দেখুনতো softsware টা আপনাদের কাজে আসে কি না…………

বিস্ মিল্লাহীর রাহ্ মানের রাহীম । সকল প্রসাংশা আল্লাহর জন্য ।আশা করি আপনারা সবাই ভাল আছেন । আমি আজ আনাদেরকে BIJOY 2010 দিব । Bijoy ব্যাপারে বিস্তারিত লেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা জানেন যে আমাদের জব্বর কাগুর একটু মাথা গরম কখন যে কি করে বসে ঠিক নাই । তাই আপনরা মাইন্ড খাইয়েন না।হয়ত অনেকে আগে থেকে Bijoy ব্যবহার করেন , তাই চিন্তা করলাম যারা নতুন Windows 7 ব্যবহার করেন তাদের হয়তো Bijoy 2010 কাজে লাগতে পারে। আর এ কারণে আপনাদের কাছে আসা । যদি আ্পনাদের কারো কাজে লাগে , তাহলে আমার টিউন টি সাথর্ক হবে।

যদি আগে কেউ এ নিয়ে টিউন করে থাকেন, তা হলে আমারটা Delete করে দিবেন । আর দয়া করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ।    এখানে ক্লিক করুন

Level 0

আমি আই, এইচ, কমল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 873 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এমন অনেক কিছুই হবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, যা কেউ ভাবেনি আগে [email protected],,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Facebook=http://www.facebook.com/home.php?#!/profile.php?id=100000584904924,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Mobile=01676 44 80 00 ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;সুন্দর হচ্ছে ভালবাসা ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জব্বর কাগুর এই সামান মাগনা দিলেও নিমু না (অভ্রর আগে যদি মাগনা দিত তাইলে ভাবতাম)
যা হোক টিউন নিয়ে এগিয়ে যেতে হবে বহু দূর, তবে কোয়ালিটির সাথে

    Level 0

    ধন্যবাদ LuckyFM ভাই চেস্টা করবো । জানার ছিল, Screen সট , বড় ফাইল গুলো কিভাবে ছোট করবো , কি ভাবে লেখার ভিতরে লিঙ্ক দিব, জানালে উপকার হবে ।

    লাকী ভাইয়ের সাথে একমত।

    লাকএফ এম ভাই এর সাথে একমত।

    LUCKY BI AME AVRO FONTS PS SUPPORT KORATA PARI NA.KE KORA KORTA HOY AMAK BOLA DIN.

    i agree too…………..

    Level 0

    Lucky FM ভাই আপনার সাথে একমত। আমিও আমার কম্পিউটার থেকে বিজয় বিদায় করেছিলাম কিন্তু একটা কারনে আবার বিজয় ব্যবহার করতে বাধ্য হয়েছি। যদি কেউ সমাধান দিতে পারেন তাহলে আবার ও বিজয়কে টাটা দিব। সমস্যা টা হল অটোক্যাড এর ড্রইং ফাইলগুলির ভিতরে আমাকে বাংলাতে লিখতে হয় অভ্র দিয়ে বাংলা লিখা যায় কিন্তু যখন প্রিন্ট করতে যাই তখনই ঘটে বিপত্তি। যেমন মৌ লিখার সময় ঠিকমত দেখায় কিন্তু যখন প্রিন্ট করি তখন দেখায় ম ৌ। বিজয় এও একই সমস্যা কিন্তু বিজয়ের সমাধান পাইছি তা হল: প্রথমে এম এস ওয়ার্ডে লিখে কপি করে নিয়ে তারপর ড্রইং এ পেষ্ট করলে আর সমস্যা থাকেনা। যদি পারেন তাহলে আমার সমস্যাটার সমাধান দিবেন। অপেক্ষায় রইলাম।

কমল ভাই Windows 7 এ Bijoy 2010 কাজ করবে তো ? দয়া করে ভাল ভাবে জানাবেন।

    Level 0

    জি কায়সার ভাই কাজ করবে , সমস্যা হলে জানাবেন ।

    Level 2

    দেখলাম Windows 7 এ কাজ হচ্ছে।

    Level 0

    ধন্যবাদ ashim ভাই।

    Microsoft Net frame work 3.5 চাচ্ছে। কি করব ?

