আর্টিকেলে html কোড লেখা যাবে কিনা?

টেকটিউনস কন্টেন্ট

আমি আর্টিকেল লেখার সময় html এর কোড গুলো লিখতে পারব কি না। বলতে চাচ্ছি  আর্টিকেল এর ভিতর লিখতে পারবো কিনা। যেমনঃ হাইপারলিংক বসানোর কোড টি আমি আর্টিকেল এর ভিতর লিখে দিতে পারব কিনা। আর একই ইমেজ অনেক আর্টিকেল এ ব্যবহার করতে পারবো কিনা? দয়া করে জানাবেন। ধন্যবাদ।


দেখা
667
উত্তর
1
4 বছর 9 মাস আগে

টেকটিউনসে আপনি যদি প্রোগ্রামিং সংক্রান্ত টিউন লিখতে চান এবং প্রোগ্রামিং সংক্রান্ত কোড টিউনে অন্তর্ভুক্ত করতে চান তবে টেকটিউনসের রয়েছে নিজেস্ব কোড হাইলাইটার। টেকটিউনস টিউনে কোড হাইলাইটার কিভাবে ব্যবহার করবেন তা জানুন এখান থেকে https://techtun.es/2P3yFc

এছাড়া আপনি টেকটিউনসে ‘টিউন এডিটরে’ দুই মোড পাবেন একটি ‘ভিজুয়াল মুড’ ও আরেকটি ‘টেক্সট মোড’ https://techtun.es/5JLq5B

টেক্সট মোডে আপনি বেসিক HTML ব্যবহার করতে পারবেন। যেমন: a, p, img, br, hr, h3, h4 ইত্যাদি। তবে নিরাপত্তার জন্য ও টেকটিউনসের স্ট্যান্ডার্ড ফরমেটিং বজায় রাখতে টেকটিউিনসে সব ধরনের HTML ট্যাগ ব্যবহার করা যায় না।

এছাড়া আপনি টিউনার লেভেল যত বেশি হবে আপনি ‘টিউন এডিটরে’ তত বেশি বাটন, অপশন, HTML ট্যাগ এর একসেস পাবেন।

টেকটিউনসের রয়েছে ‘স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন’ টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন সম্বন্ধে জানুন এখান থেকে https://techtun.es/ibHhuv

আপনি টেকটিউনসে একই ইমেইজ বিভিন্ন টিউনে ব্যবহার করতে পারবেন।

আপনি যদি টেকটিউনসে টিউন করা শিখতে চান তবে “টিউন করা শিখে নিন” https://techtun.es/7VqP4K থেকে টেকটিউনসে টিউন করার বেসিক ও এডভান্স বিষয় গুলো শিখে নিন।

অনেক ধন্যবাদ আপনাকে।