ল্যাপটপের বায়োস আপডেট পদ্ধতি সংক্রান্ত কিছু প্রয়োজনীয় কথা

বায়োস আপডেট কি ও কেন দিতে হয় সেই সম্পর্কে এখানে আমি বেশি কিছু লিখব না। শুধু এটুকুই বলব বায়োস আপডেট সাধারনত হ্যার্ডওয়্যার সংক্রান্ত কিছু সমস্যা ফিক্স করে থাকে এবং কম্প্যাটিবিলিটি ইস্যু সলভ করে থাকে। অনেক ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধাও পাওয়া যায়। তবে শুধু বাড়তি সুবিধার জন্য বায়োস আপডেট না দেওয়াই ভাল। কারন বায়োস আপডেট বেশ রিস্কি কাজ। একটু ভুল করে ফেললে আপনার ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে, টেকি লোকজন যাকে বলে ব্রিকড (Bricked) হয়ে যাওয়া। এ কারনে ল্যাপটপ Manufacturer–রাও প্রয়োজন ছাড়া বায়োস আপডেট দিতে ব্যবহারকারীদের অনুৎসাহিত করে।

যদিও সবকিছু ঠিকঠাক মত করতে পারলে বায়োস আপডেট দেওয়া আসলে একটা সফটয়্যার ইন্সটল দেওয়ার মতই সহজ কাজ। 🙂

বায়োস আপডেট কিভাবে দেবেন ?

ল্যাপটপের বায়োস আপডেট দাওয়ার জন্য বায়োস আপডেটার এর ইন্সটলার প্রয়োজন। বায়োস আপডেটার এর ইন্সটলার আপনার ল্যাপটপের Manufacturer কোম্পানির Website -এই পাবেন। তাদের ওয়েবসাইটে প্রতিটি মডেলের জন্য আলাদা আলাদাভাবে বায়োস আপডেট দেওয়া থাকে। সেখান থেকে আপনি আপনার ল্যাপটপের মডেল অনুযায়ী বায়োস আপডেট ডাউনলোড করে নিতে পারেন। মনে রাখবেন অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনার ল্যাপটপের মডেল নিশ্চিত না হয়ে বায়োস আপডেট দেবেন না। কারন, অন্য মডেলের ল্যাপটপের বায়োস আপডেট যদি আপনার ল্যাপটপে ইন্সটল করার চেষ্টা করেন, তাহলে আপনার ল্যাপটপ ব্রিকড (Bricked) হয়ে যেতে পারে  

* বায়োস আপডেট ডাউনলোডের পূর্বে আরেকটা জিনিস জানা জরুরি। তা হল আপনার ল্যাপটপে ইন্সটল করা বর্তমান বায়োস এর ভার্শন।

আপনি যদি আপনার ল্যাপটপের মডেল নাম্বার এবং বায়োস ভার্শন না জেনে থাকেন, তবে নিচের নির্দেশ অনুসরন করুন।

১. Start+R চেপে Run এ প্রবেশ করুন। এবার msinfo32 লিখে Enter চাপুন।

 

 

 

 

 

 

২. নিচের মত একটি Window ওপেন হবে। সেখানে আপনি আপনার ল্যাপটপের মডেল ও বায়োস ভার্শন দেখতে পারবেন।

 

 

 

 

 

 

 

 

 

এভাবে আপনার ল্যাপটপের মডেল এবং বায়োস ভার্শন জেনে নেবার পর, Manufacturer এর ওয়েবসাইটে আপনার মডেলের ল্যাপটপের বায়োসের কোন আপডেট ভার্শন আছে কিনা তা খুজে দেখুন। যদি আপডেট ভার্শন থাকে, তবে তা ডাউনলোড করে ফেলুন। মনে রাখবেন, কোন অবস্থাতেই কোন THIRD PARTY WEBSITE থেকে বায়োস আপডেট ডাউনলোড করবেন না।

এখন আপনি ডাউনলোড করা ইন্সটলার ফাইলে ডাবল ক্লিক করে অন্যান্য সফটয়্যার ইন্সটল দেবার মত করেই বায়োস আপডেট দিয়ে ফেলতে পারেন। তবে বায়োস আপডেট দেয়ার পূর্বে কিছু কাজ করতে হবে।

