প্রকাশিত হল ওয়ার্ডপ্রেস সিকিউরিটি বিষয়ক বাংলা ইবুক “ওয়ার্ডপ্রেসের নিরাপত্তা”

ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হওয়ার কারণে ওয়ার্ডপ্রেস হ্যাকারদের একটি বড় টার্গেট হয়ে দাঁড়ায়। সম্প্রতি এক গবেষণায় দেখা যায় যে পুরো ইন্টারনেট দুনিয়ার ১৬% সাইটই হল ওয়ার্ডপ্রেস সাইট! যা এক কথায় অবিশ্বাস্য। আর এই কারণেও ওয়ার্ডপ্রেস হ্যাকারদের একটি বড় লক্ষ বস্তু। তবে কিছু পদ্ধতি অনুসরণ করলে ওয়ার্ডপ্রেস সাইট হ্যাকিং রোধ করা যায়।

হ্যাকিং রোধে যা করতে হবে, কিছু নিয়ম কানুন মেনে চললে হ্যাকিং থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়, তবে কোন সাইটই ১০০ভাগ নিরাপদ নয়। আর কেউ চ্যালেঞ্জ করে বলতেও পারবেন না যে আমার সাইটটি হ্যাকিং করা সম্ভব নয়। অ্যাপল, সনির মত আরও অনেক নামি দামি সাইটও হ্যাকিং এর শিকার হয়েছে। আর তাই বলে আমাদের ওয়েবসাইট তৈরি করা বন্ধ করে দিতে হবে? না, হ্যাকিং এর শিকার যাতে না হয় সেই সব বেবস্থা নিয়ে আমাদের এই জগতে প্রবেশ করতে হবে। কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট হ্যাকিং থেকে বাঁচানো যায় অর্থাৎ ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে সিকিউরিটি দেওয়া যায় এই সবই আলোচনা করা হয়েছে এই ইবুকে। আশা করি এই ইবুকটি আপনাদের কাজে লাগবে, ধন্যবাদ।

ডাউনলোড লিঙ্ক (১ম সংস্করণ)

ডাউনলোড লিঙ্কে সমস্যা করলে আমাকে মেইল করুন

[email protected]

"ওয়ার্ডপ্রেসের নিরাপত্তা" ইবুকের ২য় সংস্করণ প্রকাশ হয়েছে, এখনই এই ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

Level 0

আমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক কথায় চমৎকার!!! অনেক ধন্যবাদ শাহী ভাই, এমন একটি বই প্রকাশ করার জন্য।

দারুন।

শাহী ভাই অনেক ধন্যবাদ। বইটি অনেক কাজে আসবে।

যা জানি তা জানাতে চাই, আশা করি সামনে আরও কিছু উপহার দিতে পারবো।

ডাউনলোড করলাম অনেক ধন্যবাদ

Boi ta porlam. valo hoyse…Thank you.

Level 2

boi ta step by step sundor kore lekha hoise.

“ওয়ার্ডপ্রেসের নিরাপত্তা” ইবুকের ২য় সংস্করণ ডাউনলোড করতে – http://www.mediafire.com/download/pes48kcxk1xx316/wordpress-er-nirapotta_v2.pdf