মিটেছে।

many many thanks.

আমি আপনার দেয়া সোলায়মানলিপিটাই ব্যবহার করি। তাই আমি বুঝতে পারছিলাম না যে, এই সমস্যা ফন্ট থেকে হচ্ছিল 🙁
অনেক অনেক ধন্যবাদ সাইফ ভাই।

    @সাইফুল ইসলাম: হ্যা ওটা ফন্ট থেকেই হচ্ছিল। আমি খুব খুশি হব যদি আপনি এই ব্যাপারে একটি ফিচারড পোস্ট লিখে সামনের পাতায় ঝুলিয়ে দেন। তাহলে প্রচুর মানুষের সমস্যার সমাধান হবে। নাহলে এবারও অন্যান্য টিউনের আড়ালে এটি ঢাকা পড়ে যাবে এবং হাজার হাজার মানুষ তখনও ক্রোম ইউজ করতে না পেরে বলবে, ‘ক্রোম তো ফালতু! বাংলা দেখা যায় না!’

Level 0

boss vai solaiman lipi install korar por bangla lekha gulo choto ebong ektu osposhto hoye jay…………. solution ki?

তোমার এই ফন্টটাই আমি ব্যবহার করি, সবাইকে এটাই দেই। অনেক ধন্যবাদ ক্রিয়েটিভ কাজের জন্য 🙂

অনেক ধন্যবাদ সাইফ windows ৭ এ আমার বাংলা দেখায় সমস্যা হচ্ছিল সোলায়মান লিপি ব্যবহার করার পর থেকে সব ঠিক ।

Level 0

boss vai ami uporer solaiman lipi tar kothai bolchilam

অনেক অনেক ধন্যবাদ ভাই 😀 😀

ধন্যবাদ ভাই। 😀 😀