Pdf ফাইল এর পাসওয়ার্ড রিমোভ করুন সহজেই!!!

আসসামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজ একটি দরকারি সফটওয়্যার নিয়ে টিউন করছি। আপনাদের উপকারে লাগলেই টিউনটি সার্থক হবে।

আমরা প্রায় ওয়েব থেকে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন pdf ফাইল ডাউনলোড করি। অনেক সময় এই সব ফাইল থেকে প্রিন্ট কিংবা কিছু অংশ কপি করতে হয়। কিন্তু তখনি মেজাজ খারাপ হয় যখন দেখা যায় ফাইলটি এনক্রিপ্ট করা (অর্থাৎ পাসওয়ার্ড দেয়া)।

এনক্রিপ্ট করা ফাইল থেকে প্রিন্ট কিংবা টেক্সট কপি করা যায় না (বেশির ভাগ পাসওয়ার্ড দাতাই এই অপশন গুলো বন্ধ করে রাখে)। কিন্তু আমি এখন যে সফটওয়্যার টির নাম বলবো তা দিয়ে সহজেই pdf ফাইল এর পাসওয়ার্ড রিমোভ করা যায়। সফটওয়ারটির নাম হলঃ

AAA PDF Password Remover

সিরিয়াল সহ ডাউনলোড করুন এখান থেকে।

Level 0

আমি সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ টিউনটি ভাল হয়েছে।

    আপনাকেও ধন্যবাদ।

সুন্দর টিউন এর জন্য ধন্যবাদ।

    আপনাকেও সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ। 🙂

টিউনের জন্য ধন্যবাদ।

এখন নিতান্ত অমূলক কিছু কথা বলি-
আমাদের আসলে কোন নিরাপত্তা নেই।আমরা নিরাপত্তা দিয়ে রাখলেও নিরাপত্তা ভাঙ্গা যায়। ফোল্ডার লকের সাথে আনলকার ও তৈরি হয়ে গেছে। একটা পেনড্রাইভকে পাসওয়ার্ড দিয়ে রাখলেও তার পাসওয়ার্ড ভাঙ্গা যায়, আবার ডিভিডিকে কপি প্রক্টেকটেড করে রাখলেও কপি করা যায়। একটা সাইটকে কপির হাত থেকে বাচাঁনোর জন্য যত প্রকার পদ্ধতি বের করা হোক না কেন ২ দিন পর কপি কিভাবে করতে হয় তার নতুন পদ্ধতি আবিষ্কার হয়ে যায়। ফেসবুক যেভাবে যত ভাবেই বন্ধ করা হোক না কেন তাতেও যাওয়া যায়। পিসির লগিন এর সময় দেয়া পাসওয়ার্ড হ্যাক করাতো ছেলের হাতের খেলা। পিডিএফ ফাইল নিরাপত্তার জন্য পাসওয়ার্ড দিয়ে রাখার পরও ভাঙ্গা যায়।যত প্রকার নিরাপত্তা বলয় তৈরি হোক না কেন, সে সব ভাঙ্গাতো শিশুর হাতের খেলনা ভাঙ্গার মত।

প্রশ্নঃ আমি আমার পিডিএফ ফাইলকে অধিক নিরাপত্তা দিতে চাই, যেন এই ধরনের সফটওয়্যার দিয়ে পাসওয়ার্ড রিমুভ না করতে পারে। এই ব্যবস্থা কি করা সম্ভব? নাকি পাসওয়ার্ড রিমুভ করা যাবে জেনেও শুধুমাত্র শান্তনা পাওয়ার জন্য পাসওয়ার্ড দিয়ে রাখব?

    ভাই কি আর বলব, আসলে বলার মতো কি বা আছে???? আপনার সাথে একচাল দাবা খেলার স্বাধ জেগেছে।

    Level 0

    নিতান্তই অমুলক হলেও অতীব বাস্তব

    সফটওয়্যার মানুষের তৈরি। বিভিন্ন প্রোগ্রামিং লেঙ্গুয়েজে এগুলো লেখা হয়। তাই প্রোগ্রামিং লেঙ্গুয়েজ জানলে সফটওয়্যার এর সোর্সকোড চেইঞ্জ করা যায় সহজেই। আপনার প্রশ্নের বোধ হয় একটাই সমাধান, আপনি নিজেই এনক্রিপ্ট করার একটা প্রোগ্রাম লিখে ফেলেন। নইলে পাসওয়ার্ড রিমুভ করা যাবে জেনেও শুধুমাত্র শান্তনা পাওয়ার জন্য পাসওয়ার্ড দিয়ে রাখা ছাড়া কোন উপায় নাই। 🙁

Thanks Brother.

সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও says:
১৫ জুন, ২০১০ at 1:04 পুর্বাহ্ন
টিউনের জন্য ধন্যবাদ।

এখন নিতান্ত অমূলক কিছু কথা বলি-
আমাদের আসলে কোন নিরাপত্তা নেই।আমরা নিরাপত্তা দিয়ে রাখলেও নিরাপত্তা ভাঙ্গা যায়। ফোল্ডার লকের সাথে আনলকার ও তৈরি হয়ে গেছে। একটা পেনড্রাইভকে পাসওয়ার্ড দিয়ে রাখলেও তার পাসওয়ার্ড ভাঙ্গা যায়, আবার ডিভিডিকে কপি প্রক্টেকটেড করে রাখলেও কপি করা যায়। একটা সাইটকে কপির হাত থেকে বাচাঁনোর জন্য যত প্রকার পদ্ধতি বের করা হোক না কেন ২ দিন পর কপি কিভাবে করতে হয় তার নতুন পদ্ধতি আবিষ্কার হয়ে যায়। ফেসবুক যেভাবে যত ভাবেই বন্ধ করা হোক না কেন তাতেও যাওয়া যায়। পিসির লগিন এর সময় দেয়া পাসওয়ার্ড হ্যাক করাতো ছেলের হাতের খেলা। পিডিএফ ফাইল নিরাপত্তার জন্য পাসওয়ার্ড দিয়ে রাখার পরও ভাঙ্গা যায়।যত প্রকার নিরাপত্তা বলয় তৈরি হোক না কেন, সে সব ভাঙ্গাতো শিশুর হাতের খেলনা ভাঙ্গার মত।

জটিল লিখেছেন!!!!!

Level 0

ধন্যবাদ ভাই, আমার এত কাজে লাগবে যে বুঝাতে পারছিনা।

    Level 0

    তবে হ্যা, ব্যবহার বিধি উল্লেখ করলে আরো ভাল হত, আবারও ধন্যবাদ।

    এটা ব্যবহার করা অনেক সহজ। ইন্সটল করলেই বুঝতে পারবেন। ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য ।