কোন রকম সফটওয়্যার ছাড়াই আপনার কম্পিউটারকে করে নিন ফাস্ট

আপনি জানেন কি, আমাদের কম্পিউটার তার সকল কাজের হিসাব রাখে। যেমনটা ইন্টারনেট ব্রাউসার রাখে, হিস্টরি আকারে। আপনি আপনার ব্রাউসার জত ব্যবহার করবেন, হিস্ট্রি তত ভারি হবে। ঠিক ব্যাপারটা সেম। আপনি যত কম্পিউটার ব্যবহার করছেন, সব কিছুর তথ্য কম্পিউটার বানাচ্ছে এবং টা নিজের মেমরিতে ধরে রাখে। কিন্তু প্রব্লেম হচ্ছে, আপনি না চাইলেও মেমরির পাশাপাশি সে সব অনাকাঙ্ক্ষিত ফাইল গুলো রেমের যায়গা দখল করে, এবং দিন শেষে টা আপনার কম্পিউটারকেই স্লো করে দেয়।

তো কি করা উচিত। অনেকেই ভাবছে কম্পিউটার ফাস্ট করার জন্য সফটওয়্যার পাওয়া যায় বাজারে। টা ইউস করবো। আমরা ভুলটা করি মুলত এখানেই। কম্পিউটার ফাস্ট করার জন্য আমরা যে সব সফটওয়্যার ইউস করি, টা মুলত ওই সব অনাখাঙ্খিত কম্পিউটারের হিস্টোরি ফাইল ডিলিট করে দেয়। কিন্তু যে পরিমান ফাইল সে নিজে রিমুভ করে, তার থেকে বেশি পরিমান যায়গা রেমে নিজেই দখল করে বশে থাকে। তো ভালো হয় যদি কাজ টা নিজের হাতেই করা যায়। চলুন একটি ভিডিও দেখি এই সম্পর্কিত। আশা করি খারাপ লাগবে না।

Watch the video

কি? শুধু ভিডিও দেখেই এশে পড়লেন? সাবস্ক্রাইব করলেন না? প্লিজ করেন। আর পারলে ভিডিও টা ফেসবুকে শেয়ার দেন।

যদি ভিডিও এর কোন কিছু বুঝতে প্রব্লেম হয়, তাহলে টিউমেন্ট করবেন।  আশা করি নির্ধারিত সময়ের আগেই উত্তর পেয়ে যাবেন। আর পরবর্তী কন প্রব্লেমের সলিউসন নিয়ে ভিডিও করা যায় বলবেন।

Level 1

আমি অনেক অপেক্ষা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস