আমার ড্রাফটে থাকা দুইটি টিউন ৪ মাস আগে পাবলিশ হয়ে গেছে টিউনগুলো ফাকা টিউন এগুলো ডিলিট করতে চাচ্ছি কিন্তু কিভাবে ডিলিট করবো?

টিউন প্রকাশ টিউন ম্যানেজ টেকটিউনস কন্টেন্ট

আমার ড্রাফটে থাকা দুইটি টিউন ৪ মাস আগে পাবলিশ হয়ে গেছে কিভাবে তা জানিনা। আমি এবার অনার্স এডমিশন দিয়েছি। তাই এতদিন টেকটিউনসে আসতে পারিনি। গতকাল এসে দেখলাম, আমার টিউন মোট ৫ টি দেখাচ্ছে। ২ টি ড্রাফটে থাকা ফাকা টিউনও কিভাবে যেনো পাবলিশ হয়ে গেছে। লিংক: https://www.techtunes.io/other/tune-id/587093 এবং https://www.techtunes.io/open-source/tune-id/586984। এই টিউন ২টা ডিলিট করতে চাই। কিন্তু অপশন পাচ্ছিনা। এই দুইটি ফাকা টিউনের জন্য আমার ট্রাসটেড ব্যাজ পেতে সমস্যা হবে কোনো? অভিজ্ঞদের মতামত আশা করছি। সেই সাথে টেকটিউনস কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


দেখা
665
উত্তর
2
5 বছর 5 মাস আগে

নিরাপত্তা ও Abuse রক্ষা করতে টেকটিউনসে টিউন প্রকাশের ৭ দিন পর টিউন আর সম্পদনা করা যায় না। তবে ৭ দিনের মধ্যে আপনি আপনার টিউন যত খুশি তত সম্পাদনা করতে পারবেন।

তবে আপনি Techtunes VIP একাউন্টের মাধ্যমে আপনার টিউন সম্পাদনা করতে পারবেন। আপনি টেকটিউনস এডভার্টাইজমেন্ট এর মাধ্যমে Techtunes VIP একাউন্ট নিতে পারবেন। টেকটিউনস এডভার্টাইজমেন্ট এ যোগাযোগ করুন https://buy.techtunes.io/

ধন্যবাদ।

আপনার Blank টিউন গুলো মুছে ফেলা হয়েছে।

টেকটিউনসে অরিজিনাল ও ইউনিক টিউন করে আপনি টেকটিউনস থেকে ‘ট্রাসটেড টিউনার’ ব্যাজ পেতে পারেন। আপনি মৌলিক, অরিজিনাল ও ইউনিক টিউন ১০ টি প্রকাশ করে টেকটিউনস থেকে ‘ট্রাসটেড টিউজার ব্যাজ’ অর্জন করতে পারবেন।

ট্রাসটেড টিউনার হতে ও ট্রাসটেড টিউনারশীপ বজায় রাখতে আপনার পরবর্তি টিউন গুলো নিচের বৈশিষ্ঠ্য সম্পন্ন হতে হবে:

  1. প্রথমত আপনার টিউন হতে হবে অরিজিনাল কন্টেন্ট। কোন ধরনের কন্টেন্টকে টিউনস এ অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করা হয় তা জানুন টেকটিউনস গাইড লাইন থেকে।
  2. আপনার টিউন হতে হবে সম্পূর্ণ কপিপেস্ট কন্টেন্ট মুক্ত অরিজিনাল কন্টেন্ট । টিউনে একটি বাক্য ও কপিপেস্ট হওয়া যাবে না। কপিপেস্ট কন্টেন্ট ও প্লেজারিজম (Plagiarism) ডিটেক্ট এর জন্য টেকটিউনস, এন্টি কপিপেস্ট ও এন্টি প্লেজারিজম (Plagiarism) টুল ব্যবহার করে যার মাধ্যমে কপিপেস্ট ও প্লেজারিজম (Plagiarism) কন্টেন্ট সিস্টেম থেকে সংয়ক্রিয় ভাবে Detect হয়। আপনার যে কোন একটি Single টিউনে একটি বাক্যও কপিপেস্ট হলে টেকটিউনসের কপিপেস্ট ও প্লেজারিজম (Plagiarism) Detection Mechanism তা ডিটেক্ট করবে এবং আপনি আপনার ট্রাসটেড টিউনার ব্যাজ হারাবেন।
  3. আপনার টিউনের গড় শব্দ সংখ্যা হতে হবে ৩০০। আপনার টিউনের গড় শব্দ ৮০০ হলে আপনি স্প্যাশাল ব্যাজ পাবেন।
  4. টিউনের বিন্দু মাত্র অংশ গুগল ট্রান্সলেশন বা মেশিন ট্রান্সলেশন ব্যবহার করে বাংলা যোগ করা যাবে না। টিউনের ভাষায় কোন রকম আক্ষরিক অনুবাদের ভাষা ও অনুবাদের ফলে ভাষার অসামঞ্জস্যতা, এক বাক্যের সাথে অন্যবাক্যের মিল না থাকা এরকম একটি বাক্যও থাকা যাবে না।
  5. আপনার প্রকাশিত সকল টিউন হতে হবে টেকটিউনস টিউন গাইডলাইন মোতাবেক

আপনার কোন একটি Single টিউন টেকটিউনস টিউন গাইডলাইন ভঙ্গ করে নেগেটিভ র‌্যাংক পেলে আপনার ট্রাসটেড টিউনারশীপ সাথে সাথে বাতিল হয়ে যাবে।

