টেকটিউনস টিউন পেমেন্ট

টেকটিউনস মনিটাইজেশন

টেকটিউনস কর্তৃপক্ষ কে স্বাগতম আমাকে বলবেন যে এ টেকটিউনসের এডমিন কে আর হ্যাঁ কত জেমস পেলে কত পেমেন্ট পাব সেটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি কারণ আমি নতুন টিউনার তাই খুবই তাড়াতাড়ি জানালে ভালো হতো এছাড়া আমি 10 টি টিউন করে ফেলেছি অলরেডি এবং আর্নিং সম্পর্কে বিস্তারিত জানাবেন ধন্যবাদ টেকটিউনস কর্তৃপক্ষ


দেখা
1,897
উত্তর
9
5 বছর 1 মাস আগে

আপনার সব প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবো না।
কিন্তু কতগুলি জরুরি তথ্য আপনাকে জানাতে চাই।
আর পেমেন্ট পেতে গেলে আপনাকে প্রথমে ট্রাস্টেড টিউনার হতে হবে। তারজন্য ১০ টি মৌলিক ,অরিজিনাল এবং ইউনিক টিউন লিখতে হবে। প্রতি টিউনের গড় শব্দ সংখ্যা হতে হবে ৪০০.
এবং সকল টিউন প্রকাশিত হতে হবে “টেকটিউনস গাইড লাইন” মোতাবেক। আর ফরমেটিং করবেন “স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং” গাইডলাইন মোতাবেক।
ধন্যবাদ।

ট্রাস্টেড টিউনার হবো কি ভাবে

ট্রাসটেড টিউনার হতে ও ট্রাসটেড টিউনারশীপ বজায় রাখতে আপনার পরবর্তি টিউন গুলো নিচের বৈশিষ্ঠ্য সম্পন্ন হতে হবে:

১.। প্রথমত আপনার টিউন হতে হবে অরিজিনাল কন্টেন্ট। কোন ধরনের কন্টেন্টকে টিউনস এ অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করা হয় তা জানুন টেকটিউনস গাইড লাইন থেকে।
২.। আপনার টিউন হতে হবে সম্পূর্ণ কপিপেস্ট কন্টেন্ট মুক্ত অরিজিনাল কন্টেন্ট । টিউনে একটি বাক্য ও কপিপেস্ট হওয়া যাবে না। কপিপেস্ট কন্টেন্ট ও প্লেজারিজম (Plagiarism) ডিটেক্ট এর জন্য টেকটিউনস, এন্টি কপিপেস্ট ও এন্টি প্লেজারিজম (Plagiarism) টুল ব্যবহার করে যার মাধ্যমে কপিপেস্ট ও প্লেজারিজম (Plagiarism) কন্টেন্ট সিস্টেম থেকে সংয়ক্রিয় ভাবে Detect হয়। আপনার যে কোন একটি Single টিউনে একটি বাক্যও কপিপেস্ট হলে টেকটিউনসের কপিপেস্ট ও প্লেজারিজম (Plagiarism) Detection Mechanism তা ডিটেক্ট করবে এবং আপনি আপনার ট্রাসটেড টিউনার ব্যাজ হারাবেন।
৩.। টিউনে ব্যবহার করা সকল ছবি ও ভিডিও অবশ্যই টেকটিউনসে আপলোড করে টিউনে সংযোজন থাকতে হবে। থার্টপার্টি কোন ইমেইজ ও ভিডিও সার্ভিস ব্যবহার করে টিউনে যোগ করলে তা ট্রাসটেড টিউনারের টিউন হিসেবে বিবেচিত হবে না।
৪.। যে টিউন আপনি টেকটিউনসে প্রকাশ করবেন সে একই টিউন অন্য জায়গায় এমনকি নিজেস্ব ব্লগে প্রকাশ করলেও সার্চ ইঞ্জিন তা ডুপলিকেট কন্টেন্ট হিসেবে ডিডেক্ট করবে এবং তা টেকটিউনস এর এর অরিজিনালিটি হারাবে এবং তা ট্রাস্টেড টিউনার এর টিউন হিসেবে বিবেচিত হবে না। আপনার টিউন টেকটিউনস থেকে কপি করে অন্য কেউ অন্য সাইটে প্রকাশ করলে তা টেকটিউনস এর প্লেইজারিজম টুল ডিটেক্ট করতে পারবে এবং তাতে সমস্যা হবে না। কিন্তু টেকটিউনসে প্রকাশ করা টিউন হুবহু বা আংশিক বা কিছু পরিবর্তন করে অন্য কোন মাধ্যমে প্রকাশ করলে টিউনার ট্রাসটেড হিসেবে বিবেচিত হবে না এবং ট্রাসটেড টিউনার ব্যাজ পাওয়ার পর এমন করলে ট্রাসটেড টিউনার ব্যাজ হারাবেন।
৫.। আপনার প্রতি টিউনের গড় শব্দ সংখ্যা হতে হবে ৪০০। আপনার প্রতি টিউনের গড় শব্দ ১০০০ হলে আপনি স্প্যাশাল ব্যাজ পাবেন।
৬.। টিউনের বিন্দু মাত্র অংশ গুগল ট্রান্সলেশন বা মেশিন ট্রান্সলেশন ব্যবহার করে বাংলা যোগ করা যাবে না। টিউনের ভাষায় কোন রকম আক্ষরিক অনুবাদের ভাষা ও অনুবাদের ফলে ভাষার অসামঞ্জস্যতা, এক বাক্যের সাথে অন্যবাক্যের মিল না থাকা এরকম একটি বাক্যও থাকা যাবে না।
৭.। আপনার প্রকাশিত সকল টিউন হতে হবে টেকটিউনস টিউন গাইডলাইন মোতাবেক।