  • প্রথমে পিসির চলমান সকল সফটওয়্যারগুলো বন্ধ করে দিন। আপনার পিসির অ্যান্টিভাইরাস সফটওয়্যারও exit করে দিন।
  • আপনার পিসিতে যদি Bit locker সার্ভিস চালু করা থাকে, তবে তা Disable করে দিন।
  • অবশ্যই আপনার ল্যাপটপকে চার্জারের সাথে সংযুক্ত রাখুন এবং ল্যাপটপে ১০০ ভাগ চার্জ আছে কিনা তা নিশ্চিত করুন যেন বায়োস আপডেট চলাকালীন সময়ে বিদ্যুৎ চলে গেলেও বায়োস আপডেট বাধাগ্রস্ত না হয়।

এই বিষয়গুলো যদি আপনি নিশ্চিত করে থাকেন তাহলে আপনি এখন বায়োস আপডেটার ইন্সটলারে ডাবল ক্লিক করে বায়োস আপডেট শুরু করে দিতে পারেন। তবে মনে রাখবেন-

  • বায়োস আপডেট অবশ্যই অবশ্যই আপনার ল্যাপটপ Manufacturer এর Website থেকে ডাউনলোড করবেন। কোন অবস্থাতেই কোন Third Party Website থেকে ডাউনলোড করবেন না।
  • কোন অবস্থাতেই বায়োস আপডেট চলা অবস্থায় বায়োস আপডেটার ক্লোজ করবেন না এবং ল্যাপটপ বন্ধ করবেন না।
  • বায়োস আপডেট চলা অবস্থায় ল্যাপটপের ফ্যান ফুল স্পিডে ঘুরতে পারে। এইটা নিয়ে ভয় পাবার কিছু নেই।
  • বায়োস আপডেট সফলভাবে হবার পর পিসি নিজে নিজেই রিস্টার্ট হবে।

*** একবার বলেছি, আবারও বলছি। খুবই প্রয়োজন না হলে বায়োস আপডেট দেবেন না। অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনার ল্যাপটপের মডেল নিশ্চিত না হয়ে বায়োস আপডেট দেবেন না এবং বায়োস আপডেট চলাকালীন সময় কোন অবস্থাতেই আপডেটার বন্ধ করবেন না এবং পিসির পাওয়ার বন্ধ করবেন না।

*** বায়োস আপডেট সম্পূর্ণ নিজ দায়িত্বে দেবেন। বায়োস আপডেট দিতে যেয়ে যদি আপনার ল্যাপটপ নষ্ট হয়ে যায়, সেই দায়দায়িত্ব আমি বা/এবং টেকটিউনস  নেবে না।

*** আর এখানে কোন ভূল ত্রুটি হলে অনুগ্রহ করে আমাকে জানাবেন এবং যথাসম্ভব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level 2

আমি নিশাচর আত্মা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধরা খেয়ে গেছি ভাই, বায়োস আপডেট দিতে গিয়ে , আপনার দেখানো পদ্ধতি মতই acer এর ওয়েব সাইট থেকে আপডেট নামিয়ে বায়োস আপডেট দিয়েছিলাম আমার ল্যাপটপে window-7 দেয়াছিল তাই প্রথমে windows-7 এর জন্য প্রযোজ্য বায়োস আপডেট নামিয়ে দিলাম , ঠিকঠাক মত নিল কিন্তু আমি যেহেতু windows-8 চালাচ্ছি তাই আবার windows-8 এর জন্য দেয়া আপডেট টাও নামিয়ে ইন্সটল দিলাম। এর ফলে আমার ল্যাপটপ আর ওপেন হচ্ছেনা , কি করতে পারি বলতে পারেন?

    @দি ব্যাংকার: আপনি বায়োস আপডেট দেওয়ার আগে আপনার ল্যাপটপের বায়োস ভার্শন দেখে নিয়েছিলেন ?

    আপনার ল্যাপটপ কি একেবারেই ওপেন হচ্ছে না ? মানে, স্ক্রিন কালো হয়ে আছে ?

একটু ঠান্ডা জুস খাওয়ান ভাই?