এক হেরে যাওয়া ভাষা বিক্রেতার অর্থশিকারী অস্ত্রের নাম “বিজয়”।

    সাঈদ ভাই জটিল বলেছেন!!!!

    সাইদ ভাই WordPress.com এ একটা সাইট নিন এবং তা আপনার টেকটিউনসের প্রফাইলে সাইটের ঘরে দিন তা হলে নিক নেক লাল দেখাবে।

Level 0

অভ্রকে ভালবাসি কিন্তু কাগুর জিনিস ও কিছু কাজে লাগে। thanks কমল ভাই..

    Level 0

    ধন্যবাদ আপনাকে ।

অভ্র আছে যেখানে, বিজয় সেখানে কিছুই না। তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    তবু আপনাকে ধন্যবাদ ।

Avro is great…….thanks for sharing…….

    Level 0

    ধন্যবাদ সাহেদ ভাই ।

খুভ ভালা…….

অভ্র-ই সেরা। কিন্তু জব্বার মিয়ারটাও কাজে লাগে মাঝে মাঝে।

    Level 0

    সংগ্রহে রাখতে অসুবিদা কোথায় ।

শেয়ার করার জন্য ধন্যবাদ! কমল ভাই।

    Level 0

    ধন্যবাদ Arif ভাই ।

আমি মূল সফটটা আগেই ডাউনলোড করে নিয়েছি এখন আর পুরা সফটওয়্যার ডাউনলোড না করে শুধুমাত্র সিরিয়াল-কীটা চাই। দয়া করে দিবেন কি? আর লিখার মধ্যে লিঙ্ক দিতে লিখাটি সিলেক্ট করে উপরে লিঙ্ক বাটনে ক্লিক করতে হবে। তারপর একটি নতুন ডায়ালগ বক্স অপেন হবে। তাতে অ্যাড্রেস দিয়ে ok ক্লিক করতে হবে।

    Level 0

    ধন্যবাদ আদনান ভাই পরামর্স দেওয়ার জন্য , R সিরিয়াল কি টা Zip ফাইলের ভিতরে আছে ।

কেউ চাইলে দিতে পারবো।
ধন্যবাদ শেয়ার করার জন্য
তবে আমার কাছে কেউ আসলে তাকে আমি অভ্র ব্যবহারের কথাই বলি।
কেননা যে অভ্রের মজা পেয়েছে সে কি আর অন্য কিছু বুঝে।

    Level 0

    ধন্যবাদ সাইদ ভাই ।

Level 0

অভ্র আছে যেখানে, বিজয় সেখানে কিছুই না। তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    আপনাকে ধন্যবাদ ।

১ নং সমস্যা- কমল says:৩০ জুন, ২০১০ at 2:35 পুর্বাহ্ন= জানার ছিল, Screen সট , বড় ফাইল গুলো কিভাবে ছোট করবো , কি ভাবে লেখার ভিতরে লিঙ্ক দিব, জানালে উপকার হবে ।

