আপনার কম্পিউটার এর হার্ডডিস্ক সচল রাখুন defraggler দিয়ে!

কম্পিউটার এর একটি অন্যতম গুরুত্তপূর্ণ আংশ হল হার্ডডিস্ক। অনেক সময় নানা কারনে হার্ডডিস্ক নষ্ট হয়ে যায়। হার্ডডিস্ক এর ভিতর সেল এ সমস্যা হলে অনেক সময় এইরকম হয়। তাই হার্ডডিস্ক সচল রাখা খুবই গুরুত্বপূর্ণ। হার্ডডিস্ক সচল রাখার একটি অন্যতম সফটওয়্যার হল Defraggler । অবশ্য উইন্ডোজ এ ডিফল্ট একটা ডিফ্রেগমেন্ট সফটওয়্যার থাকে । তবে এই Defraggler সফটওয়্যার টা উইন্ডোজ এর থেকে অনেক উন্নত। এইটার মাধ্যমে মাসে একবার ডেফ্রেগমেন্ট চেক করলে আসা করা যায় সেল সংক্রান্ত কোনো সমস্যা হবে না। সবথেকে বড় কথা হল এই সফট টা একদম ফ্রী।

প্রথম এ সফটওয়্যার টা ইন্সটল করুন। তার পরে সফট টা ওপেন করে Analyze এ ক্লিক করুন।

তারপর আপনার ড্রাইভ এর আসল আবস্তা দেখতে পাবেন। আরে আমার ড্রাইভ এর অবস্তা তো খুব ভাল!!!! 😛 😛 😛 😛 😛 😛 😛

তারপর defrag বাটন এ ক্লিক করুন। তারপর শুধু অপেক্ষার পালা!!!

সফটওয়্যার টা ডাউনলোড করতে এইখান এ ক্লিক করুন।

পারলে আমার ব্লগ এ একটু ঘুরে আসেন, আসা করি মজা পাইবেন।

ব্লগ এ যেতে এইখান এ ক্লিক করুন

Level 0

আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থাঙ্কস !! কিন্তু আপনি কে??

ভাই একবার Iobit Smart Defrag ব্যবহার করে দেখুন। 😀
কিসের আবার Defraggler?এর ভাতই নেই! 😉

আর ভাই ভিন্ন কালারে লেখা টিউন কিভাবে করলেন?আমি জানতে চাই 🙁

একদম সহজ!! শধু উপরের [A] ক্লিক করে কালার পরিবর্তন করুন!!