ডামিস’ সিরিজের বইয়ের সমাহার(মাইক্রোটিউন)

আমরা যারা ডামিস’ সিরিজের বইয়ের সাথে পরিচিত, তারা জানি এই বইগুলো কেমন হয়। যারা জানিনা, তাদের জন্য বলছি, ডামিস’ সিরিজের বইগুলো খুব ভাল মানের শিক্ষণীয় বই। এই বইগুলো খুব সুন্দরভাবে হাস্য-রসাত্মক বর্ণনার মাধ্যমে গুরু-গম্ভীর বা রসকষহীন বিষয়গুলোকে তুলে ধরে।

যারা কোন বিষয়ে একেবারেই নতুন, তাদের জন্য “xxxx for dummies” নামের বইগুলো সুখপাঠ্য। তবে যারা অভিজ্ঞ তাদের জন্যও ডামিস সিরিজের বই মজার। এই সিরিজের বই এর মূল বৈশিষ্ট্য হলঃ

- এখানে বিষয়বস্তুর উপস্থাপনা অনেক সহজ ও সাবলীল।

- টিপস, ওয়ার্নিং, ব্যাকগ্রাউন্ড ইত্যাদির মাধ্যমে বিষয়গুলোকে আরও পরিস্কার করা হয়।

- প্রয়োজনীয় স্থানে ছবি থাকে অনেক।

- বই এ প্রচুর কৌতুক থাকে।

এই ডামিস সিরিজের বই এর জন্য আপনি লাইব্রেরী ডট এন ইউ সাইটে যেয়ে ফ্রী ইউজার হিসাবে রেজিস্ট্রেশন করুন। তারপর ডামিস (Dummies) লিখে সার্চ দিন। অনেক বই আপনি এখান থেকে ফ্রী ডাউনলোড করতে পারবেন।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Very very Thanks

    আপনাকেও ধন্যবাদ।

    Level 0

    কি বুঝে thanks দিলেন, ১টা বইও তো ডাউনলোড হয় না…..

    টিউনে লিখেছি:

    "এই ডামিস সিরিজের বই এর জন্য আপনি লাইব্রেরী ডট এন ইউ সাইটে যেয়ে ফ্রী ইউজার হিসাবে রেজিস্ট্রেশন করুন। তারপর ডামিস (Dummies) লিখে সার্চ দিন। অনেক বই আপনি এখান থেকে ফ্রী ডাউনলোড করতে পারবেন।"

    আপনাকে লাইব্রেরী ডট এন ইউ তে যেতে হবে ভাই।

Level 0

ধন্যবাদ।

valo link disen….etodin to TORRENT use kortaam!!

    ওখানে একবার রেজিস্ট্রেশন করে দেখুন, শত শত বই পাবেন – ডামিস সিরিজ ছাড়াও। আমি নিজে প্রায় শ'তিনেক বই নামিয়েছি।

Level 0

ধন্যবাদ। এইমাত্র একটা বই ডাউনলোড করলাম। সত্যিই ভালো একটা সাইট।

    আপনাকেও ধন্যবাদ মিঠু ভাই।

vai BBA,MBA related book ki pabo….R onno kono site link(for BBA,MBA) thakle ektu janan ……

    বিবিএ, এমবিএ এরও বই পাবেন। বইয়ের নাম বা লেখকের নাম লিখে সার্চ দিন।

আমি ও একখান নামাইলাম……জটিল সাইট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

    কাজে লেগেছে জেনে খুশী হলাম। ধন্যবাদ।

ভাই,

দারুন এক চীজ দিয়েছেন।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

    ধন্যবাদ মুন্না ভাই।
    দু:খের কথা কি বলব, এই টিউনটা ড্রাফট হয়ে পড়েছিল প্রায় ১.৫ – ২ বছর। আগে পোস্ট করলে আরো উপক্বত হতেন নিশ্চয়ই।

ধন্যবাদ ভাইয়া 🙂

    আপনাকেও ধন্যবাদ সাব্বির ভাই।

Level 0

onke dhonnobad.valo kicu jante parlam.

    আপনাকেও ধন্যবাদ, সাজিদ ভাই