উত্তরঃ screen shot কিভাবে নিতে তা আগে একবার বলেছিলাম, আবার বলি। Keyboard থেকে Print Screen SysRq – এই Key টিতে একবার টিপ দেন আর যে কোন Image Editor ( যেমন – Windows Paint , Photoshop ) এ গিয়া Paste কইরা দেন । তাহলেই পেয়ে যাবেন আপনার Screen Shot .
২য় নিয়ম-Alt এবং Print Screen SysRq একসাথে ক্লিক করেন। এখন paint এ যান। এরপর edit ,তারপর paste. এবার save করেন।
টিউনে ছবি যোগ করা=
টিউনে ছবি দিতে হলে তেমন কিছুই করতে হবে না। কোন সাইট থেকে ছবি দিতে চাইলে আপনি ঐ ছবিটাতে Right click করুন। যে মেনু আসবে ঐখান থেকে Copy Image Location সিলেক্ট করুন। তারপর টিউনিং পেজের Image বাটনে ক্লিক করে paste করে দিন। ব্যস হয়ে গেল।
লিঙ্ক যেভাবে দিবেনঃ টিউন লেখার উপরের অংশে “ছবির মত করে দেয়া অপশন গুলো, যার উপরে মাউস রাখলেই বলে দেয় কোনটা কি অপশন।” ঠিক এখানে “insert link” নামে একটা অপশন আছে। ঐ অপশন এর ছবি কোনটা তা মনে রাখুন।

এবার ধরেন আপনি টিউনে এ দিতে চান, “” সফটওয়্যারটি “এখান” থেকে ডাউনলোড করুন। “”
আপনি চান যে , ” এখান ” এই জায়গার মধ্যে লিঙ্ক দিতে। তাহলে বলি কিভাবে দিবেন, “এখান” লেখাটাকে মাউস দিয়ে select করুন। এরপর “insert link” এ ক্লিক করুন। এবার কিছুক্ষন পরে একটা খালি ঘর পাবেন। ঐখানে আপনার লিঙ্ক বসিয়ে দিন। এর নিচে আর একটা খালি ঘর আছে। ঐখানে লিখুন “open a new tab” । এখন ok করে বেরিয়ে আসুন ।

২ নং সমস্যা-আশরাফুল says: ৩০ জুন, ২০১০ at 10:15 পুর্বাহ্ন= LUCKY BI AME AVRO FONTS PS SUPPORT KORATA PARI NA.KE KORA KORTA HOY AMAK BOLA DIN.

উত্তরঃ আপনি এই লিঙ্ক হতে সফটওয়্যারটা ডাউনলোড করে ইন্সটল করুন। এবার অভ্র দিয়ে বাংলা লেখার চেষ্টা করুন। দেখবেন কাজ হবে।

কমল ভাই, আপনার কাছে অনুরোধ রইল, আপনি আশরাফুল ভাই এর মেইল ঠিকানায় মেইল করে এই সমাধানটা পাঠিয়ে দিবেন।কারন আমি নিশ্চিত তিনি এই পেইজ আর এসে দেখবেন না যে ওনার প্রশ্নের কোন সমাধান এসেছে কিনা। তাই মেইল দিলে ভাল হয়। আর আশরাফুল ভাই এর মেইল ঠিকানা আপনার মেইল address এ চলে গিয়েছে।

Level 0

স্বাধীন ভাই , জানানোর জন্য আপনাকে ধন্যবাদ । R জানার ছিল বড় বড় সফট (যেমন 200mb ,300mb) গুলো কে কিভাবে ছোট ছোট পাট করবো & কত জন Download করেছে কি ভাবে জানবো & আপনি Ctg. কোথায় থাকেন ।

জব্বার কাকু কি বাংলার জন্য কিছুই করেন নি? প্রয়োজন ফুরিয়ে গেলে জ্বলন্ত সিগারেট অবশিষ্ট যা হয় আমার কি তাই করতে যাচ্ছি?

আসলে আমরা বাংলার মানুষতো তাই তেল মাথায় তেল দিতে পছন্দ করি। আমি ও কি …………….

