কম্পিউটার নেটওর্য়াকিং হাতেখড়ি :: HISTORY OF NETWORKING [পর্ব-০২]

সকলে আমার সালাম নিবেন।আশা করি আপনারা সকলে ভালো আছেন। COMPUTER NETWORKING এর উপর আমার প্রথম টিউন টি দেখতে চাইলে নীচে ক্লিক করুণ

আজ আমরা HISTORY OF NETWORKING সম্পর্কে জানার চেষ্টা করব।

  • আমরা জানি যে প্রথম দিকে COMPUTER NETWORKING ছিল মেইন ফ্রেম ভিত্তিক।১৯৫৮ সালে প্রথমে NETWORK আবিষ্কার হয়েছে যা SAGE নামে পরিচিত।এটি প্রথমে আমেরিকা ও কানাডা তে ব্যাবহার করা হয়েছিল।অর্থাৎ SEMI ATUMATED GOUND ENVERMENT যা ব্যাবহার করা হয়েছিল আমেরিকা ও কানাডার সরকারী COMPUTER গুলো কে যুক্ত করার জন্য।
  • তারপর ১৯৬০ সাল এ সালে IBM COMPUTER এর জন্য CTSS আবিষ্কার করা হয়। CTSS আবিষ্কার এর ফলে একাধিক ব্যাবহারকারী একাধিক কাজ একসাথে সম্পন্ন করতে পারে।ব্যাবহারকারী রা যেনও ডায়াল কোর এর সাথে যুক্ত হতে পারে।এ জন্য এতে ডায়াল আপ মোডেম যুক্ত করা হয়।
  • এরপর আসে ১৯৬৪ সাল বাণিজ্যিক ভিত্তিতে প্রথম DAIL-UP-SERVICE ব্যাবহার করা হয়।এটি ব্যাবহার করা হয় আমেরিকান AIRLICENSE এ।১৯৬০-১৯৭০ সাল পর্যন্ত NETWORK মেইন ফ্রেম ভিত্তিক ছিল।
  • তারপর আসে ETHERNET.রবার্ট মেটাকাব প্রথম ETHERNET এর দিকে দৃষ্টি আকর্ষণ করলেন।তারপর গড়ে ঊঠে পরীক্ষামূলক ETHERNET NETWORK।১৯৬০ সালেই আমেরিকার প্রতিরক্ষা বিভাগ ARPANET নামে একটি প্রকল্প হাতে নেয়।
  • ARPANET দ্বারা JODDO ক্ষেত্রে এক সামরিক গাঁটি থেকে অন্য সামরিক গাঁটি তে যোগাযোগ ঠিক রাখা। ARPANET হচ্ছে ADVANCED RESEARCH PROJECT AGENCY NETWORK যা আমেরিকার সামরিক ক্ষেত্রে ব্যাবহার করা হত।
  • এরপর আসে ১৯৭১ সাল ARPANET বাড়ানো দেওয়া হয়।এটির প্রধান ব্যাবহার ছিল E-MAIL আদান প্রধান করা।১৯৮০ সালের দিকে ARPANET বাড়তে থাকে।
  • এরপর আসে ১৯৮৯ সাল ARPANET দুটি ভাগে বিভক্ত হয়।

যেমনঃ

  • 1.INTERNAT
  • 2.DARPANET

INTERNAT হল যেটি দ্বারা আমরা সবচেয়ে বেশী যোগাযোগ করে থাকি......।FACEBOOK,TECHTUNES এর মত জনপ্রিয় সাইট গুলো আমরা যার মাধ্যমে ব্যাবহার করে থাকি সে INTERNAT কিন্তু আবিষ্কার হয়েছিল ১৯৮৯ সালে। DARPARNET আমেরিকান আর্মি দের জন্য দেয়া হয়।

আগামী পর্বে আমরা LAN MAN WAN সম্পর্কে জানবো।

আমি আমার সাধ্যমত গুছিয়ে লেখার চেষ্টা করেছি।কতটুক করতে পারেছি জানি না।আপনাদের যদি ভাল লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট দিবেন।কারন একজন টিউনার টিউন করে কিছু জানাতে বা শিখাতে প্রয়োজনে কিছু কমেন্ট পেতে।

সমাপ্ত..............

যে কোন ভুল হলে ক্ষমা করবেন আর তা দয়া করে ধরিয়ে দিবেন.........................

