ট্রাস্টেড টিউনার ব্যাজ এর জন্য আবেদন

ট্রাস্টেড টিউনার

আসসালামু আলাইকুম।
স্যার, আমি টেকটিউনসের সমস্ত নিয়ম মেনে টিউন করেছি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ।
আমার সকল টিউনের কোনটাই স্পাম/ স্ক্যাম নয় [দয়া করে রিভিউ করবেন] ইতিমধ্যে ৩০ টি টিউন করেছি। আমার কোন টিউন'ই কপি নয় এবং ইউনিক আইডিয়ার।
এমতাবস্থায় আমি টেকটিউনস হতে টিউনার ব্যাজ আবেদন করছি যেন আরও বেশী অনুপ্রাণিত হতে পারি এবং আরও মানসম্মত টিউন করতে মোটিভেট হই।

উল্লেখ্য আমার টিউন'গুলা একাধারে আমি ট্রিকবিডিতেও টিউন করি তাই আশা করি কপি রাইটের বিষয়টা বুঝবেন, প্রয়োজনে আমি ট্রিকবিডির ট্রেইনার আইডির পাসওয়ার্ড দিতে পারি যেন বিষয়টি স্বচ্ছ হয় [আমার জিমেইল আইডি [email protected] ; টেকটিউনস হতে পাসওয়ার্ড চাইলে আমি ইমেইলে জানিয়ে দিবো]।

সবিশেষ টেকটিউনসের নিকট সবিনয় নিবেদন রইলো যেন আমাকে টিউনার ব্যাজ প্রদানে বাধিত করেন ; প্রয়োজনে তাতে যদি টেকটিউনস কোন শর্তারোপ করে তবে সেটি আমি মান্য করবো।
আসসালামু আলাইকুম
আল্লাহ হাফেজ


দেখা
731
উত্তর
2
5 বছর 5 মাস আগে

প্রিয় টিউনার,

আপনার আবেদনের জন্য ধন্যবাদ। আপনার আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। তবে কুইক আপডেট হিসেবে বলা যায়, আপনি ইউনিক ও কপিপেস্ট মুক্ত টিউন করছেন এর জন্য আপনাকে অভিনন্দন। তবে আপনি একই টিউন টেকটিউনস ছাড়া অন্য জায়গায় প্রকাশ করলে তা আর টেকটিউনস অরিজিনাল টিউন হিসেবে গণ্য হবে না এবং ট্রাসটেড টিউনার ও টিউন হিসেবে বিবেচিত হবে না এবং আপনার টিউনের ইমেইজ টেকটিউনসে হোস্ট না থাকলেও তা ট্রাস্টেড টিউন হিসেবে বিবেচিত হবে না। ট্রাসটেড টিউন হবার জন্য টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন রয়েছে। টেকটিউনস SiteOps টিম আপনার আবেদন রিভিউ করে আপনাকে বিস্তারিত আপডেট দিবেন।

    টেকটিউনস কর্তৃপক্ষ’কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি; দুইটি বিষয়ে টেকটিউনসের দৃষ্টি আকর্ষন করছি:
    (১) আমি যদি টিটিসি ব্যাতীত অন্য কোথাও লেখা প্রকাশ না করি তবে অন্য কেউ তো লেখনী কপি করে প্রকাশ করতেও পারে, সেক্ষেত্রেও কি আমাকে দায় বহন করতে হবে?!
    (২) অনেক সময় পোস্ট রিলেটেড অনেক ইমেইজের রেজুলেশন কম হওয়ায় সেটা wp content হিসেবে টিটিসিতে আপলোড হয়না। দেখা যায় ফুল লোড হওয়ার পরও তা submit হয়না ; তাই ভিন্নভাবে img হিসেবে নন এডভারটাইজ পাবলিক হোস্টে আপলোড করে পোস্টের সাথে যুক্ত করা।

    [ টিটিসিকে পুনরায় ধন্যবাদ পূর্বক আবেদনটি বিবেচনার অনুরোধ রইলো।একইসাথে প্রয়োজনে টিটিসি কর্তৃক যেকোনো শর্ত কিংবা ফাইনানসিয়াল কন্ট্রিবিউশনে আগ্রহী যাতে টিটিসি আরো উন্নত হয়; ধন্যবাদ]