খুব প্রয়োজনীয় ১০টি কীবোর্ড শর্টকাট দেখলে কাজে লাগবে!!!!!

আসসালামুওয়ালায়কুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ্‌র দোয়ায় আমি আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি। আজকে অনেক দিন পর কিছু লেখব।

আজকের এই টিউন অনেকের জন্য কাজের আর অনেকের জন্য অকাজের। আসলে যারা জানের তাদের কাজে আসবে না। যারা জানেন না তাদের অনেক কাজে আসবে।

কম্পিউটার এ কাজের ক্ষেত্রে যদি কম্পিউটার এর কীবোর্ড শর্টকাট জানা থাকে তবে কাজ করতে অনেক শুবিধা হয় এবং অনেক কম সময় লাগে। তাই বেশির ভাগ প্রফেশনাল মানুষ তাদের কাজের ক্ষেত্রে সর্বদা কীবোর্ড শর্টকাট ব্যবহার করেন।

চলুন তাহলে দেখে নি কিছু কাজের কীবোর্ড শর্টকাটঃ

১. Ctrl + C or Ctrl + Insert

সিলেক্ট করা অবস্থায় যেকোন কিছু কপি করতে এই কীবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়।

২. Ctrl + V or Shift + Insert

কোন কিছু কপি করা থাকলে তা পেস্ট করতে এই কীবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়ে থাকে।

৩. Ctrl + Z and Ctrl + Y

কোন কিছু পূর্বাবস্থায় ফিরাইয়া আনার জন্য ব্যবহার করা হয় Ctrl + Z উদাহরনঃ যেমন কোন ডকুমেন্ট থেকে আপনি কোন লেখে কেটে ফেলেছেন তা পুনরায় ফিরিয়ে আনার জন্য এই কীবোর্ড শর্টকাট। তাছারা আপনি Ctrl + Z যতবার প্রেস করবেন আপনার ডকুমেন্ট ততবার পূর্বাবস্থায় ফিরে যাবে। আর Ctrl + Y প্রেস করার মাধ্যমে আপনি আপনার Undo করা ডকুমেন্ট Redo করতে পারবেন।

৪. Ctrl + F

কোন ডকুমেন্ট খোলা অবস্থায় সেখান থেকে কোন কিছু খুজে বের করার জন্য এই কীবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়। আপনি আপনার ওয়েব ব্রাউজার-এ ও এই শর্টকাট ব্যবহার করতে পারবেন।

৫. Alt + Tab or Alt + Esc

এর মাধ্যমে আপনি আপনার ওপেন করা প্রোগ্রাম গুলোতে জেতে পারবেন।

টিপঃ Ctrl + Tab এর মাধ্যমেও আপনি এই কাজ করতে পারবেন।

টিপঃ উইন্ডোজ ৭ ও ভিস্তাতে এই কাজটি  Windows Key + Tab দিয়েও করা যায়।

৬. Ctrl + Back space and Ctrl + Left or Right arrow

Back space এর মাধ্যমে আমরা বামদিকে একটি করে বর্ণ কাটি আর Ctrl + Back space এর মাধ্যমে বামদিকে একটি করে শব্দ কাটা যায়।

Ctrl + Left or Right arrow এর মাধ্যমে ডানদিকে অথবা বামদিকে একটি করে শব্দ সিলেক্ট করতে পারবেন।

৭. Ctrl + S

এই শর্টকাট-টি প্রায় সব প্রোগ্রাম এর ক্ষেত্রে কাজ করে। এর মাধ্যমে আপনি যেকোন ডকুমেন্ট সেভ করতে পারবেন।

৮. Ctrl + Home or Ctrl + End

এর মাধ্যমে ওপেন করা ডকুমেন্ট-এর শুরুতে এবং শেষে জেতে পারবেন।

৯. Ctrl + P

কোন ওপেন করা ডকুমেন্ট প্রিন্ট করার জন্য এর ব্যবহার হয়। Microsoft Word এ এর ব্যবহার অপেক হয়।

১০. Page Up, Space bar, and Page Down

Page Up ও Page Down এর মাধ্যমে কোন ডকুমেন্ট এর এক পেজ উপর নিচে জেতে কাজে লাগে।

আর আমরা যখন কোন ইন্টারনেট ব্রাউজার এ Space bar প্রেস করব তখন আমরা এক পেজ নিচে জেতে পারব আর যখন Shift + Space bar প্রেস করব তখন আমরা আবার এক পেজ উপরে জেতে পারি।

আশা করি আপনারা যারা এই শর্টকাট জানতেন না তাদের অনেক কাজে আসবে। ধন্যবাদ।

আর কোন ভুল হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন।

আবার ব্লগ মুভি, সফটওয়্যার, গেমস, গান আরও অনেক ডাউনলোড করতে ক্লিক করুন এইখানে।
 (I'm Also in Facebook)

Level 0

আমি আসিফ আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই কোন ফন্টে লিখেছেন? কিছুই তো পড়া যাচ্ছেনা।

    @mgrp: Sorrry ভাই ভুল হইছিল এখন ফন্ট পরিবর্তন করে দিয়েছি। 🙂

Level 0

একটা শর্টকাট পেলাম যা উপকারে লাগল । ধন্যবাদ …

ভাই বিজয় ব্যবহার করে ওয়ার্ডে টাইপ করি যদি জানেন তাহলে কীভাবে কীবোর্ডের যেকোন শুধুমাত্র একটা বাটন প্রেস করে ল্যাংগুয়েজ আইকন(ফন্ট নয়) পরিবর্তন করা যায় তা শিখিয়ে দিন। ctrl+alt+bতা আমি জানি।যেমন-অভ্রতে F12প্রেস করলে ল্যাংগুয়েজ আইকন ইংলিশ থেকে বাংলা হয়ে যায়….

Level 0

এগুলো পাগল ছাগলেরাও জানে।

    @Uzzol:তাহলে আপনিও তো তাই 😉

      Level 0

      @আসিফ আজাদ: আসলে যে গুলো সাধারণ লোকে জানে না তেমন টিউন করার কথা বলছি। মানে নতুন নতুন কিছু। যে গুলো সবাই জানে তা নিয়ে টিউন করার দরকার কি? যা সকলে জানে না সেটি নিয়ে টিউন করা ভাল।

Level 0

এইডা কিছু অইল????? 😀

Level 0

ভাই আমি জানতাম না।আজকে জানলাম বিশেষ করে ৫ নম্বরটা ।এ রকম আর শেয়ার করবেন।কে কি বলল তা খেয়াল করবেন না।
ধন্যবাদ…।।