কত টাকা পর্যন্ত পাওয়া যায় টেকটিউন্স থেকে এবং টাকা তুলে কিভাবে। আমার টিউনটি স্ট্যান্ডার্ড হয়েছে কিনা কিভাবে বুঝব? আমিও নতুন টেকটিউন্সে। তাই জানতে চাইছি। ধন্যবাদ

দেখুন কত টাকা পাওয়া যায় সেটা টেকটিউন্স উল্লেখ করেনি।
আপনি টেকটিউনসে যোগাযোগ করলে জানতে পারবেন।
ছয় মাস আগে একটা রিমোট কন্টেন্ট রাইটার এর চাকরি বেরিয়েছিল।লিংকটি দেওয়া হয়েছে। সেখানে কোনো টাকার কথা উল্লেখ করেনি।
আর টাকা তুলবেন visa কার্ডে।

এবং আপনি যদি স্ট্যান্ডার্ড টিউন লিখতে চান তাহলে টিউন গাইডলাইনএবংস্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী লিখতে হবে।
ধন্যবাদ।

দেখুন কত টাকা পাওয়া যায় সেটা টেকটিউন্স উল্লেখ করেনি।
আপনি টেকটিউনসে যোগাযোগ করলে জানতে পারবেন।
ছয় মাস আগে একটা রিমোট কন্টেন্ট রাইটার এর চাকরি বেরিয়েছিল।লিংকটি দেওয়া হয়েছে। সেখানে কোনো টাকার কথা উল্লেখ করেনি।
আর টাকা তুলবেন visa কার্ডে।

এবং আপনি যদি স্ট্যান্ডার্ড টিউন লিখতে চান তাহলে টিউন গাইডলাইনএবংস্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী লিখতে হবে।
ধন্যবাদ।

উপরে টেকটিউনস গাইডলাইন এবং স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইনের লিংক দিয়েছি দেখে নিতে পারেন।

টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন https://www.techtunes.io/techtunes-trusted-tuner