অভ্রতে নতুন সংস্করণ আসছে। (এখনি ডাউনলোড করে নিন)

বর্তমানে বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় সফটওয়ার অভ্র

প্রথম আসে ২৬ মার্চ ২০০৩। মেহেদী হাসান খান এবং রিফাত নবী তত্ত্বাবধানে নিয়ে আসে এই অভ্র কী-বোর্ড।

                                              মেহেদী হাসান খান

২১ ফেরুয়ারী ২০১৪ প্রযুক্তি প্রেমীদের চাহিদা মেটাতে চলে আসে অভ্রর সর্বশেষ সংস্করণ ৫.৫.০। এটাতে আগের চেয়ে বেশ কিছু অতিরিক্ত সুবিধা থাকছে।

তাহলে এখনি ডাউনলোড করে নিন নতুন সংস্করণ নিচের লিংক থেকে।

ডাউনলোড অভ্র

আমাদের পক্ষ থেকে ধন্যবাদ Omicron Lab কে।

ভাষা উন্মুক্ত হবেই। 

আজ  আমি  এই পর্যন্ত, দেখা হবে টেকটিউনসে অন্য কোন টপিকসে।

ধন্যবাদ।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Avrote bangla likha khubi birokto lagey, hoito bijoy obbash hoye gese bole. bhai avrote bijoy keyboard bebohar korer kuno rasta ki ase?

    Level 0

    @Shakil Ahmed: অবশ্যই বিজয় use করার ব্যবস্থা আছে। অভ্রর বারের প্রথমে দেখেন “অ” লেখা আছে। “অ” তে ক্লিক করুন। এবার “select keyboard layout” এ যান এবং “UniBijoy” select করেন। কাজ শেষ। এবার অভ্র দিয়া বিজয়ের মতো লিখুন।

      Level 2

      @Naiem: @Shakil Ahmed: ভাই, ধন্যবাদ।

অভ্রতে গাঙ্গুলী টাইপ করে Unicode to Bijay text Convert করে ফটোশপে পেস্ট করে দেখান… ঙ্গ যুক্তাক্ষর না হয়ে আলাদে করে ঙ্ গ পাশাপাশি আসছে। পারলে জানাবেন, না পারলেও জানাবেন। তবে অভ্রই ব্যাবহার করি ও অভ্রই ব্যাবহার করবো।

    Level 2

    @writerbuddha: @Naiem: @Shakil Ahmed: ভাই, ধন্যবাদ। অবশ্যই বিজয় use করার ব্যবস্থা আছে। অভ্রর বারের প্রথমে দেখেন “অ” লেখা আছে। “অ” তে ক্লিক করুন। এবার “select keyboard layout” এ যান এবং “UniBijoy” select করেন। কাজ শেষ। এবার অভ্র দিয়া বিজয়ের মতো লিখুন।

    Level 2

    @writerbuddha: আসে না। ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ব্যবহার করে দেখি

    Level 2

    @হোছাইন আহম্মদ: ধন্যবাদ ভাই।

সরদার ভাই, ধন্যবাদ।

    Level 2

    @রাহাতুল ইসলাম: আপনাকেও ধন্যবাদ ভাই।