ফেসবুক থেকে কুড়িয়ে পাওয়া ছবি :: পর্ব-৩

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

“ফেসবুক থেকে কুড়িয়ে পাওয়া” আগের টিউন দু’টিতে আপনাদের ব্যাপক সাড়া পেয়েছিলাম। আমি আসলে কোনো টিউনই আপনাদের সাড়া পাওয়ার উদ্দ্যেশ্য নিয়ে করি না। আমার কাছে মুখ্য হলো আপনারা আমাকে নয় আমার টিউনটিকে কিভাবে নিচ্ছেন। আপনাদের ভালোলাগা মানে আমার ভালোলাগা। এই ছবি গুলো সব আমি ফেসবুক থেকে পেয়েছি। আজকে যে ছবিগুলো আপনাদের কাছে পেশ করছি। সবগুলোই আজকে আমার ফেসবুকের ওয়াল দিয়ে নামানো।

আমি জানি মানুষের রুচির ভিন্নতা। আমার প্রতিটা টিউনে চেষ্টা করি আপনাদের পূর্বের রুচি বোধ ও চাওয়ার ধরণকে গুরুত্ব দিতে। কতখানী পারি তা আমার পক্ষে বলা সম্ভব না। আপনারা বলবেন। দয়া করে ছবিগুলো দেখুন এবং আপনাদের মতামত জানান। কোনটি আপনার ভালো লেগেছে তা ছবির ক্রমিক নং উল্লেখ করে জানান। আপনাদের মতামত পেলে আমি বুঝতে পারবো আসলে কেমন ছবি দিলে ভালো হবে।

আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সকল মানুষদের যারা কষ্ট করে এই ছবিগুলো তৈরি করেছিলেন।

১.

২.

৩.

৪.

৫.

কথাটি তো সত্যই!!!

৬.

একটি জন্মদিনের কেক। মানুষের রুচি বড্ড আজব।

৭.

ছাগলের বুদ্ধি নাই কে বলেছে

৮.

৯.

১০.

১১.

১২.

১৩.

"আমি চিনি গো চিনি তোমারে,

ওগো বিদেশীনী"

১৪.

১৫.

১৬.

১৭.

আসলেই তো!!! জাস্ট ফর ফান

১৮.

যারা আর্জেনন্টিনার সাপোর্ট করেন না। দুঃখ নিয়েন না। এটা শুধু মজার জন্য।

১৯.

২০.

২১.

২২.

"মা" পৃথিবীর শ্রেষ্ট ভাষা।

২৩.

২৪.

জানেন আমার স্কুল জীবণে আঙ্গুলে মানুষ আকার অভ্যেস ছিলো।

২৫.

২৬.

২৭.

২৮.

৯ সংখ্যাটা সত্যিই বিচিত্র

২৯.

৩০.

কত্তো বড় মাছ রে বাবা!!!

৩১.

এই ছবিটার অনুকরণে নিজের ছবি দিয়ে এরকম বানিয়ে ফেবু তে পোস্ট করতে পারেন। ফল একই হবে।

যারা আগের “ফেসবুক থেকে কুড়িয়ে পাওয়া ছবি” এর দুটি পর্ব মিস করেছেন। আশা করি এক পলক দেখে নিবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগের গুলির মতই চরম ।

Level New

খুব মজা পাইলাম………আর কেক টা মারাত্মক ছিল হাঃ হাঃ হাঃ

    @অপু: আমি কেকটা পোষ্ট দিতে কিছুটা দ্বিধা-দন্দে ছিলাম। পরে ভাবলাম খাবার জিনিস। অসুবিধা কোথায়।

Level 2

এই পর্ব টাও আগের দুটোর মতই অসাধারন আসিফ ভাই, এইরকম আরও কমপক্ষে ৯৭ টি পর্ব চাই জী।

4,5,6,8,9,10,12,18,20,23,24,26,27,28 এগুলো সুন্দর।ইসলামিক ছবির ব্যাপারে বলার কিছু নেই,ধর্মের স্থান একটু আলাদা।আর শেয়ার ইফ ইউ এগ্রি টাইপের ছবি আমার ভালো লাগে না,কোনটা শেয়ার করব তা নিশ্চয়ই একান্তই ব্যক্তিগত।বরাবরের মতই ভালো টিউন।ধন্যবাদ

    @Ochena Balok: এই টিউনটা একটা এক্সপৃমেন্টের মতো করে করেছি। ভেবেছিলাম একটানা ৩ ঘন্টা ফেসবুকে বসবো। এর মধ্যে যেসব ছবি শেয়ার হয়ে আসবে সেগুলো নিয়েই টিউন করবো। ব্যাস বসে পড়লাম ফেবুতে। হয়ে গেলো টিউন। ধন্যবাদ আপনাকে।

    তবে@Ochena Balok: শুধু মাত্র নিচের ছবিটা আমার কৃয়েট করা।

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: পদ্ধতিটা ভালো লাগল,মজা পেলাম।চালিয়ে যান।মাঝে মাঝে একটু ভিন্ন সাদের টিউন পরলে টেকটিউনস এ আসার আগ্রহ আরও বাড়ে।আপনার প্রতিটা টিউন ক্রমান্বয়ে ভালো হচ্ছে পূর্বেরটা থেকে,টেস্ট খেলোয়াড়ের মত।আপনার কাছ থেকে নিশ্চয়ই ভালো কিছু সিখতে পারব।অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। 😀

        @Ochena Balok: উচ্চাঙ্গ সংগীত না শিখে যে আধুনিক গান গাও গাওয়া যায় না। একথা বর্তমান যুগে কেমন জানি মিথ্যে হয়ে যাচ্ছে। আপনার টেস্ট কৃকেট আর ওয়ানডে নিয়ে বলেছেন বলে বললাম। আমি যদি আগের থেকে আরও ভাল করে থাকি সেটা আপনাদের কৃর্ত্তিত। ধন্যবাদ।

Level 0

ফেসবুক ছেবির মালা _________%%%%
আমার ফেস বুক প্পুলার হছে আপনার জানো thanks facebook pic fair

Nice Tune……….Thanks

Level New

vai 31 nombor chhobita khub odvut. Kano emon hoy? Eta kivabe holo plz er rohossota janke share koren. Odvut jinis vai