ঝকঝক তকতক করে ফেলুন আপনার ছবি কে!

কেমন আছেন সবাই? এই কাঠ ফাটা রোদে আপনাকে শীতের শিশির ভেজা শুভেচ্ছা।

আমরা ছবি কে সুন্দর করার জন্য অনেক রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি। কেউ কেউ ফটোশপের সাহায্য নেয়। আমি আজকে যে সফটওয়্যারের কথা জানাবো তা দিয়ে খুব সহজেই ছবি কে smooth বা শার্প করা যাবে। ফলে ছবি হয়ে উঠবে আরও আকর্ষনীয়। নিচের ছবি গুলা দেখলেই এই সফটওয়্যারের মর্যাদা বুঝতে পারবেন।

আগে

পরে

আগে

পরে

আগে

পরে

আশা করি এর কাজ বুঝতে পেরেছেন। ভাবছেন ব্যবহার করা খুব কঠিন? মোটেও না। প্রথমে ছবি ওপেন করে নিন। তারপর Smooth বা আপনার প্রয়োজনীয় বাটনে ক্লিক করে ছবি কে নিমিষেই চমৎকার করে ফেলুন।

এছাড়াও ছবিকে রিসাইজ বা কালার Adjust করতে পারবেন।

ডাউনলোড লিঙ্কঃ

Face Smoother 2.51
এটি মাত্র 2MB। সাথে ক্রেক ফাইল আছে।

আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর জিনিস তো। 🙂

জিনিসটা আসলেই সুন্দর,ধন্যবাদ শেয়ার করার জন্য।

এই রকম সফটএর আমার খুবই দরকার ছিল ।
ধন্যবাদ ব্রাদার

যাহারা ফটোশপ এর কাজ জানেনা তাদের কাজে লাগবে।ধন্যবাদ টিউন এর জন্য।

Level 0

চমৎকার সফটওয়্যার,সেই সাথে সাইজও অনেক ছোট 😀 ধন্যবাদ আপনাকে।

আমি তো আপনার কথা বলি নাই।

জিনিসটা সত্যই দারুন, ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভালো জিনিস….
ফটোশপের একটা অংশের কাজ হয়তো অনেকে এটা দিয়ে চালিয়ে নিতে পারবে……

টিউনের জন্য ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা

    ধন্যবাদ সাদিক ভাই।

    হে হে , এটা আমার সফটওয়্যার দিয়ে করা অটো কমেন্ট। কিভাবে বুঝলাম বলেন তো? দেখি বুদ্ধির জোর কতটুকু ?
    আগেই বলে রাখছি, windows key + a চাপলে এই কমেন্ট টা আসবে এটা সত্য। কিন্তু এই উত্তর দিলে মার্ক দিব না। অন্য উত্তর দিতে হবে।

    আপনার আবিস্কার আপনি ছাড়া বুঝবে কে? 😉
    আপনাকে খুব মিস করবো। 🙁

    ওকে আমি বলে দিচ্ছি। তার আগে এই কমেন্টটা দেখুন।
    কমেন্টটা হল – আমি চলে যাব কিন্তু চিহ্ন রেখে যাব আমার, আমার সৃষ্টির ………যা শুধু আমি বুঝব কোন জায়গায় কাজে লেগেছে সত্তিকার কোথায় কাজে লেগেছে, আদৌ লেগেছে কিনা………তুমি হয়ত পরিবর্তীত হতে চাইবে, হও, কত পরিবর্তন হবে? ১ বার ২বার নাকি ২৬ বার? নাকি মুছে দিবে আমার অস্তিত্ম ?

    আপনি খেয়াল করে দেখেন “অনেক অনেক কৃতজ্ঞতা ” এর পরে যেই দাঁড়ি দেয়া হয়েছে তার সাথে অন্য কমেন্ট এর দাঁড়ির পার্থক্য কি ?
    পার্থক্য হল, অটোকমেন্টে এটা বোল্ড করা হয়েছে আর যারা নিজেরা টাইপ করে কমেন্ট দেয় সেটা বোল্ড করা না।
    বোল্ড করা দাঁড়ি –
    বোল্ড ছাড়া দাঁড়ি – ।

    Level 0

    ভাই আমার অনেক জ্ঞানী , তা ভাই আপনার নাম টা কি । R Screen সট দিবো কি ভাবে বলেনতো ।

    কী-বোর্ড এর মধ্যে print screen sysRq নামে যে বাটনটা আছে সেটা তে ক্লিক দিলে screenshot হয়ে যায়। তারপর পেইন্ট এ গিয়ে পেস্ট করলেই হল। screen shot এর উপরে অনেক টিউন আছে।

Level 0

আসলেই ভাল জিনিষ, রেখে দিলাম, খাজেলাগতে পারে। ধন্যবাদ।

wow very nice !!! pore kaje lagbe. collect kore rakhlam. 😉 😮 Thanksssssssss

অনেক ভাল সফটওয়্যার। তবে বেশি smooth করতে গিয়ে ঝাপসা বানিয়ে ফেলে।

খুবই ভাল সফটওয়্যার। খুব ভাল লেগেছে। ধন্যবাদ 🙂

Bravo. Its really nice. Thanks a lot . Your all the tune was really great. I gonna download right now.

ধন্যবাদ ভাল লাগলো

Level 2

ভাই আসলেই ভাল জিনিস, রেখে দিলাম ভবিষ্যতের জন্য,কাজে লাগতে পারে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ইহা আমার বড়ই উপকাবে আসিবে বলিয়া মনে হইতাছে………………….!!!

Level 0

অনেক ধন্যবাদ হাসান ভাই আপনার সুন্দর টিউনের জন্য ।

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) {Photoshop Specialist} >>>
Software-টা সংগ্রহে রাখলাম…

~ !

প্রথম দিকে সফটওয়ারটির সন্ধান পেয়ে খুঁশি হয়েছিলাম কিন্তু কাজ করে দেখি ছবি ঘোলা হচ্ছে । তাই ফটোসপই ভালো ।

    ফটোশপ বেষ্ট এটা বলার অপেক্ষা রাখে না তবে আমার মত যারা জানে না তাদের জন্য এসব সফটওয়্যার ছাড়া গতি নেই।
    ধন্যবাদ।

ami software ta download kori kinto asse na…………..

সফটটি ভালই । শেয়ার করার জন্য ধন্যবাদ 😀 😀

Level 2

আপনাকে ধন্যবাদ …..!!!!!!!!
http://bdnet2u.blogspot.com/

Level 0

আসলেই প্রশংসনীয় টিউন। খুব সুন্দর সফটওয়ার এটা। আমার অনেক ভালো লেগেছে এটা।

ভাল………….. ২.৩ মে.বা. আমার না কোথাও কোন খুধ টেনে,হিষড়ে বার করতে খুব ভাল লাগে ।

Level 0

download হয় না । Link টা ঠিক করে দিন ।