লাগবে নাকি;আপনি হয়তো মনে-মনে খুজতেছেন।ছোট-বড় সবার জন্য?৩টি সুবিধা নিয়ে একটি সফটও্যায়ার। (ফ্রী)

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।

স্লিপিং পিল আধুনিকতা

''স্বাস্থ্যগুরো বিবর্ণ রুপ ধারণ

করছে প্রতিনিয়ত

স্লিপিং পিল গড়া তন্ত্রযুক্ত

দুর্বল ফাউন্ডেশনের দুর্লভ ঘুমের নিসিক্ত

সস্থা ভালবাসা ভরছে বস্তা এক ঝাক

তরুন তরুনি''।

''আধুনিকতার দোহাই দিয়ে

অপব্যবহার চলছে রীতিমত''।

''হামেশা যত্র তত্র রিচার্স করছে

আধুনিকতার আগুন্তুক কৌশর

সেল ফোনের দৌরাত্তে ভালবাসার

গুনমান নশ্বর হচ্ছে ক্রমাগত''।

----------------------------------------------------নির্জন আলো

ছন্দের-বংচং

''লিখবো ছন্দ

গন্ধ ও স্বাদবিহীন

সহায়ক রাখবো

তাললয় ও সুর''

''লিখতে গিয়ে মনে হলো

এয়েন এক আধ্য স্বাধন

হঠাৎ করে মন সাড়া দিয়ে

বলে উঠে তু যেন বিতর্কের

উর্ধ্বে অথবা নিুচু না চলে যাশ

লেখনিতে ব্যস্ত আমি ও আমার

কাগজ কলম দুর''।

''ছন্দ ছাড়া অন্ধ লেখনি

যেমনটি ঘটে

অধ্যলোকের পরিধান রত

জামার রং দেখার মত''।

''ছন্দের যদি না থাকে বং

বংচং মেয়েটিকে লাগে

যাত্রা পালার ঝানো সং''।

-----------------------------------------নির্জন আলো

টেকটিউনস ও সকল-টিউনার এবং পাঠক এর প্রতি ভালোবাসায় ভরে উঠুক সারাবিশ্ব-জাতি।এই শুভ কামনায়ই রইল সারাজীবন।
বিশ্ব-ভালোবাসা দিবস

  • বাংলাদেশ কে ভালোবাসতে হলে বাংলা ভাষা সর্ম্পকে বাংলা বানান ও তার ব্যবহার আমদের অবশ্যই জানতে হবে।বর্তমান আমাদের মাজে কিছু মানুষ বাংলা ভাষার অপ-ব্যবহার করছে,যার ফলে বাংলা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা কমে গেছে।বাস্তব মূখী জীবনে আমদের বাংলাভাষার প্রতি শ্রদ্ধা রেখে সহজ ভাবে যেন তা অর্জন করতে পারি,ঠিক যেন একটি সহজ লোভ্য সফটওয়্যার এর মাধ্যমে।
  • আজকে আপনাদর ২টি সফটও্যার শেয়ার করলাম।এখানে টোফেল,জি-য়ারি,আই-এল-টি এস, ব্যবহার উপযোগি একটি অধ্যায় যা কিনা আমাদের শিক্ষা ক্ষেএে কাজে দিবে।এবং বাংলা ভাষায় পবিএ আল-কোরআন শরিফের বাংলা অনুবাদ সহ ইংরেজি ভাষা উপযোগি একটি সসফটওয়্যার।

বাংলা অনুবাদ সহ ইংরেজি ভাষা উপযোগি একটি সফটও্যার।

  • TOEFL, GRE, IELTS শিক্ষার্থীদের জন্য ।

  • কোরআন-শরিফ বাংলায় এবং ইংরেজীতে অনুবাদ তৈরী করা হয়েছে।

  • বাংলা-ডিকশনারী +একটু বিস্তারিতযে কোন অর্থ লিখে সার্চ করলে এক সাথে ২টা কাজ করে।

  • বাংলা-ডিকশনারী সহজ করে।

  • আপনি সহজে যেকোন জায়গায় এই সফটওয়্যার বহন করে নিয়ে যেতে পারন।এবং অন্যদের সহোযোগিতা করতে পারেন।জাতে বাংলা শিক্ষা সর্বস্তরে পৌছে যেতে পারে।পাশা-পাশি আরেকটি  সফটওয়্যার এখানে সংযোগ দিলাম যার মাধ্যমে বাংলাঅভিধান গুলো সহজে শিখে নিতে পারেন।

<<<<<<<এখনই ডাউনলোড দিন এবং আপনার প্রোয়োজনে কাজে লাগান।>>>>>>>

আপনাদের সুবিধার্থে বিভক্ত করেছি.
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

  • *আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআনহাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....

*‘মাহে-রমজান ‘সঠিক ভাবে রোযা রাখার নিয়ম ?আশুন সঠিক ভাবে জেনে নেই?

 *নামাজ নিয়ে কোরআনে কিছু গুরুতপূর্ন কথা।ইসলামে (সালাত)নামাজ এর অবস্থান ।একটু দেখেন,ভালকিছু জানবেন?

*একজন সাহসী মানুষ-যার জীবনযাপন ও চলাফেরার মধ্যে আমরা খুঁজে পাই আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত পথের স্পষ্ট ছাপ।?

Level 2

আমি নির্জন আলো BD(Eshcun)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 176 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

software gola onek kajer r tune korar jonno donnobad

Thanks 🙂

শুকরিয়া।ভাল থাকবেন।

Level 0

অনেক ভালো হয়েছে। আল্লাহ আপনার মর্যাদা আরো বুলন্দ করুন।

ভালো

লিঙ্ক ডেড ।