টেকটিউনস একাউন্ট ভেরিফাই করার জন্য ভেরিফাই অপশন খুজতাছি বাট পাচ্ছি না

ট্রাস্টেড টিউনার

আমি আমার জন্ম নিবন্ধন কাড দিয়ে টেকটিউনস একাউন্ট ভেরিভাই করবো। টিউনার ব্যাচ এর জন্য একাউন্ট টা সাজাবো। বাট ভেরিফাই অপশন টাই পাচ্ছি না। কোথায় পাবো প্লিজ কেউ একটু হেল্প করেন


দেখা
1,171
উত্তর
3
4 বছর 2 মাস আগে

আপনি কি টেকটিউনস গাইডলাইন https://www.techtunes.io/techtunes-tune-guideline মেনে আপনার টেকটিউনস একাউন্টে সঠিক ভাবে কমপক্ষে ১০ টি টিউন করেছেন? এবং এই ১০ টি টিউন কি পুনরায় রিভাইজ দিয়েছেন যে তা পুরোপুরি টেকটিউনস গাইডলাইন মোতাবেক আছে?

    স্যার আমি মোট ১৫ টি পোস্ট করছি। সেগুলো অনেক ভালো আর সুন্দর পোস্ট করছি। সবটাই টেকটিউনস এর সকল নিয়মকানুন মেনেই করছি। কিন্তু আমি একটা নিয়ম অমান্য করছি। তার জন্য আমি সত্যি অনেক লজ্জিত আর দুঃখিত। আমি যে নিয়মি টি অমান্য করছি সেটা হলো পোস্ট এর নিচে আমার ওয়েবসাইট লিংক ব্যাকলিংক হিসাবে দিয়ে দিছি। যেটা আমার মোটেও উচিত হয় নি। আগের পোস্ট গুলো আর ইডিট ও করা যাচ্ছে না। তাই সেগুলো আর পুনরায়ঠিক করতে পারছি না। তবে সব পোস্ট আমি টেকটিউনস এ সম্পুন এবং নিজের ইউনিক টিউন কতেছি।
    তবে স্যার এমতাবস্থায় যদি আমাকে টিঊনার ব্যাজ প্রদান করা যায় তো দয়াকরে আমার বিষয়টি বিবেচনা করে দেখবেন। আমি টিউনার ব্যাজ পেলে আমি পরবর্তী কোন নিয়ম আর অমান্য করবো না। আপনাকে কথা দিলাম। আমাকে টিউনার ব্যাজ প্রদান করা যায় কি না। বিষয় টি বিবেচনা করবেন।

    ধন্যবাদ স্যার

আপনি নিজ থেকে ইউনিক টিউন করছেন এটি খুবই ভালো বিষয়। কিন্তু আপনার টিউনের যদি নিজের সাইটে ভিজিটর এর উদ্দেশ্য থাকে অথবা টেকটিউনস টিউন নীতিমালা মোতাবেক না হয় তাহলে আপনি ট্রাস্টের টিউনার হতে পারবেন না।

ট্রাস্টেড টিউনার মানে হচ্ছে আপনাকে পরিপূর্ণভাবে আপনার প্রতিটি টিউন টেকটিউনস গাইডলাইন অনুযায়ী প্রকাশ করতে হবে এবং ট্রাস্টের টিউনার ব্যাজ পাওয়ার জন্য যে গাইডলাইন রয়েছে তা পরিপূর্ণভাবে মেনে আবেদন করতে হবে। টেকটিউনস এ অনেক ট্রাস্টেড টিউনার রয়েছে আপনি তাদের টিউনগুলো ফলো করলেই বুঝতে পারবেন। আপনার করা শেষ দশটি টিউনে যদি টেকটিউনস গাইডলাইনে নিষেধ করা হয়েছে এমন বিষয় অন্তর্ভুক্ত থাকে অথবা টেকটিউনস টিউন গাইডলাইনের কোন একটি বিষয় ভঙ্গ হয় তাহলে ট্রাস্টের টিউনার ব্যাজের জন্য তা গ্রহণযোগ্য হবে না। ট্রাস্টের টিউনার ব্যাজ পেতে আপনার প্রোফাইল অবশ্যই টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ পাওয়ার গাইডলাইন অনুযায়ী হতে হবে এবং আপনার সর্বশেষ শেষ ১০টি টিউন টেকটিউনস টিউন নীতিমালা অনুযায়ী অবশ্যই হতে হবে।