এক কম্পিউটারে একাধিক মাউস এবং কীবোর্ডের ব্যবহার

একটি কম্পিউটারে সাধারণত একটি মাউস এবং একটি কীবোর্ড ব্যবহার করা হয়। ইউএসবি মাউস এবং কীবোর্ড আসার ফলে একাধিক মাউস এবং ব্যবহার করার অপশন আছে। কিন্তু আপনি যদি একাধিক মাউস সংযুক্ত করেন তাহলেও একটি মাউস পয়েন্টার থাকবে। ফলে আপনি অতিরিক্ত সুবিধা পাবেন না। কিন্তু টিম প্লেয়ার সফটওয়্যারের সাহায্যে আপনি একাধিক মাউসের আলাদা আলাদা পয়েন্টার পাবেন। ফলে গেম খেলা বা অনান্য কাজে বেশ কাজে আসতে পারে। একই সাথে একাধিক কীবোর্ড ব্যবহারের সুবিধাও আছে এই সফটওয়্যারে। এজন্য ২.৩৯ মেগাবাইটের টিমপ্লেয়ার সফটওয়্যারটি http://www.wunderworks.com থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। এই সফটওয়্যার দ্বারা একসাথে সর্বোচ্চ ৩০টি মাউস এবং ৩০ কীবোর্ড ব্যবহার করা যাবে কিন্তু ফ্রি ইউজারের জন্য সর্বোচ্চ ৩টি মাউস এবং ৩টি কীবোর্ড ব্যবহারের সুবিধা রয়েছে। এবার সফটওয়্যারটি ইনষ্টল করুন এরপরে মাউস এবং কীবোর্ড সংযুক্ত করে টিমপ্লেয়ারটি চালু করুন তাহলে সয়ংক্রিয়ভাবে মাউস এবং কীবোর্ড সনাক্ত করবে।

পূর্বে প্রকাশ: http://www.shamokaldarpon.com/?p=964

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

thank you for giving this information

ক্র্যাক বা সিরিয়াল পেলে ভাল হত। আপনি দিতে পারলে খুশি হব।
আমার ইমেইল এড্রেসে সেন্ড করতে পারেন অথবা কোথাই আপ্লোড করেছেন জানতে পারেন।

[email protected]

thanks for information..

Level 2

আমার ও দরকার ভাই

[email protected]

দরকারী টিউন ….

good