মাএ দুই ক্লিকে আপনার CD ROM কে Eject and Close করুন ।

সবাইকে আমার আজকের টিউনে স্বাগতম । আমি জানি না আমার টিউন আপনাদের কেমন লাগে । আমার টিউন যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তহলে আমার এই পরিশ্রোম সফল হবে ।ধন্যবাদ……

কম্পিউটার চালানোর সময় হাত দিয়ে CD ROM Open করাটা আমাদের কাছে বেশ ঝামেলার । তা ছাড়া বাহিরে যে ঠান্ডা তাতে তো হাতবেড করে  CD ROM Open করাটা আরও বেশী ঝামেলার । তাই এই ঝামেলা থেকে মুক্তির জন্য একটি দারুন সফটওয়্যার Eject and Close । এই সফটওয়্যারটি মাএ 7 kb এবং পোটেবল তাই কোন প্রকার ঝামেলাই নেই ।

তাই ভাল লাগলে জলদি Download করুন এই লিঙ্কে ।

ভাল লাগলে আবশ্যই Comment করবেন ।

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালই তো…….

    Level 2

    আরে mak_nader ভাই !!!! এত দিন কই ছিলেন ??? 😛

    Level 0

    ছিলাম ভাই আফনেগর লগেই৷ মাগার কমেন্টস করি নাইক্কা….

এমন একটা জিনিস দেওয়ার জন্য আপনাকে মেলা মেলা থেংকু

    Level 2

    আজব সব thxxxx হা হা হা………. 😛

First open windows media player, And then press ctrl+e, It is very easy. Thanks to all.

আলমাছ, তুমি টেকটিউনে কি শুরু করলা। এই সফটওয়্যারের নিয়ে বাবু ভাই অনেক আগেই টিউন করেছিলো। তুমি সফটটি নিজের পিসি হতে আপলোড করে পুরানো টিউনকে নিজের ভাষায় উপস্থাপন করছো। এই ধরনে কাজ হতে বিরত থাকো ।
নিচের লিংকে গমন করলেই সব কিছুই পরিষ্কার হবে—- 🙂
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/13256/
( বিরত থাকো)

    Level 2

    রুহুল আমীন ভাই আমি আমার বলার কিছু নেই । আমি যে টিউনই করি তা পূবে প্রকাশ করা হয়ে থাকে । আমি মাএ মাস ২ এর সাথে টেকটিউনে পরিচিত , এখন আমার আগে যে সকল টিঊন করা হয়েছে তা আমি মোটেও জানি না । দয়া করে আমাকে ভুল বুঝবেন ভাই plzzzzzzzzzzzzzz

এলোমেলো টিউন করে টিউনের সংখ্যা বৃদ্ধি করা মোটেই ভালো কাজ না ।

    Level 2

    রুহুল আমীন ভাই আমি আমার বলার কিছু নেই । আমি যে টিউনই করি তা পূবে প্রকাশ করা হয়ে থাকে । আমি মাএ মাস ২ এর সাথে টেকটিউনে পরিচিত , এখন আমার আগে যে সকল টিঊন করা হয়েছে তা আমি মোটেও জানি না । দয়া করে আমাকে ভুল বুঝবেন ভাই plzzzzzzzzzzzzzz 🙁

আলমাস ভাই এই রকম টিউন করবেন না ।
দয়াকরে করে পূবের টিউন গুলো আগে পড়ে নিন ।
তাতে সবাই রক্ষা পাবে।
নতুনকে সবাই ভালবাসে।
কিন্তু আগের করা টিউনকে কেউ নতুন ভাবে করলে কেউ সেটাকে ভালচোখে দেখে না।
আমার মনে হয় আমি আপনাকে ভাল ভাবে বুঝাতে পেরেছি ।

    Level 2

    Thxxxxxxx . vai apnar yahoomail Cheak koran!!! plzz………..:P

এতো দিন কই রাখছিলেন এটা ঠান্ডাই তো শেষ হতে চলছে।

শফিকুল ইসলাম খোকন ভাই, খুবই জরুরী পরামর্শ দিলেন আলমাছকে।
(ধন্যবাদ শফিকুল ইসলাম খোকন ভাই)

রুহুল আমিন ভাই
আপনাকে ধন্যবাদ

Level 2

আসলে একটি টিউন রিপিট হতেই পারে। কারণ টিউনার আগের টিউনটি সম্পর্কে নাও জানতে পারেন। তাছাড়া নতুন ভিজিটর/টিউনাররা আগের সবগুলো পেইজ ব্রাউজ নাও করতে পারেন।

আমিও নিজের তৈরী এ রকম একটি সফটওয়্যার নিয়ে টিউন করেছিলাম। নিচে লিংক দিলাম।

https://www.techtunes.io/review/tune-id/6949

আর আপনি বলেছেন, এটি মাত্র ৭ কি.বা.। কিন্তু এটি কম্প্রেস অবস্থাতেই দেখাচ্ছে ৭৪ কি.বা.।

আর একটি কথা,
আপনি শিরোনাম লিখেছেন – “মাএ (মাত্র) দুই ক্লিকে আপনার CD ROM কে Eject and Close করুন”
আর ট্যাগ লিখেছেন -“Youtube থেকে Video Download করুন কোন Software ছাড়াই”
শিরোনামের সাথে ট্যাগের কোন মিল বা সম্পর্ক নেই।

আশা করি এ ব্যাপারগুলো ভেবে দেখবেন।

ধন্যবাদ।

Level 0

সবাইকে আমন্তন করছি আমার সাইটে লেখা জমা দেওয়ার জন্য লেখা জমা দিয়ে জিতে নিন ফ্রি টকটাইম প্রতিটি লেখার জন্য পাবেন ১০ টাকা করে ।সাইটের ঠিকানা http://www.alamgers.blogspot.com