Level 0

আমি তারেক মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবাই আমার সালাম নিবেন।আমি টেক টিউনস থেকে কিছু জানতে চাই।যা জানি তা সকলকে জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই শিখার জন্য ধ্যনবাদ

আপণাকেও পড়ার জন্য ধন্যবাদ……………………

Level 0

আমি আপনার দুইটা টিউনই পরেছি।
খুবই ভালো হয়েছে।
ব্যাক্তিগত ভাবে ধন্যবাদ।
http://www.dbhmusic.blogspot.com

পরের টিউন এর অপেহ্মায় রইলাম………।

    ধন্যবাদ…।। কালকে চেষ্টা করব পরের টিউন টি করার জন্য………………

Level 0

bro i am having some probs in laning 7………i can lan two pc but i can't transfer file directly…….i have to transfer throuh public folder…….plz help me……

    অপেক্ষা করুন আমি টিউন গুলো ধারাবাহিক ভাবে আমি প্রকাশ করতে চাইতেছি।তাহলে নতুন দের অনেক সুবিধা হবে।আপনাকে ধন্যবাদ…।

ধন্যবাদ ভাই, ভালো হচ্ছে।
আর INTERNAT না হয়ে INTERNET হবে।

ধন্যবাদ ভাই, ভালো হচ্ছে।
আর INTERNAT না হয়ে INTERNET হবে।

ভাল হচ্ছে।তবে টিউন সাজানোতে একটু অসামঞ্জস্য মনে হচ্ছে।আমার পরামর্শ হল,আগে হাতে কোন জায়গায় লিখে খসড়া করে তারপর এখানে লিখলে টিউন ভালোভাবে সাজাতে পারবেন।হুড়োহুড়ি করে প্রকাশের চেয়ে কিছু সময় নিয়ে একটু বড় করে চেইন টিউন লেখার চেষ্টা করলে তা অনেক সমাদৃত হবে।আরেকটি ব্যাপার এত বেশী ইংরেজী শব্দ ব্যবহার না করে বাংলা ব্যবহার করুন।যেহেতু,বাংলা টেকনোলোজী ব্লগ তাই বাংলা লেখাটাই সবচেয়ে বেশী গ্রহনযোগ্য।

INTERNAT হল যেটি দ্বারা আমরা সবচেয়ে বেশী যোগাযোগ করে থাকি……।FACEBOOK,TECHTUNES এর মত জনপ্রিয় সাইট গুলো আমরা যার মাধ্যমে ব্যাবহার করে থাকি সে INTERNAT কিন্তু আবিষ্কার হয়েছিল ১৯৮৯ সালে।DARPARNET আমেরিকান আর্মি দের জন্য দেয়া হয়।

যেমন,উপরের বাক্যটি এভাবে না লিখে এভাবে লিখলে ভাল হয়—

ইন্টারনেট (INTERNET) হল যেটি দ্বারা আমরা সবচেয়ে বেশী যোগাযোগ করে থাকি……।ফেসবুক,টেকটিউনস এর মত জনপ্রিয় সাইট গুলো আমরা যার মাধ্যমে ব্যাবহার করে থাকি সে ইন্টারনেট কিন্তু আবিষ্কার হয়েছিল ১৯৮৯ সালে।ডার্পারনেট (DARPARNET) আমেরিকান আর্মি দের জন্য দেয়া হয়।

মানে ইংরেজী একবার ব্যবহার করলে সেটি পুনরায় একই ক্ষেত্রে ব্যবহার না করে একবার ব্যবহার করাই ভাল।

    আপনাকে অনেক ধন্যবাদ।আমি আপনার দেখানোর পথে টিউন করার সর্বাত্মক চেষ্টা করব।

ধন্যবাদ।

ভাই সুন্দর হচ্ছে চালিয়া যান……………………।

পরের পর্বের অপেক্ষায় আছি।

    খুব তারাতারি পরের পর্ব টিউন করার চেষ্টা করব…ধন্যবাদ

আমি গুতিয়ে/হাতরিয়ে কিছুটা নেটওর্য়াকিং শিখেছি। লোকাল নেটওর্য়াকিং-এর উপর বিস্তারিত জানালে খুবই উপকৃত হব।

আপনাকে ধন্যবাদ…।।টিউন টি পড়ার জন্য…।।