আমাকে ট্রাস্টেড টিউনার ব্যাজ প্রদান করা হোক

টিউনার ব্যাজ ট্রাস্টেড টিউনার

 

স্যার,
আশাকরি আপনি এবং টেকটিউনস এর সকল পরিচালনা নিযুক্ত ব্যক্তিরা সকলেই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়াই অনেক ভালো আছি। স্যার আমি আপনার ওয়েবসাইটে সকল নিয়মকানুন মেনে আমি আজ পযন্ত আপনার ওয়েবসাইটে মোট ১০ টি ইউনিক টিউন প্রকাশ করেছি। আমার লেখা এই টিউন গুলো অনেক উন্নত এবং নিজের অনেক কষ্ট করে লেখা ইউনিক টিউন। স্যার আমি পড়াশুনার পাশাপাশি আপনার ওয়েবসাইটে কিছু সময় লেখা লেখি করে কাটিয়ে দেই। আমার টেকটিউনস এ দুটি একাউন্ট আছে। তারমধ্য একটার নাম ছিলো " ফ্লাগবিডি ডট কম " তবে আমি সেই আইডি দিয়া আর টেকটিউনস এ লেখা লেখি করি না। কারন আমার নিজের ও একটা ওয়েবসাইট আছে। আর সেই ওয়েবসাইট টা ওই ইমেইল একাউন্ট দিয়ে খোলা। আর ওখানে অনেক মেইল আশাকরি আমি আপনাদের কোন নিয়ম কেই অমান্য করি নি। তাই আমি আপনার কাছ থেকে ট্রাষ্টটেড টিউনার ব্যাজ চাইছি যাতে আমি আগামিতে আরো ভালো টিউন করতে আগ্রহি হই আর আমার পড়াশুনার পাশাপাশি কিছুটা টাকা আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারি।

অতএবঃ মহাদয় এর কাছে বিনিত ভাবে আবেদন এই যে, আমাকে আপনাদের ট্রাষ্টটেড টিউনার ব্যাজ প্রদান করে আর আমার আনিং সিস্টেম মনিটাইজেশন চালু করে দিয়ে আমাকে  আপনার ওয়েবসাইট কে আরো এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবেন।

ইতি,
আপনার বিশ্বাস্ততার
আর জে রোহান


দেখা
868
উত্তর
2
4 বছর 1 মাস আগে

প্রিয় টিউন,

ধন্যবাদ টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজের জন্য আবেদনের জন্য।

আমরা আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন রিভিউ করেছি।

  1. আপনার সর্বশেষ প্রকাশ করা ১০ টি টিউনের বেশ কিছু টিউন সরাসরি কপি-পেস্ট করে টিউন করা হয়েছে। যা আপনাকে সেই সব টিউনের টিউমেন্ট এর মাধ্যমে জানানো হয়েছে।
  2. আপনার সর্বশেষ প্রকাশ করা ১০ টি টিউনের বেশ কিছু টিউনের মিডিয়া ইমেইজ/ভিডিও টেকটিউনসে আপলোড করে টিউনে যোগ করা হয়নি। ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার প্রতিটি টিউনের মিডিয়া ইমেইজ/ভিডিও টেকটিউনসে আপলোড করে টিউনে যুক্ত থাকতে হয়।
  3. আপনার সর্বশেষ প্রকাশ করা ১০ টি টিউনের কোন টিউনই ‘অরিজিনাল টিউন’ নয়। আপনার সর্বশেষ প্রকাশ করা ১০ টি টিউনের সকল টিউনই ‘আর্টিকেল রি-রাইট’ বা ‘আর্টিকেল স্পিন’ করে করা হয়েছে। টেকটিউনস ট্রাস্টেড টিউন হিসেবে আর্ন করার প্রথম শর্ত হলো আপনার করা প্রতিটি টিউন অবশ্যই অরিজিনাল হতে হবে। টেকটিউনসে অরিজিনাল টিউন কাকে বলা হয় তা টেকটিউনস গাইডলাইন এ পরিপূর্ণ নির্দেশনা দেওয়া আছে।
  4. তবে আপনি টেকটিউনসে ‘আর্টিকেল রি-রাইট’ বা ‘আর্টিকেল স্পিন’ করে টিউন করতে পারবেন। যদি আপনার ‘আর্টিকেল রি-রাইট’ বা ‘আর্টিকেল স্পিন’ করে করা টিউন CopyscapeSmall SEO Tools Plagiarism Checker এ চেক করে ১০০% ইউনিক কন্টেন্ট হয় তাহলে আপনি ‘আর্টিকেল রি-রাইট’ বা ‘আর্টিকেল স্পিন’ করে টিউন করতে পারবেন। তবে ট্রাস্টেড টিউনার হিসেবে আর্নিং এ ‘আর্টিকেল রি-রাইট’ বা ‘আর্টিকেল স্পিন’ করে করা টিউন হাফ বা অর্ধেক পেমেন্ট পায়।

ট্রাস্টেড টিউনার মানে হচ্ছে আপনাকে পরিপূর্ণভাবে আপনার প্রতিটি টিউন টেকটিউনস টিউন গাইডলাইন অনুযায়ী প্রকাশ করতে হবে এবং ট্রাস্টের টিউনার ব্যাজ পাওয়ার জন্য যে গাইডলাইন রয়েছে তা পরিপূর্ণভাবে মেনে আবেদন করতে হবে।

টেকটিউনস এ অনেক ট্রাস্টেড টিউনার রয়েছে আপনি তাদের টিউনগুলো ফলো করলেই বুঝতে পারবেন। আপনার করা সর্বশেষ ১০ টি টিউনে যদি টেকটিউনস গাইডলাইন এ নিষেধ করা হয়েছে এমন বিষয় অন্তর্ভুক্ত থাকে অথবা টেকটিউনস টেকটিউনস টিউন গাইডলাইনের কোন একটি বিষয় ভঙ্গ হয় তাহলে ট্রাস্টের টিউনার ব্যাজের জন্য তা গ্রহণযোগ্য হবে না।

টেকটিউনসে কি ধরনের অরিজিনাল ও কোয়ালিটি টিউন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।

  1. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১
  2. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২
  3. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩
  4. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৪

ট্রাস্টের টিউনার ব্যাজ পেতে আপনার প্রোফাইল অবশ্যই টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ পাওয়ার গাইডলাইন অনুযায়ী হতে হবে এবং আপনার সর্বশেষ শেষ ১০টি টিউন টেকটিউনস টেকটিউনস টিউন গাইডলাইন অনুযায়ী অবশ্যই হতে হবে।

আপনি আপনার সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস টিউন গাইডলাইন মোতাবেক প্রকাশ করে আবার আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন আপনি ট্রাস্টেড টিউনার ব্যাজের জন্য সর্বোচ্চ ৩ বার আবেদন করতে পারবেন।

ধন্যবাদ।

    ধন্যবাদ স্যার,
    আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য