রমজান মাসের উপহার। কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদ। Download করে নিন।

আসসালামুয়ালাইকুম।

অনেক দিন পর লিখতে বসলাম। প্রতিদিন মোট কতবার টেক-টিউন্স এ আসি সেটা হিসেব করা যাবেনা। তবে কাজ আর পড়ার চাপে লিখতে বসা হয় না। আজ লিখতে বসে গেলাম।

চলছে রমজান মাস। আসা করি সবাই রুজা রেখে মহান আল্লাহর ইবাদাত করছেন। আপনাদের জন্য চমৎকার একটি বই উপহার নিয়ে এসেছি।

কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদ। বইটি যদি আপনার সংগ্রহে না থাকে তবে এখনই Download করে নিন।

শিরোনাম: কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদ

অনুবাদক : হাফেজ মুনিরুদ্দীন আহমাদ

বইটি Donload করতে এখানে ক্লিক করুন।

তাহলে নিচের ছবির মত একটি পেজ আসবে।

তারপর লাল কালি দিয়ে মার্ক করা করা স্থানের ডানদিকে 11.7 MB এর পাশে সেভ অপশনে ক্লিক করে সেভ করুন। তাহলে আপনার Download শুর হয়ে যাবে।

এই ওয়েবসাইটটিতে আরও অসংখ্য ইসলামিক বই পাবেন। এর জন্য ওয়েবসাইটটিতে প্রবেশ করে উপরে বই অংশে ক্লিক করুন।

নিছে কিছু বইয়ের লিস্ট দেয়া হল...

ওয়েব সাইট টিতে এরকম আরও অসংখ্য বই রয়েছে। আসা করি আপনাদের কাজে আসবে।

ভালো থেকবেন। ধন্যবাদ।

প্রথমে আমার ব্লগে প্রকাশিত।

হাতে সময় থাকলে আমার ব্লগটা ভিসিট করার Request থাকলো। ব্লগটি কেমন হল মন্তব্য করলে খুশি হব।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন
ধন্যবাদ আপনাকে

Level 2

facebook share korlam.nice hoise

Level 0

ধন্যবাদ কাজে লাগবে।

Level 0

this is a good link http://zekr.org/quran/en/quran-for-windows . it will helpful for you to study the Qur’an . thanks.

ভাল প্রচষ্টো। জাজাকাল্লাহু খায়রান। ইসলামীক অনেক কিছু খুজে পেতে দেখুন http://www.muminun.net/iwd/

ধন্যবাদ আপনাদের সবাইকে মন্তব্য প্রদানের জন্য।