টেকটিউনসের ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনি টেকটিউনস থেকে যে সুবিধা গুলো পাবেন:

  1. ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনি ‘টেকটিউনসের মনিটাইজেশন’ প্রোগোামের মাধ্যমে টিউন, ভিডিও টিউন, অডিও টিউন, ফটো টিউন তৈরি করে, নিয়মিত কন্টেন্ট তৈরি করে Earn বা আয় করতে পারবেন।
  2. আপনি আপনরা টিউনার প্রোফাইল থেকে আপনার Earning History দেখতে পারবেন।
  3. আপনার একাউন্ট প্রোফাইল থেকে প্রতি মাসের শেষ শনিবার টাকা Withdraw করতে পারবেন।
  4. ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনসে প্রকাশের সাথে সাথে টেকটিউনসের সকল সৌশল চ্যানেল গুলোতে সাথে সাথে স্বয়ক্রিয় ভাবে প্রকাশিত হবে।
  5. আপনার টিউনের টিউন র‌্যাংক স্বয়ংক্রিয় ভাবে বৃদ্ধি পাবে।
  6. টেকটিউনস মনিটাইজেশন টিম এর প্রতি শনিবার আয়োজিত নিয়মিত মিটিং এ অংশ গ্রহণ করতে পারবেন। ডিজিটাল কন্টেন্ট তৈরির নিত্যনতুন বিষয় নিয়ে  ওয়ার্কশপ, আড্ডা, আলোচনা, বেইন স্ট্রমিং করতে পারবেন।

টেকটিউনস ‘ট্রাসটেড টিউনার’ দের টিউন ফলো করে টিউন করুন:

টেকটিউনস থেকে আর্ন করতে হলে আপনাকে ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত, ইউনিক টিউন করতে হবে। টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন ও আর্ন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।

  1. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১
  2. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২
  3. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩

আপনি ট্রাসটেড টিউনারদের মত

  1. মৌলিক, অরিজিনাল
  2. কপিপেস্টমুক্ত
  3. দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ
  4. ভিজিটর এনগেজিং কন্টেন্ট ও শিরোনাম যুক্ত
  5. টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে
  6. যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত

ইউনিক ১০ টি টিউন প্রকাশ করলে টেকটিউনস থেকে আপনাকে ‘ট্রাসটেড টিউনার ব্যাজ’ দেওয়া হবে এবং আপনার একাউন্টে টেকটিউনস মনিটাইজেশন চালু করে দেওয়া হবে। টেকটিউনস মনিটাইজেশন চালু হলে আপনি স্ট্যান্ডার্ড টিউন (টিউন), ভিডিও টিউন (ভিউন), অডিও টিউন (ওউন), ফটো টিউন (ফিউন) তৈরি করে টেকটিউনস থেকে আর্ন করতে পারবেন এবং আপনার একাউন্ট প্রোফাইল থেকে প্রতি মাসের শেষ শনিবার টাকা উত্তলোন করতে পারবেন মিনিমাম ২০০০ টাকা হলে।

ট্রাসটেড টিউনার ব্যাজ’ এর জন্য টেকটিউনস ডেস্কে আবেদন করুন

আপনি পরবর্তী ১০ টি টিউন ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার’ এর মত করে টিউন প্রকাশ করে ‘ট্রাসটেড টিউনার ব্যাজ’ এর জন্য টেকটিউনস ডেস্কে আবেদন করুন। টেকটিউনস SiteOps Team আপনার টিউনগুলো রিভিউ করে আপনাকে ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করবে।

  • মনে রাখবেন পরবর্তী ১০ টি টিউন ট্রাসটেড টিউনার এর মত টেকটিউনসের সকল গাইড লাইন মেনে প্রকাশ করে টেকটিউনস ডেস্কে আবেদন করতে হবে।
  • আবেদনের পূর্বে আপনার টিউনার একাউন্টের প্রতিটি টিউন ভালো করে রিভিউ করে নিন যে টেকটিউনস গাইডলাইন ভঙ্গ করে এমন কোন টিউন আপনার টিউনার একাউন্টে আছে কিনা। আপনার টিউনার একাউন্টে যদি পূর্বের এমন কোন টিউন থাকে যা টেকটিউনস গাইডলাইনকে ভঙ্গ করে তবে সে টিউন গুলো অবশ্যই Private করে দিন। টেকটিউনস SiteOps Team টিউন রিভিউ করার সময় এমন একটি টিউন আপনার টিউনার একাউন্টে থাকে যা টেকটিউনস গাইডলাইনকে ভঙ্গ করে তবে টেকটিউনস ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করা সম্ভব হবে না।
  • আপনার টিউনার একাউন্টের কোন একটি Single টিউন টেকটিউনসের গাইডলাইন মোতাবেক না করে গাইডলাইন ভঙ্গ করে টিউন থাকা অবস্থায় ট্রাসটেড টিউনার এর জন্য আবেদন করলে। আপনার টিউনার একাউন্ট বাতিল হবে।
  • ট্রাসটেড টিউনার ব্যাজ পাবার পর কোন একটি Single টিউন টেকটিউনস গাইডলাইন মোতাবেক না করে টেকটিউনস গাইডলাইন ভঙ্গ করে টিউন করলে সাথে সাথে আপনার ‘ট্রাসটেড টিউনার ব্যাজ’ রিমুভ করা হবে।

টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র‌্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।

ধন্যবাদ।