Level 0

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বায়োস আপডেটের সুফলটাও বলে রাখি- ১ টেরা হার্ড ড্রাইভ কিনে মাথায় বাড়ি, বায়োস ধরতে পারে না। ম্যানুফেকচারারে সমাধানও কাজে আসে না। নিরূপায় হয়ে কাঁপা কাঁপা হতে দিলাম বায়োস আপডেট। হে হে হে। বড়ই মনোরম!
তবে যারা শুধু “আপডেটের” কারনে আপডেট দিতে চান, তাদের অবশ্যই নিরুৎসাহিত করবো টিউনারের মতই- এখানে ‘মজা’র কিছু নেই, শুধু কিছু কম্পিটিবিলিটি এনহেন্সম্যান্ট আর বাগ ফিক্স, উইন্ডোজ এক্সপি থেকে সেভেন বা এইটে আপডেটের মত অভূতপূর্ব কিছু ঘটবে না বলাই বাহুল্য।
টিউনারকে সতর্ক করে দেয়ার জন্য ধন্যবাদ।

ভাল এক টা উপদেশ দিয়েছেন ধন্যবাদ

আসলে বায়োস আপডেট দেয়ার চিন্তা আসে নতুন করে OS আপডেট করার পর ইউএসবি ৩ পোর্ট কাজ করছিল না সে কারনে। প্রথম বার আপডেট দিলাম ভাল মত কাজ হল। কিন্তু পরের বার দেয়ার পর ল্যাপটপ ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। হ্যা এসারের ওয়েব থেকে ল্যাপটপের ভার্সন দেখেই আপডেট ফাইল গুলি নামিয়ে ছিলাম। কিন্তু আমার ল্যপ্টপে ওএস দেয়া ছিল উইন্ডোজ -৭ , আমি একেবারে লেটেস্ট উইন্ডোজ ৮ এর জন্য প্রযোজ্য ফাইল টি দিয়ে ধরা খাইছি সম্ভবত আমার ল্যাপটপের জন্য এটা প্রযোজ্য নয়। এখন কোথায় রিপেয়ার করা যায় বলতে পারেন?

    @দি ব্যাংকার: এমনতো হবার কথা না । উইন্ডোজ ৮ এর জন্য প্রযোজ্য আপডেট উইন্ডোজ ৭ এ দিলে সমস্যা হবার কথা না । এক্সপিতে সমস্যা করতে পারে কিন্তু ৭ এ তো সমস্যা হওয়ার কথা না । সম্ভবত আপনি কোথাও ভুল করে ফেলেছেন ।

    যাইহোক আপনি ভাল কোন সার্ভিস সেন্টার থেকে এইটা রিপেয়ার করে নিতে পারেন । ব্যক্তিগতভাবে আমার Ryan’s-এর সার্ভিস ভাল মনে হয় । আপনি যদি ঢাকার বাসিন্দা হন, তাহলে IDB তে Ryan’s এর সার্ভিস সেন্টারে ল্যাপটপ দেখাতে পারেন ।

Level 0

@ নিশাচর আত্মা :

ভাই আমিও ধরা খাইছি, আমার একটি নোটবুকে বায়োস আপডেট দেয়ার পরে কম্পিউটার আর বুট করতে পারেনা।
সেটা মেসেজ দেয় যে কোনো বুটিং ডিভাইস পাচ্ছেনা।

এর ফলে আমি নতুন করে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটাও আর সম্ভব হয়নি।
তারপরে দোকানে নিয়ে গেলে তারা অন্য একটি আ অজানা বায়োসের ড্রাইভার বা সফওয়্যার দিয়ে নতুন করে উইন্ডোজ সেটআপ করে দেয়। কিন্তু এর পরে কম্পিউটারে নানা ধরণের সমস্য হচ্ছে।

এখন আমার প্রশ্ন হলো, ভবিষ্যতে ব্যবহার করার জন্যা কম্পিউটারে থাকা বায়োস ড্রাইভারের ব্যাকআপ নেওয়ার কোনো কৌশল বা সফওয়্যার আছে কিনা?

যদি আমার কাছে ব্যাকআপ থাকতো তবে কি ভাবে এটার সমাধান করা যেতো?

বায়োস আপডেট করার পর যদি কম্পিউটার বুট হতে না পারে তখন এর সমাধান কি?

@রাশিকুল: Turn off LCD কি আগে কাজ করত ?

এইটা Try করে দেখুন তো কাজ হয় কিনা ।

http://sourceforge.net/projects/turnoffmonitor/