IDM এর পুরোপুরি বিকল্প Free ডাউনলোড ম্যানাজার EagleGet…; IDM এর চেয়ে কোন অংশে কম নয়।

সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের টিউন। আজ আপনাদের এমন একটি ডাউনলোড ম্যানাজারের সাথে পরিচয় করিয়ে দিব যেটি ব্যবহার করলে আপনাকে আর কোনদিন IDM (Internet Download Manager) এবং IDM এর রেজিষ্ট্রেশন, Crack, পেচ নিয়ে টেনশন করতে হবে না।

EagleGet একবারেই ফ্রী সফটওয়্যার। এতে IDM এর সব ফিচার রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে IDM এর চেয়েও ভালো ফিচার রয়েছে।

চলুন EagleGet এর কিছু ফিচারের সাথে পরিচিত হওয়া যাকঃ

১. Add Download এ যে কোন ডাউনলোড লিংক দিয়ে ডাউনলোড করতে পারেন...

০২. Video Sniffer এর মাধ্যমে যেকোন ভিডিও'র লিংক পেষ্ট করে ডাউনলোড করতে পারেন। video Quality ঠিক করে নিচে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।

০৩. Youtube এ যেকোন ভিডিও চলার সময় উপরে ডাউনলোড বার দেখা যাবে এবং আপনার পছন্দমত ফরমেট বাচাই করতে পারবেন। এখানে প্রতিটি ফরমেটের সাথেই রয়েছে webm ফরমেট যা IDM এ নেই।

০৪. ডাউনলোড উইন্ডোটি IDM এর মত এক্সপান্ড করে নিতে পারবেন।এবং ডাউনলোড লোকেশন, কানেকশন ইত্যাদি আপনার মত করে দিতে পারবেন।

০৫. ডাউনলোড চলার সময় নিচের মত Processing দেখাবে। এছাড়া প্রতিটি আলাদা আলাদা ফাইলের জন্য আলাদা আলাদা অপশন আছে, যা IDM এ নেই।

০৬. ডাউনলোড কমপ্লিট হবার পর একটা টোন বেজে উঠবে এবং নিচের মত দেখাবে।

০৭. এছাড়া Configuration অপশনের মাধ্যমে নিজের মত করে Setting এর পরিবর্তন করতে পারবেন।

Configuration এর সকল অপশন সমূহ IDM  এর মতই শক্তিশালী। একটু ঘাটাঘাটি করলেই সব বুঝতে পারবেন। যেমনঃ Connection সাবমেনুতে Max Simultanous Download দিয়ে এক সাথে কয়টি ফাইল ডাউনলোড করবেব তা নির্দারন করতে দিতে পারবেন যা IDM এর Queues এর কাজ করে। এছাড়া রয়েছে Speed Limiter যা ব্যবহার করে ডাউনলোড লিমিট বাড়িয়ে-কমিয়ে দিয়ে ডাউনলোড করার পাশাপাশি ব্রাউজিংও করতে পারবেন।

আরো রয়েছে Schedule Downloader যার মাধ্যমে একটা নির্দিষ্ট করে সময়, তারিখ, দিন ঠিক করে দিতে পারেন যখন automatic ডাউনলোড শুরু হবে এবং automatic বন্ধ হবে।

আশা করি EagleGet ব্যবহার করার পর আপনি আর IDM এ ফিরে যেতে চাইবেন না। তবে IDM এর একটি ফিচার (Grabber) টি শুধু নেই। Grabber এর বিকল্প অনেক ভালো সফটওয়্যার (যেমনঃ htttrac web copier, Surfoffline ইত্যাদি) আছে। ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন।

ইনস্টল করা হলে  Mozilla Firefox এবং Google Chrome এ  add-ons গুলো যুক্ত করতে ভুলবেন না। Firefox চালু করার সাথে সাথে add-ons এর নটিফিকেশন পাবেন। আর Chrome এ Settings >Extension  এ গেলে EagleGet এর add-ons টি দেখতে পাবেন। সেখান থেকে নিচের ছবির মত করে Enabled এবং Allow in incognito টিক চিহ্নিত করে দিন।

EagleGet এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন আর IDM কে টাটা জানিয়ে দিন।

Official Site of EageGet: http://www.eagleget.com/

তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

কোন সমস্যা হলে ফেসবুকে আমাকে জানাতে পারেন।

ফেসবুকে আমিঃ Fb.com/MahabubRajj

Level 0

আমি Mahabub Rajj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello World! I am here for learnig..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good review.carry on……

Level 0

আপনার টিউনের জন্য ধন্যবাদ।
ভাই গ্র্যাবার মানে কি আইডিএমের সাইট গ্র্যাবার ফিচারটা ?