    Level 0

    বহুত কিছু করছেন
    একেবারে ভাষার জন্য জান দিয়ে থুক্কু তথাকথিত বিজয় দিয়ে বহুত পয়সা নিয়েছেন, তাই উনার এত কান্দা কান্দি

    Level 0

    হাসান ভাই কারো অবদান থাকলে তা স্বীকার করা উচিত ।

পার্ট করার ব্যাপারটা প্রবাসী ভাই ভাল জানেন। আর মিডিয়াফায়ারে আপলোড করলে কতজন ডাউনলোড করেছে তা জানা কোন ব্যাপার না।
আমি এখন কুমিল্লাতে আছি, ৩ তারিখ নোয়াখালীতে যাব……

আমার কম্পিউটার থেকে ডি ড্রাইভ টি হারিয়ে গেছে। পেনড্রাইভ ইউএজবি পোর্টে প্রবেশ করালে ডি ড্রাইভটি শো করে কিন্তু এতে শুধু পেন ড্রাইবে থাকা ফাইল গুলো দেখা যায় কিন্তু পূর্বে ড্রি ড্রাইভে থাকা ফাইল গুলো দেখতে পচ্ছি না। এখন ডি ড্রাইভ টি পুনরায় কিভাবে ফেরত পেতে পারি তার কোন সমাধান কারো কাছে থাকলে জানাবেন। খুব উপকৃত হব।

    Level 0

    ভাই আপনি এমদাদ ভাই সাহায্য নিতে পারেন ।

অভ্র, বিজয় দুইটাই ব্যবহার করি। তাই নিলাম ২৩ মে.বা. এর সফটি। ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ মুরাদ ভাই ।

ভাই…. যদি দয়া করে মিডিয়াফায়ারে আপলোড করতে তাহলে সুবিধা হত…জিদ্দু খুবই খুবই ডিস্টার্ব করছে!
আর কোন মহৎ ব্যাক্তি যিনি ডাউনলোড করেছেন ইচ্ছা করলে আপনিও একটু আপলোড করে দিতে পারেন মিডিয়াফায়ারে সবার সুবিধার্থে!

    আমিও এটা বলতে চেয়েছিলাম। অনেক্ষণ ধরে চেষ্টা করেও ডাউনলোড কমপ্লিট করতে পারলাম না।

    Level 0

    সাইফ & সাকিব ভাই আপনাদের জন্য Midiafire লোড করলাম । লিংক এখানে , http://www.mediafire.com/download.php?kmojg4wzmkz সমস্যা হলে আওয়াজ দিয়েন ।

Level 2

টেকপরিবারের সবাইকে ধন্যবাদ । ধন্যবাদ কমল ভাই আপনাকে সুন্দর টিউন উপস্থাপনের জন্য। স্বাধীন ভাই আমি কি আপনার ইমেইল আইডিটা পেতে পারি ?

মোহাম্মদ রেজাউল করিম মনি
জেদ্দা , সৌদি আরব ।
[email protected]

    Level 0

    ধন্যবাদ Moni vai আপনার মেইলে আমি add টা পাঠিয়ে দিব ।

    Level 0

    আপনার Mail টা চেক করে দেখুনতো ।

আমাদের দেশের নেতারা হাজার হাজার টাকা খেয়ে বসে আছেন কাকু না হয় একটু চুষে চুষে খেয়েছেন তাতে কি খুব বেশী ক্ষতি হয়েছে।
কাকু কি তেনাদের কেও ডিঙ্গীয়ে গেছেন ? মানে নেতাদের কেও? আপনাদের কি মনে হয়?…………

    Level 0

    হাসান ভাই আপনার চোখ দেখলে ভয় লাগে ।

খুব ভাল লাগলো আপনার শেয়ারটা………… আমি বিজয়/অভ্র দুটোই ব্যবহার করি।
অব্র দিয়ে যদি ফটোশপ/ইলাস্ট্রেটরে/ক্যাড এ লিখা যেতো ভাল হতো…. বিজয় ব্যবহার করা লাগতো না।
আপনার কথাই ঠিক….. উইন-৭ এ ২০১০ ভার্সনটা কাজ করে অন্যগুলা বেকার।

বিজয় বায়ান্ন২০১০ আমার দরকার ডাউনলোড লিঙ্ক ভুল আছে

Level 0

We are youth, we do not like Bijoy. All time says we like AVRO. So it no problem go awhed. And take care.