আপনার কম্পিউটারের ড্রাইভ পার্টিশনগুলো সম্পর্কে জানেন কি ?GPT আর MBR মধ্যে পার্থক্য সম্পর্কে জানেন?

আমাদের সবার এ ল্যাপটপ বা ডেস্কটপ আছে। এবং ল্যাপটপ বা ডেস্কটপে আছে স্টোরেজ ড্রাইভ। সেটা এস.এস.ডি হতে পারে আবের এইচ.ডি.ডি অ হতে পারে। আমরা অনেকেই সুবিধার জন্য এই স্টোরেজ ড্রাইভ কে বিভিন্ন অংশে ভাগ করে থাকি।এর ফলে ফাইল গুলো ম্যানেজ করা খুব সহজ হয়। এবং সহজে ফাইল খুজে পাওা জায়।আমারা অনেকেই হয়ত জানি কিভাবে এক্তি ড্রাইভ পার্টিশন কিভাবে করতে হয় জানি। আবের অনেকে জানি না।

ড্রাইভ পার্টিশন কি?

ড্রাইভ পার্টিশন হোল মুলত আপনার হার্ড ডিস্ক এর এমন একটি অংশ যেটি অন্য অংশ থেকে আলদা। এবং একটি হার্ড ড্রাইভ এ আপনি অনেকগুলো পার্টিশন করতে পারেন। আপনার কম্পিউটার এই পার্টিশনগুলোকে আলদা আলাদা হার্ড ড্রাইভ হিসেবে ডিটেক্ট করবে।যদিও আজকাল হার্ড ডিস্ক পার্টিশন এর দরকের নেই। তাও অনেকেই সুবিধার জন্য করে থাকেন।কেউ কেউ আবার সিঙ্গেল একটি ড্রাইভ এ সব ফাইল রাখেন। তবে জারা পুরানো অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাদের জন্য ড্রাইভ পার্টিশন করা দরকার।

GPT এবং MBR ড্রাইভ কি ?

GPT হলো GUID partition Table আর MBR হোল Master Boot Record .

MBR  ১৯৮৩ সালে আইবিএম পিসি প্রথম ব্যবহার করে। আর GPT হোল আধুনিক।এই দুইতিই পার্টিশন ডাটা সংরক্ষন এর জন্য ব্যবহার করা হয়। তবে আস্তে আস্তে MBR এর জায়গা আধুনিক GPT দখল করে নিচ্ছে। আবার যদি কোন কারনে পার্টিশন এর ডাটা নষ্ট হয়ে যায় তবে MBR তা সরাসুরি ঠিক করতে পারে না। কিন্তু GPT নিজে নিজে তা ঠিক করার চেষ্টা করে।

আর এইসব জিনিসগুলো কে নিয়ে আমি একটি ভিডিও বানিএছি।আপনারা চাইলে দেখতে পারেন।

ফেসবুকএ আমিঃ Ashraf Akon

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bro,amar desktop a windows crush howar por set up dite parci na cause set up er smoy harddisk format hossce na r lartition o delete hossce na.pendrive boot kore minitool partition wizard software ta diyeo dekci kaj hoy nai.akhon ami ki korte pari poramorso dile boroi upokrito hotam.
Thanks

    bro apni ekta kaj korte paren windows install dear somoy puro disk kete dite paren than install dite paren ..puro disk katar jonno windows jjokhon boot hobe install dear time e tokhon function + shift + f10 chaple ekta command promt open hobe than oikhane type korbe diskpart . thek diskpart chalu hobe than type korben select disk 0.. than type korbe clean.. taholei apnerp ur ohard disk delete hoye jabe ..than windows install dear time e notun partition kore install diben tachar ..apni power iso software install diye oita diye bootable usb banan..and easeus partition master software diyeo partition kore dekhte paren

thanks a lot…
i have tried all those by the help of Google but it not worked