    @Mobstar: Grabber দিয়ে ওয়েবসাইট কপি করা যায়।

Level 0

আইডিএম এর মত স্পিড নাই । queues অপশন নাই,যা বেশ দরকারি । টিউনের জন্য ধন্যবাদ ।

    @Skylark: ভাই তাহলে আপনি ভালো করে দেখেন নাই। আগে একটা ফাইল IDM দিয়ে ডাউনলোড দিয়ে সময়টা হিসেব করে রাখবেন। তারপর ঐ ফাইল্টা EagleGet দিয়ে ডাউনলোড করে তার সময় হিসেব করে দেইখেন। তারপর কমেন্ট করে বইলেন কোনটার স্পীড বেশী।
    আর আপনি যে Queues এর কথা বলতেছেন তা Configuration>connection>Max simultaneous don দিয়ে সেই কাজটি করতে পারবেন।
    আগে দুই-তিন দিন ভালো করে চালান। তারপর কমেন্ট করবেন।

Level 2

আইডিএম এর মত অপশন নাই।

    @arajjaque: কয়েকদিন ভালোভাবে চালিয়ে দেখেন। তারপর ভালো না লাগলে আপনার যা খুশি তাই করবেন।

idm ar moto resume capability asa???

    @victormollick: অবশ্যই আছে। একটু ছেখে দেখুন। তাহলে বুঝতে পারবেন।

Level 0

aita age use korsilam, option beshi ase IDM thake and user friendly aita. speed almost same as IDM

Level 0

you teab video
dowenlod hobe

    @Radha: ভাই আমাকে মারবেন না। আপনারে দেখে আমি ভয় পেয়েছিলাম। 😀
    জ্বি ভাই। ইউটিউবের গুষ্টিশুদ্দ ডাউনলোড হবে।

EagleGet এবং IDM একসঙ্গে চালানো যাবে?

Level 0

ভালই লাগলো, আমি অবশ্য free download manager ব্যবহার করি।

Level 0

idm er moto holeo speed idm er moto na ..

    @Ovidh:
    তাহলে একটা কাজ করেন… আগে একটা ফাইল IDM দিয়ে ডাউনলোড দিয়ে সময়টা হিসেব করে রাখেন। তারপর ঐ ফাইল্টা EagleGet দিয়ে ডাউনলোড করে তার সময়টাও হিসেব করে রাখবেন। তারপর কমেন্ট করে দুটোর মধ্যে সময়ের পার্থক্যটা বইলেন।

Level 0

@Mahabub Rajj apnar post ta kov kaja assa amar…..so, thank u very much

    @Rahad:
    আপনাকে ও অনেক ধন্যবাদ।

Level 0

Nice tune thanks

If it is better than IDM,Then Jdownloader is also better than IDM.Actually IDM is king 😐

    @Iron maiden:
    ক’দিন ব্যবহার করে দেখুন। তারপর নিজেই বুঝতে পারবেন কোনটা কিং…
    মন্তব্যের জন্য ধন্যবাদ।

অনেকদিন ধরে এমন একটা ডাউনলোডার খুঁজতেছিলাম। আইডিএম এর ক্রেক-পেচ এর জ্বালা আর সয্য হচ্ছে না। অবশেষে আপনার টিউনটা ডাউনলোডার এর ঝামেলা থেকে মুক্তি দিলো।
অনেক অনেক ধন্যবাদ ।

vaia sob e একদম ঠিক আছে…! পারফ্যাক্ট 🙂 কিন্তু কিছু প্রব্লেম এ পরলাম 480P & 1080P ভিডিও বার এ দেখায় না ইউ টিউব এ… আর একটা কথা ভাইয়া… refresh download address dile নতুন ট্যাব আকারে firefox window খুলে না কেন…! জদিও জানি না notun address kothokhon এ ক্যাপচার করে…

Level 0

vi ata ke idm ar moto neg a link ta nea lod hoina?