নির্মাণ বিধিমালা সফটওয়্যার এক্সেল এ

বিল্ডিং নির্মাণ বিধিমালা 2008। ঢাকা শহরে যত বাড়ি হয় বা হবে তা এই বিধিমালা অনুসারেই করতে হয়। কত টুকু জমি ব্যবহার করা যাবে। মোট আয়তনের ব্যবহার উপযোগি করে বানানো যাবে। তা এই বিধিমালাতে দেয়া আছে।

বিশেষ করে অনেক সময় প্রায়ই চিন্তায় পড়ে যান যে তার জমির উপরে মোট কত ক্ষেত্রফল বিল্ডিং বানানো যাবে।

Excel এ করা এই ফাইল দিয়ে সহজেই আপনি আপনার জমির থেকে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।

যেমন

1. FAR বা ফ্লোর এরিয়া অনুপাত কত

2. MGC বা সর্বোচ্চ ভুমি আচ্ছাদন কত

3. Setback বা চতুর্দিকে কতটুকু ছাড়তে হবে

4. প্রতি তলাতে কতটুকু ব্যবহার করলে কতগুলি তলা করা যাবে

5. কত তলা করবেন তা দিলে প্রতি তলাতে সর্বোচ্চ কতটুকু এরিয়া পাওয়া যাবে

এই সকল তথ্য জানতে আপনাদের আর বই পড়ে, কষ্ট করে দেখতে হবেনা। এই কাজটি স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে এই ফাইল দিয়ে।

ফাইলটি পাওয়া যাবে এই লিংক এ http://goo.gl/ySTGK

Level New

আমি arctushar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালই লাগলো ভাই, বাট কাজ করে না, একটু চেক করে দেখুন, না হয় ছবি দিয়ে দেখিয়ে দিন।

Level New

ধন্যবাদ। এটাই xlsx ফরম্যাট এ করা। আপনার এক্সেল এর ভার্সন কত? 2007+ হলে কাজ করবে। আরও একটা কারনে কাজ নাও করতে পারে। সেটা হলো কোন ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করলে সেটা চালু করতে হলে Enable editing করতে হবে। নাহলে কাজ করবে না। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।

Level 0

arctushar ভাই আমার টা 2013 কাজ করে না

Level New

ধন্যবাদ, আসলে আমার কাছে 2013 নাই আমি 2010 ব্যবহার করি। কি ধরণের সমস্যা হচ্ছে একটু বলবেন কি ?

Level 0

vai valo laglo

ভাই লিংকটা কাজ করতেছো না যদি একটু মেইল করতেন।

[email protected]