USB ডিস্ক সিকিউরিটি আপনার কম্পিউটারের সুরক্ষার জন্য

আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে পেনড্রাইভ বা কার্ডরীডার বা অন্য কোন ধরনের USB জ্যাক ঢুকাই, অবশ্যই আমাদের কাজের জন্য। তবে ওই USB ডিস্কটা ভাইরাস Affected থাকলে তা আমাদের কম্পিউটারে চলে আসে এবং আমাদের কম্পিউটারের ক্ষতি সাধন করে। এর হাত থেকে মুক্তি পাবার ২ টি উপায় আছে।

  • ১. USB ইউস করা বন্ধ করা। ( এটি অসম্ভভ এবং কষ্টসাধ্য )
  • ২. USB ডিস্ক সিকিউরিটি দিয়ে, USB ডিস্কটাকে স্ক্যান করে নেওয়া। ( খুব সহজ উপায় )

এবার প্রশ্ন হল, এটি আপনি পাবেন কোথায়। উত্তর হল এখানে(ডাউনলোড করুন মাত্র ৪ এম.বি.)
ডাউনলোড করে ইন্সটল করে নিন। ইন্সটল করার পরে দেখবেন এটি ট্রায়াল ভার্সন। এটিকে ফুল ভার্সন করার জন্য আপনাকে নিম্নলিখিত কাজ গুলি করতে হবে।

  • ১. প্রথমে প্রোগ্রাম টা পুরোপুরি বন্ধ করুন।

ইন্সটল হওয়ার পরে, প্রোগ্রাম টি চালালে উপরের ছবির মত ওরকম একটা উইন্ডো আসবে যেখানে License Status: Trial Version দেখাবে। এবার উইন্ডোটি বন্ধ করুন। করার পরে নিচের ছবির মত করে ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ করুন।

  • ২. বন্ধ হবার পরে এই  crak ফাইলটি   ডাউনলোড করে নিন। ( ১ এম.বি. র ও কম)

  • ৩.  এবার যে USBGuard নামক ফাইল টি ডাউনলোড করলেন সেটি কপি করুন( উপরের ওই ছবিতে দেখুন crak নামক ফাইলটি কপি করতে হবে) ও কম্পিউটার এর C:  ড্রাইভ এ যান। ওখানে গিয়ে Program Files নামক ফোল্ডারটি ওপেন করুন। ওখানে দেখবেন USB disk security নামে একটি ফোল্ডার আছে ওটা খুলুন , USBGuard নামক ফাইলটি ওখানে পেস্ট করুন। ওখানে আপনাকে বলবে যে একই নামের একটা ফোল্ডার আছে আপনি কি করতে চান? Replace করবেন। এবার নিচের ছবির মত Option এলে Replace করুন, মনে রাখবেন Replace ই করবেন অন্য কিছু নয়।

  • ৪. আপনার কাছে পারমিসান চাইতে পারে, চাইলে Allow বা Continue  করবেন যার কম্পিউটার এ যেরকম অপশন আসবে।(নীচের ছবির মত) এবার বেরিয়ে আসুন ওখান থেকে।

এখন USB disc security প্রোগ্রামটা চালু করুন, দেখবেন Full Version দেখাচ্ছে। এরপর থেকে আপনার কম্পিউটারে আর কোনোদিন USB র মাধ্যমে Virus ঢুকবে না।

পোস্টটি প্রথমে আমার ব্লগে প্রকাশিত, কেউ গেলে লাইক দিতে ভুলবেন না যেন। আর পোস্টটি ভাল লাগলে কমেন্ট করবেন।

Level 0

আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুভ্র আকাশ ভাইয়ের https://www.techtunes.io/download/tune-id/118031 এই টিউনের জন্য আমি টিউনটা করি না, তবে আপনার সিস্টেম আলাদা, আকাশ ভাইয়ের টিউনের সিস্টেম আলাদা আর আমার টাও আলাদা । তারপরেও করি না, ধন্যবাদ

    Level 0

    @অর্জন: আমি আকাশ ভাইয়ের ওই টিউনটা আগে দেখিনি, তাই টিউন টা করে ফেললাম।

      @jiko: এখন যারা নতুন এসেছে তাদের অনেক কাজে দিবে । স্ক্রীনসর্ট দিয়ে দিলে ভাল হত । আকাশ ভাইয়ের আর আপনার ফুল ভার্সন করার সিস্টেম আলাদা

        Level 0

        @অর্জন: করে দিলাম ভাই, বলবার জন্য ধন্যবাদ।

Level 0

ভাই সুন্দর পোস্ট আর আপনার ব্লগ টা ভিজিট করলাম। খুব ভাল লাগল । ইস! এই রকম একটা ব্লগ বানাতে পারতাম তাহলে ভাল হত

    Level 0

    @labib71: শুরু করুন হয়ে যাবে, এমন কঠিন কিছু না। ধন্যবাদ।

এত কষ্টের দরকার নাইক্কা…ফুল ভার্সন চালাই কোন প্রকার ক্রাক ছাড়াই।

Level 0

@kazirhut: ভাই আপনি ঠিকানা দেওয়ার আগে আমার ভিসিট করা হয়ে গেছে কাজিরহাট, আমি মেম্বার ও বটে!!!টিউনে আসার জন্য ধন্যবাদ।

    Level 0

    @jiko: ধন্যবাদ ভাইজান কাজিরহাট ভিজিট করার জন্য।মেম্বার হওয়ার জন্য প্রাণখোলা অভিনন্দন।
    কাজিরহাটে আপনার ইউজার নাম কি জানাবেন? কেমন লেগেছে যদি জানাতেন!! শুভ কামনা রইল।

      Level 0

      @kazirhut: ভাইয়া আমার কাজিরহাটে ইউসার নেম jikoraj

ইনিস্টল দিলাম। এখন ব্যাবহার করতেছি। আপনাকে ধন্যবাদ…………………।