এ্যাডভান্সড্ এক্সপ্লোরার – ফাইল ম্যানেজারের চাইতেও বেশী কিছু

আমরা অনেকেই আমাদের কম্পিউটারের ফাইল ফোল্ডারগুলোকে আরো সহজভাবে সর্টিং অথবা অর্গানাইজিং করার জন্যে বিভিন্ন রকমের ফাইল ম্যানেজার ব্যবহার করে থাকি। আপনাদের অনেকের কাছেই ফাইল ম্যানেজারের পারপাস এবং ওয়ার্কিং স্টাইল টা ক্লিয়ার ই বটে। তাই নতুন করে বলার মত তেমন কিছুই নেই।আপনাদের কাছে এখন এমন একটি টুলের কথা বলব যা শুধুমাত্র ফাইল ম্যানেজারই নয় বরঞ্চ আপনি চাইলে আরো অনেক ক্ষেত্রে এর সফল ব্যবহার সুনিশ্চিত করতে পারেন। আমি যে টুলটির কথা বলছি তার নাম হচ্ছে এ্যাডভান্স এক্সপ্লোরার ২০০৮

একে ফাইল ম্যানেজারের পাশাপাশি আপনি টেক্সট এডিটর এবং ইমেজ ডিসপ্লেয়ার হিসেবেও ব্যবহার করতে পারবেন। জিপ আর্কাইভের ক্ষেত্রও এর আরেকটি ভিউ সংযোজন করা হয়েছে। এর সাহায্যে আপনি আপনি চাইলে কোন ফাইল অথবা সম্পূর্ন আর্কাইভ আনজিপ করতে পারবেন্ এবং কোন টাইপিং রিকোয়ারমেন্ট ছাড়াই আর্কাইভ রেডী করতে পারবেন। এটি আপনাকে দেবে সহজ এবং সিকিউর ফাইল ম্যানেজমেন্ট। এটি সব ফাইলকে তার ফরম্যাট সহকারে আপনার কাছে উপস্থাপন করবে।

advancedexplorerlarge.jpg

আপনাদের সামনে এর কয়েকটি ফিচার তুলে ধরার চেষ্টা করলাম -

  • নিরাপদ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম
  • ভিউ এবং টেক্সট এডিট
  • পিউর আসকি ম্যানুয়্যালকে আউটলাইন সহ হাইপারটেক্সট হিসেবে প্রদর্শন করবে।
  • এইচটিএমএল অথবা ফরম্যাট করা ফাইল অথবা এই সমস্ত এক্সটেনশনের যে সমস্ত ফাইল একই পারপাসে সংশ্লিষ্ট সেগুলোকে প্রদর্শন করবে।
  • ইমেজ এবং থাম্বনেইল প্রদর্শন করবে
  • ম্যানেজ জিপ আর্কাইভ
  • নোড এর ফিল্টার এবং ফাইলের এক্সটেনশন সহকারে আপানাকে ডিরেক্টরি প্রদর্শন করবে।
  • ইউজার প্রেফারেবল এক্সটেন্ডেড সেটআপ
  • বিরক্তিকর ওয়ার্নিং ডায়লগগুলোকে ক্রসিং আউট ফাইল ডিলেশন দিয়ে রিপ্লেস করা হয়েছে।
  • মাল্টিপল এ্যাসোসিয়েশনের জন্যে সেইম এক্সটেনশন (টুল মেনু সহকারে)
  • কোন ফরম্যাট ব্যবহার না করেই টেক্সট ম্যানুয়্যালকে সামারি সহকারে এইচটিএমএল এ রুপান্তর করন।

ডাউনলোড এ্যাডভান্সড এক্সপ্লোরার

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটার চেয়ে Ultra explorer অনেক ভাল।

দয়া করে রিভিউ করে দেন …… আমরা সবাই জানতে পারব।

প্রফেশনালরা Total Commander ব্যবহার করে। তবে ফ্রি না।

আমি xplorer² lite ব্যবহার করি। বেশ ভাল। প্রো ভার্সনটা আরও ভাল।

xplorer² lite টা আসলেই ভাল।