এবার আপনার কম্পিউটার এর যেকোন ফোল্ডারের এর রঙ , ফোল্ডারের এর Background ও টেক্স কালার পরিবর্তন করুন খুব সহজে

সবাই কেমন আছেন ?? মনে হয় ভাল !

আমি অনেক আগে একটা টিউন করেছিলাম নোটপ্যাড নিয়ে । টিউন টা এমন ছিলো(নোটপ্যাড দিয়ে আপনার কম্পিউটার এর Local Disk এর Background ও ফোল্ডারের Text এর কালার পরিবর্তন করে নিন)।আজ আমি আমার একটা প্রিয় সফটওয়্যার নিয়ে টিউন করবো । এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার কম্পিউটার এর যেকোন ফোল্ডারের এর রঙ , ফোল্ডারের এর Background ও টেক্স কালার পরিবর্তন করতে পারবেন এবং এমন কি ডেসটপ এর কালার টেক্স কালার পরিবর্তন পরিবর্তন করতে পারবেন ।

windowpaperbh4
এই সফটওয়্যার টার নাম হল SodaBush । এর  ২টি ভার্সন আছে । একটি Windowpaper XP v1.01 Stable Release এবং অন্য বেটা ভার্সন Windowpaper XP v2.0 Beta 2

Windowpaper XP v1.01 Stable Release:

Windowpaper XP v1.01 Stable Release দিয়ে আপনি  ফোল্ডারের এর রঙ , ফোল্ডারের এর Background ও টেক্স কালার পরিবর্তন করতে পারবেন এবং এমন কি ডেসটপ এর কালার টেক্স কালার পরিবর্তন পরিবর্তন করতে পারবেন । এট মাত্র (2.09 MB /
2140 KB)

ডাউনলোড সোডাবুশঃ

images

Windowpaper XP v2.0 Beta2:

দিয়ে আপনি  ফোল্ডারের এর রঙ , ফোল্ডারের এর Background ও টেক্স কালার পরিবর্তন করতে পারবেন এবং এমন কি ডেসটপ এর কালার টেক্স কালার পরিবর্তন পরিবর্তন করতে পারবেন । এ ছাড়া batch folder কাস্টমাইজ করতে পারবেন । (4.50 MB / 4614 KB) ।

বেটা ভার্সনঃ

images

কিভাবে করবেনঃ

  • এবার সফটয়্যার টা এখান (অথবা বেট ভার্সন)থেকে ডাউনলোড করে নিন !
  • তারপর  এটা ইনস্টল করে নিন ।
  • এবার এটা রান করুন তা হলে নিয়ে ছবিয়ের ন্যায় আসবে ।

back

  • এবার আপনার ফোন্ডার সিলিক্ট করে দিন ।
  • তারপর কোন কালার বা ছবি Background এ দিতে চান তা নির্বাচন করে দিন ।
  • এবার ফোল্ডার বা টেক্স এর কালার যা দিতে চান তা নির্বাচন করে দিন ।
  • ব্যস কাজ শেষ , এবার দেখুন আপনার ফোল্ডার কেমন লাগছে ?

তর্থ সুত্র এখানেঃ

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটু আগেই এইরকম একটা টিউন প্রকাশিত হইছে তবে আমার মনে হয় দুটার কাজ প্রায় এক রকম হইলেও সফট কিন্তু আলাদা অন্তত সফট দুইটার নাম থেকে যা বুঝা যাচ্ছে,
যা হোক বরাবরের মতন তোমার টিউন এটাও ভাল এবং মান সম্মত হইছে এইজন্য তোমাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।এখন আমার প্রশ্নঃ-
এটা কি win7 এ কাজ করবে কিনা এবং তোমার দেয়া নোটপ্যাডের পদ্ধতিতে win7 এ কাজ হবে কিনা?

    ধন্যবাদ আতাউর ভাই !! আপনার প্রতিটি মন্তব্যেই আমাকে ভাল লাগে । আর আমি এটা win7 এপ্লাই করিনি তাই এটা বলতে পারছি না এজন্য আমি দুঃখিত 🙁

    ফাহিম রেজা বাঁধন এটা win7 এ চলেনা যদি win7 এর জন্য এইরকম কিছু পাও আমকে দিলে উপকৃত হব।
    [email protected]

ভালোই লাগলো ধন্যবাদ

ধন্যবাদ ফাহিম ভাই টিউনটি শেয়ার করার জন্য। 🙂

Level 0

আমার ও ভাল লেগেছে।

সব্যসাচী ভাই আপনার লিঙ্ক টা মুছে দিয়েছি । নেক্সট টাইপ আমার কোন টিউন এ লিঙ্ক সহ কমেন্ট করলে আপনি আমার টিউন এ কমেন্ট করার অধিকার হারাবেন !

ধন্যবাদ ফাহিম রেজা বাঁধন কাছে থাকলে তোমার সাথে গলা মিলাইতাম সব টিউনারের উচিৎ তোমার পথ অনুস্বরন করা।

ফাহিম ভাই আপনার মত সবারই এরকম করা উচিত। কমেন্টের নামে বিজ্ঞাপন প্রচার। দারুন কাজ !

Thank you

আপনার লিঙ্ক টা মুছে দেয়া হয়েছে 🙁

Visit NoW

    নেক্সট টাইপ আমার কোন টিউন এ লিঙ্ক সহ কমেন্ট করলে আপনি আমার টিউন এ কমেন্ট করার অধিকার হারাবেন !

Level 3

ধন্যবাদ ফাহিম রেজা বাঁধন ভাই জটিল একটা কাজ করেছেন। আসে বিজ্ঞাপন প্রচার করতে।

বাঁধন,আপনার টিউন যতই পড়ি ততই শিখি।মার্জিত,রুচি পূর্ণ টিউন পড়ার মজাই আলাদা।

আমি এ সফটওয়্যারটি বেশ অনেকদিন যাবৎ ব্যবহার করছি। বলা যায়, দারুণ…খুব দারুণ একটি সফটওয়্যার। অসংখ্য ধন্যবাদ সুন্দর এ সফটওয়্যারটি নিয়ে চমৎকার এ টিউনটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

হুম এই কাজ টা সবাই করলে এমন আর হত না

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য । ভাল হয়েছে ।

Level 0

সত্যি দারুন জিনিষ, ধন্যবাদ আপনাকে। তবে আমার একটি কথা, এত এত সফটওয়্যার আমরা পাচ্ছি আর ব্যাবহার করছি তাতে করে কম্পিউটার কিছুটা ধীর হয়ে যায়। এর কি কোন সমাধান কারো জানা আছে? থাকলে জানাবেন প্লিজ। তবে যে একটা সমাধান আছে, সেটা হলো ব্যাবহার না করা। এখন প্রশ্ন হলো, এমন কিছু সফটওয়্যার আছে বা পাওয়া গেছে যেগুলো ব্যাবহারে লোভ সামলানো কঠিন। যেমন এই সফটা।

    ধন্যবাদ নুরজাহান আপু !! এর সমাধান আমার কাছে যেটা মনে হয় ……… কম্পিউটার আপগ্রেট করা !! তবে যে সফ এর PORTABLE থাকে সেটা ব্যবহার করা !!এর বেশি কোন কিছু আপনাকে বলতে পারলাম না…

Level 0

Want some thing for 7….