টেকটিউনস এর এত সমস্যা সমাধান হবে কবে?

টেকটিউনস সাইট

গত ৩ বছর ধরে আছি আমি এই সাইট এ। নিয়মিত ভালো মানের কন্টেন্ট আপলোড করি। গত কয়েক মাস এর থেকে বর্তমানে টেকটিউনস এর অনেক ভিজিটর কমে গেছে। ভিজিটর কমে যাওয়ায় এখন আর টিউন করতে মন চাই না। সুতরাং এই সমস্যা গুলোর সমাধান করা উচিৎ?

  • ১। সব ব্রাউজার দিয়ে সাইট এ ঢোকা যায় না
  • ২। পিসি থেকে ভিপিএন ছাড়া ঢোকা যায় না
  • ৩। টিউন করলে টিউন এ ভিউ হয় না
  • ৪। টিউন ভিউ হয় বেশি মানে একজন একবার ভিউ করলে ১০ বার কাউন্ট হয়।
  • ৫। টিউন করলে অনেক সময় ভিউ কাউন্ট হয় না।

গত কয়েকদিন দেখছি টেকটিউনস নিজের স্বার্থে কাজ করছে। আমরা যারা টিউন করি তাদের যদি কোন সহয়তা না হয় তাহলে আমরা টিউন করে কি লাভ? নিজদের কথা না ভেবে যারা টিউন করে তাদের কথাও একটু ভাবা উচিৎ।


দেখা
807
উত্তর
1
5 বছর 4 মাস আগে

নিজে আ্যাফিলিয়েট লিংক দিয়ে টিউন করেন আর বলেন ভিজিটর কমে গেছে টিউন ভিউ হয় না। কোয়ালিটি টিউন কাকে বলে জানেন আপনি? আপনার টিউন এর টাইটেল পড়ে যে কেউ ক্লিক করে এই তো বেশি।

টেকটিউনস ঠিকই আছে আগে কোয়ালিটি টিউন করুন তারপর ভিউ এর আশা কইরেন।