Fortable Age Calculator (Updated) 68KB

সবার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। বয়স বের করর জন্য আমার গতকালের টিউনে প্রদত্ত সফটওয়্যারটিতে লীপ-ইয়ার সংক্রান্ত একটা সমস্যা ছিল। আজ সে সমস্যাটি সমাধান করে, টিউনটি আবার নতুনভাবে পোস্ট করলাম। যারা গতকালের টিউন থেকে সফটওয়্যারটি ডাউনলোড করেছিলেন, তাদেরকে সফটওয়্যারটি এই টিউন থেকে আবার ডাউনলোড করার অনুরোধ করছি। বয়স নির্ণয়ের ওপর পোস্ট করা পূর্বের দুটি টিউনে প্রদত্ত সফটওয়্যারগুলো সম্পূর্ণ সঠিক ছিল না বিধায়, আমি এই সফটওয়্যারটি তৈরী করলাম। আশা করি এর মাধ্যমে আপনারা সঠিক বয়স বের করতে সক্ষম হবেন। বলা বাহুল্য, বয়স নির্ণয়ের সনাতন পদ্ধতিতে দিনের ক্ষেত্রে বিয়োজন বিয়োজ্যের ছোট হলে, বিয়োজনের সাথে সব সময় ৩০ যোগ করা হত। কিন্তু আধুনিক পদ্ধতিতে, বিয়োজন বিয়োজ্য থেকে ছোট হলে, বিয়োজনের সাথে জন্ম মাস যতদিনে, ঠিক ততদিন যোগ করা হয়। আমি এ পদ্ধতির ওপর ভিত্তি করে প্রোগ্রামটি তৈরী করেছি। তাই এর মাধ্যমে আপনারা সঠিক বয়স বের করতে পারবেন বলে আশা করি।

Bpic

সফটওয়্যারটি মাত্র ৬৪ কিলোবাইট।

ডাউনলোড:
এখানে ক্লিক করুন।

প্রোগ্রামটির উন্নয়ন সাধনে আপনাদের মতামত জানালে খুশী হব। ভাল থাকুন সবাই।

Level 2

আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Ismail ভাই “লীপ-ইয়ার সংক্রান্ত একটা সমস্যার” সমাধান করে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শেষ পর্যন্ত Age Calculator (Portable)টি সয়ংসম্পূর্ণ হলো । ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ । বয়স নির্ধারনে নো প্রবলেম নো টেনশন । আমি জানতাম আপনিই পারবেন । ভাই আপনার তৈরিকৃত ডেট কনভার্টারটি আমার কাছে খুবই ভালো লেগেছিল । যার লিংক:
https://www.techtunes.io/review/tune-id/7356/

——————————————–@————————————————-

    Level 2

    রুহুল আমীন ভাই, এ সফটওয়্যারটির সমস্যা সমাধানে আপনার অবদানও অনস্বীকার্য। কারণ আপনি ধরিয়ে না দিলে লীপ-ইয়ার সংক্রান্ত সমস্যাটি হয়তো থেকেই যেতো। আপনাদের মত সচেতন টিউনার/পাঠকরা সত্যিই অনেক আন্তরিক। ধন্যবাদ।

about-এ ক্লিক করলে আপনার ছবিসহ পরিচিতি এবং সফ্টঅয়্যারের নাম Age Calcularot (আসলে হবে ‘Calculator’) দেখা যায়। বানানটা একটু ঠিক করে দিন।

    Level 2

    @ মং হ্লা প্রু পিন্টু, আমি খুব আনন্দিত যে, আপনারা এত গভীর দৃষ্টি দিয়ে পর্যালোচনা করেন। আসলে তাড়াহুড়া করে করতে গিয়ে বানান সংক্রান্ত এই ভুলটি হয়েছে। আমি এটি ঠিক করে দেবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    The spelling is corrected and the software is uploaded again.

Level 2

আমার এই সফটওয়্যারটি ডাউনলোড করে অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেছেন। তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এক জন ব্যবহারকারী বলেছেন, লীপ ইয়ার সংক্রান্ত সমস্যা এখনো রয়ে গেছে। কারণ তিনি ১৯০০ সালের ফেব্রুয়ারী মাসের একটি তারিখের বয়স বের করতে গিয়ে দেখেছেন, একদিন বেশ/কম হয়ে যাচ্ছে। আপনার অবগতির জন্য বলছি, ১৯০০ সাল আসলে লীপ-ইয়ার নয়। তাই ১৯০০ সালের ফেব্রুয়ারী মাস ২৮ দিনের ছিল। আমরা সাধারণতঃ জানি যে সনকে ৪ দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূণ্য হয়, সেগুলোকে লীপ-ইয়ার ধরি। কিন্তু যে সনগুলো ১০০ দ্বারা বিভাজ্য সেগুলোকে ৪০০ দ্বার ভাগ দিলে যদি ভাগশেষ শূণ্য হয়, তাহলে সেটি লীপ-ইয়ার। সুতরাং ১৬০০, ১৭০০, ১৮০০, ১৯০০ এই সালাগুলো ৪ দ্বারা বিভাজ্য হলেও এদের মধ্যে শুধু ১৬০০ লীপ ইয়ারা। বাকীগুলো লীপ-ইয়ার নয়। এটা কেন হয় তার ব্যাখ্যা আছে। কিন্তু এখানে আমি সে ব্যাখ্যা দিচ্ছি না। তবে এটাই সঠিক তথ্য।

Level 2

মং হ্লা প্রু পিন্টু says:
about-এ ক্লিক করলে আপনার ছবিসহ পরিচিতি এবং সফ্টঅয়্যারের নাম Age Calcularot (আসলে হবে ‘Calculator’) দেখা যায়। বানানটা একটু ঠিক করে দিন।

বানানটি ঠিক করা হয়েছে এবং সফটওয়্যারটি পূণঃরায় আপলোড করা হয়েছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

Level 2

মং হ্লা প্রু পিন্টু says:
ব্যাখ্যাটা দিলে বিভ্রান্তি দূর হয় আর কি!

আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। অনেকের ধারণা যে সকল সন ৪ দ্বারা বিভাজ্য সেগুলোই লীপ-ইয়ার। কিন্তু এ তথ্যটা ঠিক নয়। সঠিক তথ্য হল, সকল লীপ-ইয়ারা ৪ দ্বারা বিভাজ্য, কিন্তু ৪ দ্বারা বিভাজ্য সকল সনই লীপ-ইয়ার নয়। যেমন, ১৭০০, ১৮০০, ১৯০০ বা ২১০০ এই সনগুলো লীপ-ইয়ার নয়। কেন নয় তার ব্যাখ্যা নিম্নরূপ:

সাধারণতঃ ৩৬৫ দিনে এক বছর হিসাব করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে ৩৬৫.২৪২২ দিন। ৩৬৫ দিন এর প্রতিটি বছরে ০.২৪২২ দিন বা প্রায় এক চতুর্থাংশ দিন কম ধরা হয়। এই পার্থক্যের সমন্বয় করার জন্য বছর গণনায় ৪ বছর অন্তর ১ দিন বেশী ধরা হয়। কিন্তু প্রকৃত পক্ষে ৪ বছরে পূর্ণ একদিন হয় না। তবুও লীপ ইয়ারে ০.০৩১২ দিন বাড়িয়ে ধরা হয়। এই বাড়িয়ে ধরা সময়টুকুর সমন্বয় করার জন্য প্রতি ৪০০ বছরে ৩টি লীপ-ইয়ার বাদ দেয়া হয়। আশা করি বুঝতে পরেছেন। মন্তব্য জানাবেন। ভাল থাকুন।

ব্যাখ্যার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।